নেইমারের গোলের রেকর্ড স্মরণীয় করে রাখতে ৭৮ জোড়া বিশেষ বুট

নেইমারের জন্য তৈরি করা পিউমার বিশেষ বুটছবি: পিউমা

ব্রাজিলের হয়ে ফিফা অফিশিয়াল ম্যাচে গত শনিবার পেলেকে টপকে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন নেইমার। তাঁর এই অর্জনকে স্মরণীয় করে রাখতে ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান পিউমা ৭৮ জোড়া বিশেষ বুট তৈরি করেছে। ক্যারিয়ারে যেসব মানুষ নানাভাবে নেইমারকে সাহায্য করেছেন, এসব বুট তাঁদের উপহার হিসেবে দেবেন ব্রাজিলিয়ান তারকা।

২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে গত শনিবার বলিভিয়াকে ৫-১ ব্যবধানে বিধ্বস্ত করার ম্যাচে জোড়া গোল করেন নেইমার। ব্রাজিলের হয়ে পেলের সর্বোচ্চ ৭৭ গোলের রেকর্ড টপকে নতুন রেকর্ড গড়েন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

আরও পড়ুন
বিশেষ বুট হাতে নেইমার
ছবি: পিউমা

প্রশ্ন জাগতে পারে, নেইমার এই অর্জন যদি স্মরণীয়ই করে রাখতে চান তাহলে ৭৮ জোড়া বুট কেন, গোলসংখ্যার স্মারক হিসেবে আরেক জোড়া বুট বেশি বানালে এমন কী হতো? যেহেতু ব্রাজিলের হয়ে ফিফা আন্তর্জাতিক ম্যাচে নেইমারের গোলসংখ্যা ৭৯। এর উত্তর দেওয়ার চেষ্টা করেছে ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’। সংবাদমাধ্যমটি জানিয়েছে, পেলের চেয়ে একটি গোল বেশি-এটাকে ধরেই ৭৮ জোড়া বুট বানানো হয়েছে।

গ্লোবো জানিয়েছে, বন্ধুবান্ধব, কোচ, সাবেক ও বর্তমান সতীর্থদের এসব বুট উপহার দেবেন নেইমার। প্রতি জোড়া বুট তাঁর একেকটি গোলের স্মারক হিসেবে দেওয়া হবে। আর এর বাইরে আরও এক জোড়া বিশেষ বুট সামাজিক যোগাযোগমাধ্যমে র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে। ‘এনজেডআর ৭৮ ফিউচার’ নামের এই বুট মূলত সাদা রঙের। পিউমার সোনালি রঙের ছাপও রাখা হয়েছে বুটে

আরও পড়ুন
বিশেষ বুটে নেইমারের মুখচ্ছবি
ছবি: পিউমা

নেইমারের জীবনের ১০টি স্মরণীয় মুহূর্তকে স্মারক হিসেবে এই বুটে ১০টি বিশেষ আইকনও ব্যবহার করা হয়েছে। তরুণ বয়সের নেইমারকে আঁকা হয়েছে ডান পায়ের বুটে। বাঁ পায়ের বুটে আঁকা হয়েছে বর্তমান নেইমারকে। ছবি দুটির পাশে একটি কথাও লেখা হয়েছে, ‘ইতিহাসের পুনরাবৃত্তি হয় না।’ বুটের সামনে নেইমারের স্বাক্ষরও আছে। ছোটবেলায় নেইমার যখন পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্ন দেখতেন, তখন নিজের নোটবইয়ে সই করার চর্চা করতেন। সেই সই সংযুক্ত করা হয়েছে বিশেষ এই বুটে

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে এ পর্যন্ত দুই ম্যাচ খেলেছে ব্রাজিল। জিতেছে সব কটিই আর এই দুই ম্যাচেই খেলেছেন নেইমার। গোল পেয়েছেন দুটি। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলে বাছাইয়ের টেবিলে শীর্ষে ব্রাজিল।

আরও পড়ুন