সম্প্রচার শেষ ২২ সেপ্টেম্বর ২০২৫

ইয়ামালকে অতিথি বানিয়ে ব্যালন ডি’অর দেম্বেলের

১৭: ৫৩ , সেপ্টেম্বর ২২

ব্যালন ডি’অর রাতে স্বাগতম!

ঝলমলে সাজে সেজেছে প্যারিসের থিয়াত্র দ্যু শাতলে। আজ রাতটা যে ব্যালন ডি’অর পুরস্কার দেওয়ার! ফুটবলে ব্যক্তিগত পর্যায়ে সবচেয়ে সম্মানজনক এ পুরস্কার দেওয়া হবে সেখানে।

বর্ষসেরার এ পুরস্কার জয়ে কে ফেবারিট জানতে ক্লিক করতে পারেন নিচের লিংকে।

দেম্বেলেই তাহলে আজ ব্যালন ডি’অর পাচ্ছেন

ব্যালন ডি’অর নিয়ে জানতে চাইলে ক্লিক করতে পারেন নিচের লিংকে।

আজ রাতে ব্যালন ডি’অর: কীভাবে বেছে নেওয়া হয় বিজয়ীদের

১৮: ০২ , সেপ্টেম্বর ২২

কারা আছেন ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায়

গত ৭ আগস্ট প্রকাশ করা হয় ব্যালন ডি’অরের মনোনয়ন পাওয়া সংক্ষিপ্ত তালিকা। দেখতে ক্লিক করুন নিচের লিংকে।

দেখে নিন কারা আছেন ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায়

বরাবরের মতো এবার পুরস্কার দেওয়ার আগেই বিজয়ীর নাম প্রকাশ হওয়া নিয়ে গুঞ্জন চলছে। বিষয়টি সত্যি না ভুয়া জানতে ক্লিক করুন নিচের লিংকে

ব্যালন ডি’অর জয়ীর নাম প্রকাশ, সত্যি না ভুয়া—কী বলছে কর্তৃপক্ষ

গত বছর ছেলেদের ব্যালন ডি’অর জেতেন স্পেন ও ম্যানচেস্টার সিটি তারকা রদ্রি
ম্যানচেস্টার সিটি এক্স হ্যান্ডল
১৮: ১৫ , সেপ্টেম্বর ২২

ব্যালন ডি’অর রাতে পিএসজি কেন নেই?

গত রোববার রাতে মার্শেইয়ের বিপক্ষে লিগ আঁতে ম্যাচ ছিল পিএসজির। বাজে আবহাওয়ার কারণে ম্যাচটি আজ সরিয়ে নেওয়া হয়। ব্যালন ডি’অর অনুষ্ঠান শুরু হওয়ার এক ঘণ্টা আগে ম্যাচটি শুরু হয়েছে। চোটের কারণে ম্যাচটি খেলছেন না ব্যালন ডি’অর জয়ে ফেবারিট উসমান দেম্বেলে। তবে ব্যালন ডি’অর গালায় তাঁর আসার সম্ভাবনা আছে। পিএসজি সভাপতি নাসের আল খেলাইফিরও থাকার কথা।

পুনশ্চ: রিয়াল মাদ্রিদ গতবারের মতো এবারও ব্যালন ডি’অর অনুষ্ঠান বয়কট করেছে।

ব্যালন ডি’অর গালায় বাবার সঙ্গে স্পেন ও বার্সেলোনা তারকা লামিনে ইয়ামাল
এক্স
১৮: ৫০ , সেপ্টেম্বর ২২

তারায় ঝলমলে রাত

ব্যালন ডি’অর গালায় আসা তারকাদের কিছু ছবি দেখুন এখানে।

বার্সা কোচ ফ্লিকের সঙ্গে ব্যালন ডি’অর জয়ে ফেবারিট লামিনে ইয়ামাল ও রাফিনিয়া। পাশে তাঁদের ক্লাব সতীর্থ পাউ কুবারসি
এক্স
প্রেমিকা অ্যালিসিয়া এলেফান্তের সঙ্গে ইতালি ও ম্যানচেস্টার সিটি গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মা
এক্স
তাঁর হাতেই কি উঠবে ছেলেদের ব্যালন ডি’অর? ব্যালন ডি’অর গালায় এলেন ফ্রান্স ও পিএসজি তারকা উসমান দেম্বেলে
ব্যালন ডি’অর এক্স হ্যান্ডল
আর্সেনাল পরিবার। ব্যালন ডি’অর লাল গালিচায়
ব্যালন ডি’অর এক্স হ্যান্ডল
বার্সা সভাপতি হোয়ান লাপোর্তার সঙ্গে রাফিনিয়া
ব্যালন ডি’অর এক্স হ্যান্ডল
অনুষ্ঠানের মধ্যমণি। যার জন্য খেলোয়াড়েরা মাঠে সর্বস্ব নিংড়ে দেন। ব্যালন ডি’অর ট্রফি
উয়েফা এক্স হ্যান্ডল
ব্যালন ডি’অরজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনিও। এবারের পুরস্কার বিজয়ীর হাতে তিনি তুলে দেবেন
ব্যালন ডি’অর এক্স
দেম্বেলের সঙ্গে দেখা ইয়ামালের। চোখে হাসি কিন্তু মনে? প্রতিদ্বন্দ্বিতা?
ব্যালন ডি’অর এক্স হ্যান্ডল
১৯: ০৫ , সেপ্টেম্বর ২২

গানে শুরু অনুষ্ঠান

কানাডিয়ান গায়িকা শার্লট কারদিনের গানে শুরু হলো অনুষ্ঠান
এক্স
১৯: ০৯ , সেপ্টেম্বর ২২

মঞ্চে উপস্থাপনায় ডাচ কিংবদন্তি খুলিত!

ব্যালন ডি’অর রাতে দুই উপস্থাপক। ডাচ কিংবদন্তি রুদ খুলিত ও ব্রিটিশ সম্প্রচারক কেট স্কট
এক্স
১৯: ১৪ , সেপ্টেম্বর ২২

ছেলেদের কোপা ট্রফি ইয়ামালের

২১ বছরের কম বয়সী সেরা খেলোয়াড়ের পুরস্কার কোপা ট্রফি জিতলেন স্পেন ও বার্সেলোনা তারকা লামিনে ইয়ামাল। তাঁর হাতে ট্রফি তুলে দেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী সাবেক ডিফেন্ডারর রাফায়েল ভারান।

কোপা ট্রফির পাশে ইয়ামাল
ব্যালন ডি’অর এক্স হ্যান্ডল

এটি বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কারও।

সঞ্চালক ইয়ামালকে বললেন, গতবারও আপনি এ ট্রফি জিতেছেন। এবার কি ‘বিগ ওয়ান’ (ছেলেদের বর্ষসেরা) জিততে প্রস্তুত?

ইয়ামাল যেন একটু লজ্জা পেয়েই বললেন, ‘আমি জানি না।’

ইয়ামাল মঞ্চ থেকে নেমে যাওয়ার সময় খুলিত বললেন, ‘সম্ভবত আবার দেখা হবে!’

ইয়ামাল একটু অবাক চাহনিতে হেসে ফেললেন। টেনশন!

ফরাসি কিংবদন্তি রেমন্ড কোপার নামে এই পুরস্কারের নাম রাখা হয়।

১৯: ২০ , সেপ্টেম্বর ২২

মেয়েদের কোপা ট্রফি ভিকি লোপেজের

মেয়েদের কোপা ট্রফি জিতেছেন বার্সেলোনা ও স্পেনের অ্যাটাকিং মিডফিল্ডার ভিকি লোপেজ। এটি অনূর্ধ্ব ২১ বছর বয়সীদের বর্ষসেরার পুরস্কার
এক্স
১৯: ৩১ , সেপ্টেম্বর ২২

মেয়েদের ইয়োহান ক্রুইফ ট্রফি ভিগমানের

মেয়েদের বর্ষসেরা কোচের পুরস্কার ইয়োহান ক্রুইফ ট্রফি জিতলেন ইংল্যান্ড নারী দলকে দুবার ইউরো জেতানো ডাচ কোচ সারিনা ভিগমান। পুরস্কারটি তাঁর হাতে তুলে দেন খ্যাতিমান কোচ ফাবিও কাপেলো।

ইংল্যান্ড নারী দলের কোচ সারিনা ভিগমান
উয়েফা উইম্যানস ইউরো ২০২৫ এক্স হ্যান্ডল
১৯: ৩৫ , সেপ্টেম্বর ২২

ছেলেদের ইয়োহান ক্রুইফ ট্রফি লুইস এনরিকের

পিএসজিকে গত মৌসুম ট্রেবল জেতানো কোচ লুইস এনরিকে জিতেছেন ছেলেদের বর্ষসেরা কোচের পুরস্কার ইয়োহান ক্রুইফ ট্রফি। মার্শেই-পিএসজি ম্যাচ থাকায় তিনি পুরস্কারটি নিতে অনুষ্ঠানে আসতে পারেননি। তবে ভিডিওবার্তা পাঠিয়েছেন। তাঁর ট্রফি নিয়েছেন ফাবিও কাপেলো।

ব্যালন ডি’অর এক্স হ্যান্ডল
২০: ০৩ , সেপ্টেম্বর ২২

ছেলে ও মেয়েদের লেভ ইয়াসিন ট্রফি জিতলেন যাঁরা...

মঞ্চে ছেলে ও মেয়েদের ফুটবলের দুই কিংবদন্তি গোলকিপার জিয়ানলুইজি বুফন ও মেরি আর্পস। বিজয়ীদের নাম ঘোষণা করলেন তাঁরা।

মেয়েদের বর্ষসেরা গোলকিপারের পুরস্কার ইয়াসিন ট্রফি জিতলেন ইংল্যান্ড ও চেলসির গোলকিপার হানা হাম্পটন। ইংল্যান্ডের ইউরো জয়ে দারুণ অবদান তাঁর।

ইয়াসিন ট্রফিজয়ী হানা হাম্পটন
এক্স

ছেলেদের বর্ষসেরা গোলকিপারের পুরস্কার ইয়াসিন ট্রফি উঠেছে ইতালি ও ম্যানচেস্টার সিটির গোলকিপার জিয়ানলুজি দোন্নারুম্মার হাতে। পিএসজির হয়ে গত মৌসুমে ট্রেবল জেতেন দোন্নারুম্মা।

১৯৬৩ সালে ব্যালন ডি’অরজয়ী রাশিয়ান গোলকিপার লেভ ইয়াসিনের নামে এই পুরস্কারের নাম রাখা হয়।

ইয়াসিন ট্রফিজয়ী দোন্নারুম্মা
এক্স
২০: ০৩ , সেপ্টেম্বর ২২

দিয়োগো জোতাকে স্মরণ...

সড়ক দূর্ঘটনায় গত জুলাইয়ে মারা যান পর্তুগাল ও লিভারপুলের ফুটবলার দিয়েগো জোতা এবং তাঁর ভাই আন্দ্রে সিলভা। সিলভাও ফুটবলার ছিলেন। তাঁদের স্মরণ করল গোটা অনুষ্ঠান।

২০: ০৩ , সেপ্টেম্বর ২২

জার্ড মুলার ট্রফি বিজয়ীদের নাম ঘোষণা করলে লুইস ফিগো

পর্তুগিজ কিংবদন্তি ও ব্যালন ডি’অর বিজয়ী লুইস ফিগো মঞ্চে উঠে বছরের সেরা স্ট্রাইকারের পুরস্কার জার্ড মুলার ট্রফি বিজয়ীদের নাম ঘোষণা করলেন।

মেয়েদের বিভাগে এই পুরস্কার জিতেছেন বার্সেলোনা ও পোল্যান্ডের স্ট্রাইকার এয়া পাজোর।

ছেলেদের বিভাগে এই ট্রফি জিতলেন আর্সেনাল ও সুইডেনের স্ট্রাইকার ভিক্টর ইয়োরকায়েস। গত মৌসুমে স্পোর্তিং লিসবনের হয়ে ৫২ ম্যাচে ৫৪ গোল করেন ইয়োরকায়েস।

বছরের সেরা স্ট্রাইকারের পুরস্কারজয়ী ইয়োরকায়েস পাজোর
এক্স
২০: ১৮ , সেপ্টেম্বর ২২

সেরা ক্লাবের পুরস্কার ইংল্যান্ডে ও ফ্রান্সে

মেয়েদের বর্ষসেরা ক্লাবের পুরস্কার জিতেছে আর্সেনাল।

ছেলেদের বর্ষসেরা ক্লাবের পুরস্কার জিতেছে পিএসজি।

আর্জেন্টিনা ও পিএসজির সাবেক তারকা হাভিয়ের পাস্তোরে ঘোষণা করলেন পিএসজির নাম।

পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি মঞ্চে উঠলেন। ওদিকে মার্শেইয়ের মাঠে লিগে ১-০ গোলে হেরেছে পিএসজি। গত বছরের মধ্যে মার্শেইয়ের মাঠে এটা পিএসজির প্রথম হার!

২০: ২৬ , সেপ্টেম্বর ২২

সক্রেটিস পুরস্কার জিতলেন...

অতিথিদের আসনে ছিলেন ব্রাজিলের প্রয়াত কিংবদন্তি সক্রেটিসের ভাই ও ব্রাজিলের সাবেক মিডফিল্ডার রাই। তাঁকে ডাকা হলো মঞ্চে।

মানবিক কাজের জন্য ২০২২ সাল থেকে ব্যালন ডি’অরে সক্রেটিস পুরস্কার যোগ করা হয়। আশির দশকে ব্রাজিলে সামরিক স্বৈরাচারী সরকারের বিপক্ষে সোচ্চার ছিলেন ব্রাজিলের মিডফিল্ড কিংবদন্তি সক্রেটিস। তাঁর নামে এই পুরস্কার।

পুরস্কারটি জিতেছে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিশু ও তাদের পরিবারকে সাহায্য করা জানা ফাউন্ডেশন। মঞ্চে উঠেছিলেন এই প্রতিষ্ঠানের ‍মুখপাত্র সাইরা মার্তিনেজ।

পিএসজি কোচ এনরিকের মেয়ে ছিলেন জানা। ২০১৯ সালে ৯ বছর বয়সে জানা মারা যান।

অসাধারণ উদ্যোগ!

জানা ফাউন্ডেশনের মুখপাত্র সাইরা মার্তিনেজ
এক্স
২০: ৩২ , সেপ্টেম্বর ২২

নাচের মাধ্যমে মঞ্চে দুটি বক্স, তারপর...!

নাচের মাধ্যমে মঞ্চে নিয়ে আসা হলো দুটি বক্স। ধীরে ধীরে উন্মোচিত হলো বক্সের ডালা। ছেলে ও মেয়েদের ব্যালন ডি’অর ট্রফি!

মঞ্চে ডাকা হলো স্পেন ও বার্সেলোনা কিংবদন্তি আন্দ্রেস ইনিয়েস্তাকে।

২০: ৩৭ , সেপ্টেম্বর ২২

মেয়েদের ব্যালন ডি’অর আইতানা বোনমাতির

থ্রি-পিয়েত! টানা তিনবার ব্যালন ডি’অর জিতলেন স্পেন ও বার্সেলোনার মিডফিল্ডার আইতানা বোনমাতি।

মেয়েদের ফুটবলে বোনমাতিই তিনবার ব্যালন ডি’অর জয়ী। টানা তিনবারজয়ী প্রথম নারী ফুটবলার তো অবশ্যই।

ছেলেদের ফুটবলে মিশেল প্লাতিনি ও লিওনেল মেসি টানা তিনবার ব্যালন ডি’অর জিতেছেন।

মেয়েদের ব্যালন ডি’অর ট্রফি জিতেছেন বোনমাতি
ব্যালন ডি’অর এক্স হ্যান্ডল
২০: ৫২ , সেপ্টেম্বর ২২

ছেলেদের ব্যালন ডি’অর দেম্বেলের

মঞ্চে ব্যালন ডি’অরজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনিও।

সঞ্চালক জানালেন, ছেলেদের ব্যালন ডি’অর জয়ে প্রতিদ্বন্দ্বি দুজন---উসমান দেম্বেলে ও লামিনে ইয়ামাল।

অতিথিদের আসনে ‘উসমান! উসমান!’ রব উঠল। একটু সময় নিয়ে রোনালদিনিও ঘোষণা করলেন প্যারিসিয়ানদের প্রত্যাশিত নাম, ‘দেম্বেলে!’

আবেগ ছুঁয়ে গিয়েছিল দেম্বেলেকে। কেঁদে ফেলেন
ব্যালন ডি’অর এক্স হ্যান্ডল

ফ্রান্স ও পিএসজির উইঙ্গার উসমান দেম্বেলে ছেলেদের ব্যালন ডি’অরজয়ী। গত মৌসুমে পিএসজির হয়ে (লিগ, চ্যাম্পিয়নস লিগ ও সুপার কাপ) ট্রেবল জেতেন দেম্বেলে।

অতিথিদের আসনে অন্যদের সঙ্গে করতালিতে যোগ দিলেন ইয়ামাল।

২০০১ সালে মাইকলে ওয়েনের পর ব্যালন ডি’অর জয়ের সময় নিজ দেশের প্রতিনিধিত্ব করা প্রথম খেলোয়াড় দেম্বেলে।

রোনালদিনিওর কাছ থেকে ব্যালন ডি’অর ট্রফি নিচ্ছেন দেম্বেলে
ব্যালন ডি’অর এক্স হ্যান্ডল

এবার ব্যালন ডি’অর জয়ে ফেবরিট ছিলেন দেম্বেলে। কেন ছিলেন, তা জানতে ক্লিক করুনে নিচের লিংকে।

দেম্বেলেই তাহলে আজ ব্যালন ডি’অর পাচ্ছেন

ব্যালন ডি’অর ট্রফি নিতে মঞ্চে উঠছেন দেম্বেলে
ব্যালন ডি’অর এক্স হ্যান্ডল
২১: ৫১ , সেপ্টেম্বর ২২

দেম্বেলে কাঁদলেন, দেম্বেলে বললেন...

মঞ্চে দাঁড়িয়ে অতিথিদের প্রতি হাত নাড়লেন দেম্বেলে। করতালির বন্যা বইছে। অনেকটাই ‘দেশের ছেলে জিতেছে’ ধরনের উদ্‌যাপন!

দেম্বেলে নিজেকে ধরে রাখতে পারলেন না। চোখে পানি। দুই হাতে চোখ মুছলেন। তবু চোখ দুটো জলভরা টলমল। ব্যালন ডি অ’রে অন্যতম আবেগময় রাত। বিজয়ী কাঁদছেন। করতালিরত অতিথিদের আসনে তাঁর প্রতিদ্বন্দ্বি ইয়ামাল।

দেম্বেলে তাঁর মাকে ধন্যবাদ দিয়ে বললেন, ‘আমরা একসঙ্গে এটা করেছি।’ এরপর আর কান্না ধরে রাখতে পারলেন না। গলাটা ধরে এল তাঁর। অতিথিদের আসনে তাঁর পরিবারেরও একই অবস্থা। চোখ মুছছেন। সঞ্চালক কেট স্কট মঞ্চে ডেকে আনেন দেম্বেলের মাকে।

সাফল্য ও আনন্দাশ্রু। পাশাপাশি
ব্যালন ডি’অর এক্স হ্যান্ডল

দেম্বেলে বললেন, ‘বেশি কিছু বলতে পারব না। এটা সহজ না। ক্যারিয়ারে অন্যতম সেরা অর্জন আমার। রোনালদিনিওর মতো কিংবদন্তির কাছ থেকে এই পুরস্কার জয় অসাধারণ ব্যাপার। দল ও ক্লাবকে ধন্যবাদ। অবিশ্বাস্য এক পরিবার! সভাপতি প্রথম দিন থেকেই আমার প্রতি অসাধারণ। পিএসজির সব স্টাফ ও আমার কোচ লুইস এনরিকেকেও ধন্যবাদ জানাতে চাই। আমার সতীর্থরা গত বছরের মতো এ বছরও অসাধারণ। এটা ব্যক্তিগত ট্রফি নয়, আমাদের সবার অর্জন।’

২২: ১৬ , সেপ্টেম্বর ২২

এক নজরে ব্যালন ডি’অর ২০২৫

ব্যালন ডি’অর (পুরুষ): উসমান দেম্বেলে (পিএসজি, ফ্রান্স)

ব্যালন ডি’অর (নারী): আইতানা বোনমাতি (বার্সেলোনা, স্পেন)

ইয়াসিন ট্রফি (পুরুষ): জিয়ানলুইজি দোন্নারুম্মা (ম্যানচেস্টার সিটি, ইতালি)

ইয়াসিন ট্রফি (নারী): হান্না হাম্পটন (চেলসি, ইংল্যান্ড)

ইয়োহান ক্রুইফ ট্রফি (পুরুষ): লুইস এনরিকে (পিএসজি)

ইয়োহান ক্রুইফ ট্রফি (নারী): সারিনা ভিগমান (ইংল্যান্ড)

কোপা ট্রফি (পুরুষ): লামিনে ইয়ামাল (বার্সেলোনা)

কোপা ট্রফি (নারী): ভিকি লোপেজ (বার্সেলোনা, স্পেন)

বর্ষসেরা ক্লাব (পুরুষ): পিএসজি

বর্ষসেরা ক্লাব (নারী): আর্সেনাল

জার্ড মুলার ট্রফি (পুরুষ): ভিক্টর ইয়োরকেরেস (আর্সেনাল, সুইডেন)

জার্ড মুলার ট্রফি (নারী): এয়া পাজোর (বার্সেলোনা, পোল্যান্ড)

সক্রেটিস অ্যাওয়ার্ড: জানা ফাউন্ডেশশন।

ব্যালন ডি’অর ট্রফি হাতে বোরমাতি ও দেম্বেলে
ব্যালন ডি’অর এক্স হ্যান্ডল