গোলের খোঁজে ব্রাজিলের একাদশে যে তিন পরিবর্তন আনতে পারেন আনচেলত্তি

একাদশে পরিবর্তন আনতে যাচ্ছেন আনচেলত্তিরয়টার্স

ব্রাজিলের হয়ে নিজের প্রথম ম্যাচটি জিততে পারেননি কার্লো আনচেলত্তি। রক্ষণে ভালো খেললেও আক্রমণ ও সুযোগ তৈরিতে যথেষ্ট ঘাটতি ছিল ব্রাজিলের। পুরো ম্যাচে গোলের জন্য মাত্র তিনটি শটই নিতে পারে তারা, যার দুটি লক্ষ্যে থাকলেও পাওয়া হয়নি কাঙ্ক্ষিত গোল।

এমন পরিস্থিতিতে সাও পাওলোর করিন্থিয়ান্স অ্যারেনায় প্যারাগুয়ের বিপক্ষে বাংলাদেশ সময় আগামীকাল ভোরের ম্যাচে নাকি একাদশে অন্তত তিনটি পরিবর্তন আনতে যাচ্ছেন আনচেলত্তি।

ব্রাজিলের একাদশে পরিবর্তন আনার বিষয়টি জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ‘গ্লোবো’। প্যারাগুয়ে ম্যাচের আগে সর্বশেষ অনুশীলন সেশনেও বদলি লাইনআপ নিয়ে আনচেলত্তির দলকে খেলতে দেখার কথা জানিয়েছে সংবাদমাধ্যমটি।

আরও পড়ুন

গ্লোবোর দেওয়া তথ্য অনুযায়ী, গত বুধবার ইকুয়েডরের বিপক্ষে খেলা একাদশ থেকে বাদ পড়তে যাচ্ছেন গেরসন, এস্তেভাও ও রিচার্লিসন। আর এই তিনজনের জায়গা নেবেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, রাফিনিয়া ও মাতেউস কুনিয়া। ধারণা করা হচ্ছে, এই পরিবর্তন আক্রমণে যাওয়ার ক্ষেত্রে দলকে অনেক শক্তিশালী ও গতিময় করবে।

ব্রাজিলের একাদশে দেখা যাবে রাফিনিয়াকে
রাফিনিয়ার ইনস্টাগ্রাম হ্যান্ডল

এর আগে ম্যাচ–পূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি অবশ্য শুধু রাফিনিয়ার একাদশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন। বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ড নিষেধাজ্ঞার কারণে ইকুয়েডরের বিপক্ষে খেলতে পারেননি।

রাফিনিয়ার ফেরার বিষয়টি নিশ্চিত করে আনচেলত্তি বলেছেন, ‘রাফিনিয়া ফিরেছে, যা আমাদের জন্য ভালো খবর। রাফিনিয়া গত মৌসুমে দেখিয়েছে সে সেরা খেলোয়াড়দের একজন। সে আমাদের আমাদের সাহায্য করতে পারবে। (বিশ্বকাপে) কোয়ালিফাই করতে আমাদের ভালো খেলা জরুরি। এ জন্য রাফিনিয়ার উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ।’

আরও পড়ুন

এদিকে আজ মঙ্গলবার ৬৬তম জন্মদিন পালন করছেন আনচেলত্তি। জন্মদিন উপলক্ষে শিষ্যদের কাছ থেকে উপহার চেয়েছেন তিনি, ‘আগামীকালের জয়টা হতে পারে আমার জন্য সেরা উপহার।’

ব্রাজিলের সম্ভাব্য একাদশ:

আলিসন (গোলরক্ষক), ভ্যান্ডারসন, মারকিনিওস, আলেক্সসান্দ্রো, অ্যালেক্স সান্দ্রো, কাসেমিরো, ব্রুনো গিমারেস, রাফিনিয়া, গ্যাব্রিয়াল মার্তিনেল্লি, মাতেউস কুনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র।