মেসি পাশে থাকায় ক্লাব ক্যারিয়ারে ট্রফিখরা নিয়ে ভাবনা নেই দি পলের

আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে অসামান্য সাফল্য পেয়েছেন রদ্রিগো দি পল। কিন্তু এখনো জেতা হয়নি ক্লাব–শিরোপা। মেসির হাত ধরে স্বপ্ন পূরণ করতে চান দি পল।

দি পল ও মেসিরয়টার্স

আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে অসামান্য সাফল্য পেয়েছেন রদ্রিগো দি পল। বিশ্বকাপের পাশাপাশি জিতেছেন দুটি কোপা আমেরিকা এবং ফিনালিসিমা। কিন্তু জাতীয় দলে এত কিছু জিতলেও ক্লাব ক্যারিয়ারের এখনো কিছু জেতা হয়নি রদ্রিগো দি পলের। কোনো ক্লাবের হয়েই ট্রফি জিততে পারেননি।

২০১২ সালে আর্জেন্টাইন ক্লাব রেসিংয়ে ক্লাব ক্যারিয়ার শুরু দি পলের। এরপর ভ্যালেন্সিয়া ও উদিনেস হয়ে যোগ দেন আতলেতিকো মাদ্রিদে। ২০২১ থেকে গত মৌসুম পর্যন্ত আতলেতিকোতেই ছিলেন এই মিডফিল্ডার। কিন্তু এই ১৩ বছরের ক্লাব ক্যারিয়ারে কোনো ট্রফি নেই দি পলের।

এবারের দলবদলে আতলেতিকো ছেড়ে ইন্টার মায়ামিতে এসেছেন এই আর্জেন্টাইন তারকা, যেখানে জাতীয় দলের সতীর্থ লিওনেল মেসির সঙ্গে বেঁধেছেন জুটিও। এরই মধ্যে মায়ামির হয়ে অভিষেক হয়েছে দি পলের।

আরও পড়ুন

মায়ামিতে ৩১ বছর বয়সী এই ফুটবলারের মূল লক্ষ্য হচ্ছে শিরোপা জেতা। দি পলের বিশ্বাস, মেসি যখন পাশে আছেন, এ আশাও পূরণ হবে তাঁর। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে এ কথাই বলেছেন সমর্থকদের কাছে মেসির ‘দেহরক্ষী’ নামে পরিচিতি পাওয়া দি পল।

জয়সূচক গোলের পর মেসির সঙ্গে গোল উদ্‌যাপন করতে এগিয়ে এলেন খেলা রদ্রিগো দি পল (বাঁয়ে)
রয়টার্স

ক্লাবের হয়ে শিরোপা জিততে না পারার আক্ষেপ আছে কি না, তা জানতে চাইলে দি পল বলেছেন, ‘হ্যাঁ, অবশ্যই এটা এখনো আমাকে খোঁচায়। কিন্তু আমি যেমনটা বলি, এটা জীবনেরই একটা অংশ। তবে ব্যাপার হলো, আমরা এখন ইতিহাসের সেরা খেলোয়াড়ের সঙ্গে খেলছি, তাই না? ব্যক্তিগত অভিজ্ঞতা বলছে, যখনই মেসিকে পাশে পেয়েছি, জিতেছি।

একটা বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা, একটা ফিনালিসিমা (একসঙ্গে খেলে জিতেছি)। সুতরাং এখন মেসি যেহেতু এই ক্লাবে আমার পাশে আছে, যেটাকে আমি সমর্থন করি, তাই এটা আমাকে দারুণভাবে রোমাঞ্চিত করে।’

আরও পড়ুন

মেসির সঙ্গে লম্বা সময় খেলে যেতে চান জানিয়ে দি পল যোগ করেন, ‘আমি খুব করে চাই মেসির সঙ্গে আরও সময় কাটাতে। আমি চাই যত বেশি সম্ভব ম্যাচে তার সঙ্গে খেলতে। আর সে যেন কখনো অবসর না নেয়। আমি চেষ্টা করব তার ক্যারিয়ার লম্বা করার জন্য যতটা সম্ভব সাহায্য করতে। আশা করি, সামনে আরও অনেক মুহূর্ত একসঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ আসবে।’