‘মেসি আগের চেয়ে আরও শান্ত, আরও সুখী’

পিএসজির অনুশীলনে হাস্যোজ্জ্বল মেসিছবি: এএফপি

লিওনেল মেসিকে ভালোভাবেই জানেন জেরার্দো মার্তিনো। এর আগে আর্জেন্টিনা ও বার্সেলোনা দলে মেসির কোচ ছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে আবার জুটি বেঁধেছেন দুজন।

আরও পড়ুন

মেসিকে আগের আর এখনকার দেখা থেকে একটা জিনিস মনে হচ্ছে মার্তিনোর। আগের চেয়ে অনেক বেশি শান্ত আর সুখে আছেন আর্জেন্টাইন তারকা। আর তা যে পিএসজির ‘অশান্ত’ সময় কাটিয়ে নিজের একটি পছন্দের জায়গায় যাওয়ার জন্য, মার্তিনো বোঝাতে চেয়েছেন সেটাই।

লিগস কাপের সেমিফাইনালে বাংলাদেশ সময় আগামীকাল ভোরে ফিলাডেলফিয়ার মুখোমুখি হবে ইন্টার মায়ামি। এই ম্যাচের আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন দলটির কোচ মার্তিনো। সেখানেই তিনি মেসিকে নিয়ে কথা বলেছেন, ‘আপনারা এটা মাঠেই দেখতে পাচ্ছেন। আমার এটা বলার দরকার নেই। সে আগের চেয়ে আরও অনেক শান্ত, আরও অনেক সুখী। সুখে থাকার একটা ব্যাপার হচ্ছে, সে কোথায় আছে।’

আরও পড়ুন

২০২১ সালের আগপর্যন্ত পেশাদার ক্যারিয়ারে মেসি শুধু বার্সেলোনার হয়েই খেলেছেন। করোনাকালীন সময়ে অর্থসংকটে পড়া মেসিকে ধরে রাখতে পারেনি স্পেনের ক্লাবটি। মুক্ত খেলোয়াড় হিসেবে ২০২১ সালে তিনি নাম লেখান পিএসজিতে। এরপর সেখান থেকেই আর্জেন্টিনার হয়ে জেতেন বিশ্বকাপ। এরপর আর পিএসজিতে থাকেননি। আবার মুক্ত খেলোয়াড় হিসেবে এ বছর নাম লেখান এমএলএসের ক্লাব ইন্টার মায়ামিতে।

ইন্টার মায়ামিতে নাম লেখানোর পর দলটির হয়ে ৫ ম্যাচ খেলেছেন মেসি এবং গোল করেছেন ৮টি।