কোনো ক্লাবের প্রতিই আনুগত্য নেই রোনালদোর

আনুগত্য জিনিসটা নেই রোনালদোর অভিধানেছবি: রয়টার্স

গত বছরই তো কত আবেগঘন কথাবার্তা বলে জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিলেন। কিন্তু বছর না ঘুরতেই ওল্ড ট্র্যাফোর্ডে আর মন টিকছে না ক্রিস্টিয়ানো রোনালদোর। এই যে একদিন ম্যানচেস্টার ইউনাইটেডকে নিজের ‘ঘরবাড়ি’ বলতেন পর্তুগিজ তারকা, সেই ঘরই এখন তাঁর কাছে অসহ্য লাগছে! এই কারণেই লাগছে, তাঁর ইউনাইটেড এবার চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। এত বড় তারকা, তিনি কী না খেলবেন ইউরোপা লিগে! সেটি রোনালদো কীভাবে মেনে নেন! ইউনাইটেডেই আর থাকতে চাচ্ছেন না। সে তারা যতই বলুক, রোনালদো, তুমি কোথায় যাচ্ছ না!

ক্যারিয়ারের শুরুর দিকে, রোনালদো যখন স্পোর্টিংয়ে
ফাইল ছবি

ইংল্যান্ড ও অ্যাস্টন ভিলার সাবেক স্ট্রাইকার গ্যাবি আগবোনলাহোরের মতে, এই রোনালদোর কোনো ক্লাবের প্রতিই ন্যূনতম আনুগত্য নেই। ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতি যে নেই, সেটি তো প্রমাণিতই। না হলে তিনি অবশ্য ক্লাবের এই সময় তাদের পাশে দাঁড়িয়ে ইউরোপা লিগেই খেলতেন। দলকে ইউরোপা লিগ থেকে চ্যাম্পিয়নস লিগে কোয়ালিফাই করানোর চেষ্টা করতেন। আগবোনলাহোর মনে করেন, ইউনাইটেড তো বটেই, রোনালদো এত দিন যেসব ক্লাবে খেলেছেন, স্পোর্তিং, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস—কোনো দলকেই তিনি মন থেকে ধারণ করেননি।

২০১৮ সালে হঠাৎ করেই রিয়াল মাদ্রিদ ছেড়েছিলেন রোনালদো
ছবি: এএফপি

টক স্পোর্টসের কাছে বেশ মজা করেই আগবোনলাহোর মন্তব্য করেন, ‘রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতি আনুগত্য এমনই যে সে চাইলেই লিভারপুলের জার্সি গায়ে দিতে পারে।’ ইংলিশ ফুটবলে ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল চিরপ্রতিদ্বন্দ্বী। সে চ্যাম্পিয়নস লিগে খেলার জন্য যেকোনো জায়গাতেই যেতে পারে। সে তাঁর রেকর্ডের সঙ্গে নতুন কিছু যোগ করতে চাইবেই।’

ম্যানচেস্টার ইউনাইটেডে প্রথম দফার দিনগুলিতে রোনালদো
ফাইল ছবি

৩৭ বছর বয়সী রোনালদো ইউনাইটেড ছাড়ার জন্য হন্যে। তিনি যেকোনো মূল্যে চ্যাম্পিয়নস লিগ খেলতে চান। তবে ইউরোপের শীর্ষ ক্লাবগুলো, যেখানে পর্তুগিজ তারকার যাওয়ার গুঞ্জন উঠেছিল, তারা সবাই জানিয়ে দিয়েছে, রোনালদোকে নেওয়ার কোনো সুযোগ ও সম্ভাবনা তাদের নেই।’ বায়ার্ন মিউনিখ, পিএসজি, চেলসি ও আতলেতিকোর নামের সঙ্গে সম্ভাব্য গন্তব্য হিসেবে জড়িয়েছিল রোনালদোর নাম।

গত মৌসুমেও জুভেন্টাস ছাড়ার জন্য অস্থির হয়ে উঠেছিলেন
ছবি: এএফপি

ইউনাইটেডে যোগ দেওয়ার পর থেকেই তাদের ডাচ্‌ কোচ এরিক টেন হাগ দাবি জানিয়ে আসছেন, রোনালদো তাঁর পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। গত মঙ্গলবার ম্যানচেস্টার ইউনাইটেডের অনুশীলন মাঠ ক্যারিংটনে রোনালদোর সঙ্গে আলোচনায় বসেছিলেন টেন হাগ, ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান নির্বাহী ও সাবেক কোচ ও রোনালদোর ‘গুরু’ স্যার অ্যালেক্স ফার্গুসন। সেখানে রোনালদোকে জানিয়ে দেওয়া হয়, তিনি কোথায় যেতে পারবেন না।

কিন্তু রোনালদো নাকি তাঁর সিদ্ধান্তে অবিচল। তিনি চ্যাম্পিয়নস লিগে নিজের রেকর্ড অক্ষুণ্ন রাখতেই তাতে খেলতে চান। যেতে চান এমন একটা ক্লাবে যে ক্লাব ইউরোপ-সেরা হওয়ার টুর্নামেন্টের অংশ। মৌসুমের শুরুর প্রস্তুতিতে রোনালদো যোগ দেননি ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণে। ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক্‌-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে সফর করেননি থাইল্যান্ড ও অস্ট্রেলিয়া।