মেসি–এমবাপ্পের দুর্দান্ত পারফরম্যান্সের পরও কেন খুশি নন পিএসজি কোচ

এমবাপ্পে ও মেসির গোল উদ্‌যাপনছবি: রয়টার্স

লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের দারুণ নৈপুণ্যে অঁজের বিপক্ষে জয় পেয়েছে পিএসজি। ম্যাচে এমবাপ্পে করেছেন জোড়া গোল, আর গোল না পেলেও এমবাপ্পের এক গোলে দুর্দান্ত সহায়তা মেসির। ম্যাচের পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন সমর্থকেরাও। তবে এই জয়ের পরও খুশি নন একজন। তিনি আর কেউ নন, পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের।

প্রশ্ন হচ্ছে এই জয়ের পরও কেন খুশি নন গালতিয়ের? মূল কারণ, দ্বিতীয়ার্ধে দলের পারফরম্যান্স। প্রথমার্ধে এমবাপ্পের জোড়া গোলে এগিয়ে যাওয়ার পরও সেই পারফরম্যান্স দ্বিতীয়ার্ধে আর ধরে রাখতে পারেনি পিএসজি।

আরও পড়ুন

যে কারণে গোলের ব্যবধানও তারা আর বাড়াতে পারেনি। আর দ্বিতীয়ার্ধের এমন পারফরম্যান্স ক্ষুব্ধ করেছে পিএসজি কোচকে। এমন হাল ছেড়ে দেওয়া পারফরম্যান্স গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেছেন এই কোচ।

গতকাল রাতে ম্যাচ শেষে গালতিয়ের বলেছেন, ‘আজ রাতে জয়টা আমাদের জরুরি ছিল। কিন্তু আমাকে এটাও বলতে হবে যে, প্রথমার্ধে আমরা অনেক মনোযোগী এবং কার্যকর ছিলাম। দ্বিতীয়ার্ধে পুরোপুরি হাল ছেড়ে দিয়েছি। আমরা শুধু বল নিজেদের কাছে রাখলেও, আরও ভালো কিছু করতে পারিনি। অবশ্যই আমরা জিতেছি। কিন্তু আপনি যখন পিএসজির হয়ে খেলবেন, তখন শুধু এক অর্ধে প্রচেষ্টা দিয়ে কাজ হবে না।’

এমবাপ্পের গোল উদ্‌যাপন
ছবি: রয়টার্স

অঁজের বিপক্ষে এই জয়ের পর ৩২ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আছে পিএসজি। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা মার্শেইয়ের পয়েন্ট ৬৪। দুই দলের মধ্যে পয়েন্টের এই পার্থক্যের পরও পুরোপুরি স্বস্তি পাচ্ছেন না গালতিয়ের। তিনি বলেছেন, ‘এখনো শিরোপা আমাদের হয়নি। পার্থক্যটা বিবেচনায় নেওয়ার মতো। তবে রোববারের ম্যাচটাতে কি হয় তা আমরা দেখব। এখনো আমাদের কিছু ম্যাচ জিততে হবে।’

আরও পড়ুন