ক্লাব বিশ্বকাপে কবে কোন ম্যাচ, দেখবেন কোথায়

এই ট্রফিটা পেতেই মাঠে নামছে ৩২টি দলরয়টার্স
ফিফা ক্লাব বিশ্বকাপ। আগেও এই নামই ছিল টুর্নামেন্টের। প্রতি বছরই মহাদেশীয় চ্যাম্পিয়নরা মাঠে নামত বিশ্বজয় করতে। তবে বার্ষিক সেই টুর্নামেন্টকে বিশ্বকাপ বলতে কেমন জানি লাগত! সেটি দেখেই কিনা ফিফা সত্যিকারের ক্লাব বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিল। দলের সংখ্যা বাড়িয়ে করা হলো ৩২। টুর্নামেন্টও এখন থেকে প্রতি বছর হবে না। বর্ধিত কলেবরের নতুন সংস্করণের সেই বিশ্বকাপের পর্দা উঠবে আজ বাংলাদেশ সময় সকাল ৬টায়। মায়ামিতে লিওনেল মেসির ইন্টার মায়ামি মুখোমুখি হবে মিসরের আল আহলির। আজ শুরু টুর্নামেন্টের ফাইনাল ১৩ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে।
কোথায় দেখবেন
www.dazn.com —এই ওয়েবসাইটে বিনা মূল্যে দেখা যাবে সব ম্যাচ। অ্যাপ স্টোর থেকে ডিএজেডএন অ্যাপ নামিয়েও দেখা যাবে খেলা।

কোন গ্রুপে কারা

‘এ’: পালমেইরাস, পোর্তো, আল আহলি, ইন্টার মায়ামি
‘বি’: পিএসজি, আতলেতিকো মাদ্রিদ, বোতাফোগো, সিয়াটল সাউন্ডার্স
‘সি’: বায়ার্ন মিউনিখ, অকল্যান্ড সিটি, বোকা জুনিয়র্স, বেনফিকা
‘ডি’: ফ্লামেঙ্গো, এসপেরান্সে, চেলসি, এলএ এফসি
‘ই’: রিভার প্লেট, উরাওয়া রেড ডায়মন্ডস, মন্তেরেই, ইন্টার মিলান
‘এফ’: ফ্লুমিনেন্স, ডর্টমুন্ড, উলসান, মামেলোদি সানডাউনস
‘জি’: ম্যানচেস্টার সিটি, উইদাদ, আল আইন, জুভেন্টাস
‘এইচ’: রিয়াল মাদ্রিদ, আল হিলাল, পাচুকা, সালজবুর্গ
আরও পড়ুন