হেরমোসোর দাবি, বিশ্বকাপজয়ী খেলোয়াড়দের ভয় দেখানো আর হুমকি দেওয়া হচ্ছে

বিশ্বকাপ জিতে পাওয়া সোনার পদক গলায় নিয়ে হেনি হেরমোসোছবি : এএফপি

স্প্যানিশ ফুটবল ফেডারেশনে নিজেদের চাওয়া অনুযায়ী পরিবর্তন না এলে জাতীয় দলের হয়ে আর খেলবেন না বলে গত শুক্রবার বিবৃতি দিয়েছেন নারী বিশ্বকাপ জেতা ২৩ জনসহ ৩৯ ফুটবলার। এর মধ্যেই নেশনস লিগের দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন স্পেন নারী দলের নতুন কোচ মোনৎসে তোমে।

এর মধ্যে বিবৃতিতে সই করা বিশ্বকাপজয়ী খেলোয়াড়দের ১৫ জনকেও দলে ডেকেছেন স্পেনের নারী দলের নতুন কোচ। অবশ্য এই ১৫ জনের মধ্যে নেই হেনি হেরমোসো। গত ২০ আগস্ট ইংল্যান্ডকে হারিয়ে স্পেনের বিশ্বকাপ জয়ের দিন পুরস্কার মঞ্চে তাঁর ঠোঁটে জোর করে চুমু দিয়েছিলেন দেশটির ফুটবল ফেডারেশনের প্রধান লুইস রুবিয়ালেস। বিতর্কের শুরু এর পর থেকেই।

আরও পড়ুন
হেনি হেরমোসোর ঠোঁটে চুমু দেওয়াই কাল হলো লুইস রুবিয়ালেসের
ছবি : টুইটার

সে ঘটনার জেরেই স্পেনের নারী খেলোয়াড়েরা জাতীয় দল বয়কটের সিদ্ধান্ত নেন। তাঁদের দাবি ছিল, ফেডারেশনে ঢালাওভাবে পরিবর্তন আনতে হবে, কিন্তু সেটা হয়নি। ঘটনার জেরে ফিফা রুবিয়ালেসকে ফুটবল থেকে সাময়িক নিষিদ্ধ করে। পরে তিনি স্পেনের ফুটবল ফেডারেশনের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এর মধ্যে আদালত রুবিয়ালেসকে নিজেকে ‘সংযত রাখা’র আদেশ দিয়েছেন। হেরমোসোর ২০০ মিটারের মধ্যে যেতে পারবেন না তিনি, এমন আদেশও দেওয়া হয়।

এদিকে হেরমোসোকে সুইডেন ও সুইজারল্যান্ডের বিপক্ষে নেশনস লিগের ম্যাচের দলে না রাখা নিয়ে কোচ মোনৎসে তোমে বলেছেন, ‘তাকে রক্ষা করতেই দলে রাখা হয়নি। এটাই তাকে রক্ষা করার সেরা উপায়।’ এই রক্ষা করার বিষয় নিয়ে অবশ্য এক্সে (টুইটার) প্রশ্ন তুলেছেন হেরমোসো।

আরও পড়ুন
নেশনস লিগের দুটি ম্যাচের জন্য কাল দল ঘোষণা করেছেন স্পেনের নারী দলের নতুন কোচ মোনৎসে তোমে
ছবি: এএফপি

স্পেনের তারকা নারী ফুটবলার লিখেছেন, ‘আমাকে কী থেকে রক্ষা করবে? কার থেকে রক্ষা করবে?’ এমন প্রশ্ন করার পাশাপাশি একটা অভিযোগও করেছেন ৩৩ বছর বয়সী ফুটবলার। তাঁর দাবি, ‘ফেডারেশন ভয় দেখাচ্ছে আর হুমকি দিচ্ছে।’ হেরমোসো টুইটারে লিখেছেন, ‘খেলোয়াড়েরা নিশ্চিত, এই যে আইনি ব্যবস্থা নেওয়া আর আর্থিক নিষেধাজ্ঞা দেওয়ার ভয় দেখানো এবং হুমকি দেওয়াটা বিভাজন তৈরি করার একটা কৌশল।’

আরও পড়ুন