মেসি–রোনালদো সেরার লড়াইয়ে ড্র দেখছেন আগুয়েরো

কাতার বিশ্বকাপের আগে মেসি-রোনালদোকে মডেল বানিয়ে ছবিটি তুলেছিলেন বিখ্যাত মার্কিন ফটোগ্রাফার এনি লেভিবোভিটজছবি : ইনস্টাগ্রাম

প্রশ্নটা যেন চিরকালীন। কে সেরা—ক্রিস্টিয়ানো রোনালদো না লিওনেল মেসি? এই প্রশ্নের উত্তরে একজন আর্জেন্টাইন কী বলতে পারেন, তা আন্দাজ করে নেওয়া যায়।

কে আবার, অবশ্যই মেসি! সের্হিও আগুয়েরোও একজন আর্জেন্টাইন। তাঁর কথা শুনলে কিন্তু অবাক হতেই হয়। মেসির জাতীয় দলে তাঁর সতীর্থ ছিলেন ১৫ বছর। এর আগেও পর্তুগিজ তারকাকে মেসির সঙ্গে তুলনা করতে গিয়ে ‘সাধারণ’ বলেছেন। কিন্তু হঠাৎ কী হলো কে জানে, মেসি–রোনালদোর দ্বৈরথে আগুয়েরো ড্র দেখছেন!

স্ট্রিমার দাভো শেনিজের সঙ্গে আড্ডায় ম্যানচেস্টার সিটি ও আর্জেন্টিনার সাবেক এই স্ট্রাইকার বলেছেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদো তার ক্যারিয়ারের জন্যই মেসির সমান অবস্থানে থাকবে।’

হৃদ্‌যন্ত্রে সমস্যার কারণে ৩৩ বছর বয়সেই ফুটবলকে বিদায় জানানো আগুয়েরো নিজের এই মন্তব্যের পক্ষে যুক্তি দেন, ‘খেলার মান ধরে রেখে প্রতিদ্বন্দ্বিতা করাটা মোটেও সহজ ব্যাপার নয়। তারা ১০–১১ বছর ধরে ব্যালন ডি’অর জয়ের লড়াই করছে। দুজনেই সেরা হওয়ার প্রতিদ্বন্দ্বতা করছে।’

২০২১ সালের ডিসেম্বরে ফুটবলকে বিদায় জানানোর পর স্ট্রিমিংয়ে ব্যস্ত সময় কাটছে আগুয়েরোর। লাইভ স্ট্রিমিং সার্ভিস ‘টুইচ’–এ ফুটবলসম্পর্কিত নানা বিষয় নিয়ে কথা বলেন। গত এপ্রিলে কিংস লিগের মালিক ও স্পেনের খ্যাতিমান স্ট্রিমার ইবাই লানোসের সঙ্গে মেসি ও রোনালদোর ক্যারিয়ারে সেরা গোলগুলোর ভিডিও দেখার সময় দুজনকে নিয়ে মন্তব্য করেছিলেন আগুয়েরো। তখন সাতবার ব্যালন ডি’অর জয়ী মেসিকে পাঁচবার ব্যালন ডি’অর জয়ী রোনালদোর চেয়ে এগিয়ে রেখেছিলেন ম্যানচেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগজয়ী সাবেক এই ফুটবলার। বলেছিলেন, ‘ফ্রি–কিক থেকে কতগুলো গোল দেখানো হলো? রোনালদোর সেরা ২০ গোলের মধ্যে ১৫টিই ফ্রি–কিক থেকে। কিন্তু মেসির সেরা ২০ গোলের মধ্যে ১৫টিতেই সে পাঁচজন করে ডিফেন্ডার কাটিয়েছে।’

হৃদ্‌যন্ত্রে সমস্যার কারণে পেশাদার ফুটবলকে বিদায় বলে দিয়েছেন আগুয়েরো
ছবি : এএফপি

রোনালদোকে মেসির চেয়ে পিছিয়ে রেখে তখন মন্তব্য করে পর্তুগিজ তারকার ভক্তদের সমালোচনার শিকার হয়েছিলেন আগুয়েরো। এবার মেসি–রোনালদোকে সমান অবস্থানে রেখেও সমালোচনার শিকার হয়েছেন। টুইটারে একজনের মন্তব্য, ‘আগুয়েরো সব রকম সমালোচনা থেকে বাঁচতে এমন বলেছে।’

সে যা–ই হোক, মেসি–রোনালদোর মধ্যে কে সেরা, তা নিয়ে তর্ক সম্ভবত শেষ হওয়ার নয়। যদিও গত ডিসেম্বরে কাতারে বিশ্বকাপ জিতে অনেকের মতেই চির প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলেছেন আর্জেন্টাইন তারকা মেসি।

ক্লাব ফুটবলে দুজনই মোটামুটি সবই জিতেছেন। রোনালদো দেশের হয়ে ইউরো ও নেশনস লিগ জিতেছেন। তাঁর মতো মেসিও নিজ মহাদেশের শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা কোপা আমেরিকা জিতেছেন। তবে বিশ্বকাপ বিবেচনায় নিলে আর্জেন্টাইন তারকার সঙ্গে পিছিয়ে থাকবেন রোনালদো।

আরও পড়ুন

জাতীয় দল ও ক্লাব মিলিয়ে গোলের সংখ্যায় মেসির চেয়ে এগিয়ে রোনালদো। মোট ১১৬৮ ম্যাচে ৮৩৮ গোল করার পাশাপাশি ২৩৬ গোল বানিয়েছেন আল নাসর তারকা। যুক্তরাস্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিতে যাওয়া মেসি ১০২৮ ম্যাচে ৮০৭ গোল করার পাশাপাশি ৩৫৭ গোল বানিয়েছেন।