মেসি-নেইমার-এমবাপ্পে নেই, কষ্টে জিতল পিএসজি

ফ্রেঞ্চ কাপে রামোস–মার্কিনিওসরা জিতেছেন কষ্টেসৃষ্টেএএফপি

বিশ্বকাপ বিরতির পর প্রথম ম্যাচে ছিলেন না লিওনেল মেসি, পরের ম্যাচে ছিলেন না নেইমারও। পিএসজির তৃতীয় ম্যাচে একাদশে থাকলেন না কিলিয়ান এমবাপ্পেও। আক্রমণভাগের তিন তারকাকে ছাড়া ফ্রেঞ্চ কাপে শাতোরুর বিপক্ষে নেমেছিল পিএসজি। ফ্রেঞ্চ লিগের তৃতীয় স্তরের দল হলেও শাতোরু করেছে ‘প্রথম স্তরে’র লড়াই। পিএসজিকে জিততে হয়েছে শেষ দিকের গোলে। ৩-১ ব্যবধানে জিতে কাপের ‘রাউন্ড অব ৩২’–এ উঠেছে ক্রিস্তফ গালতিয়েরের দল।

শাতোরুর মাঠে হওয়া ম্যাচটির জন্য আগেই তারুণ্যনির্ভর দল খেলানোর সিদ্ধান্ত নিয়েছিলেন পিএসজি কোচ। লম্বা ছুটি কাটিয়ে প্যারিসে ফেরা মেসিকে আরেকটু সময় দেওয়া এবং নেইমারকে শতভাগ ফিট হয়ে ওঠার সুযোগ দিতে এই ম্যাচের দলে রাখেননি তিনি। আর বিশ্বকাপ থেকে ফিরে তিন দিন পরই ক্লাবে যোগ দেওয়া এমবাপ্পেকে দিয়েছেন ছুটি।

আরও পড়ুন

ফরাসি ফুটবলের তৃতীয় স্তরে খেলা শাতোরু এই মুহূর্তে লিগে ১৪তম স্থানে। এমন দলের বিপক্ষে তরুণদের সুযোগ করে দেওয়াটাই ছিল মুখ্য ভাবনা। গালতিয়ের মাঠে নামিয়ে দেন তিন টিনএজার—১৬ বছর বয়সী ওয়ারেন জাইর-এমিরি, ১৭ বছর বয়সী এল চাদেইলে বিতশিয়াবু ও ১৮ বছর বয়সী ইসমাইল ঘারবিকে। কিন্তু জয় নিশ্চিত করতে যে ম্যাচের শেষ দিক পর্যন্ত অপেক্ষা করতে হবে, সেটা হয়তো পিএসজি কোচ ভাবেননি।

পিএসজিকে কঠিন লড়াইয়ে ফেলেছিল শাতোরু
এএফপি

ম্যাচের ১৩ মিনিটেই ঘারবির কাছ থেকে বল পেয়ে পিএসজিকে এগিয়ে দেন উগো একিতিক। ৩৭তম মিনিটে সেই গোল শোধ করে দেয় শাতোরু। জটলার ভেতর থেকে নেওয়া শাতোরু ফরোয়ার্ড নাতানায়েল এনতোলার শট ছিল পোস্টের মাঝবরাবর। প্রতিহত করার মতো জায়গায় ছিলেন পিএসজি গোলরক্ষক কেইলর নাভাসও। তবে সামনে থাকা বিতশিয়াইবুর পায়ে লেগে দিক পাল্টে বল চলে যায় জালে। দুই দল বিরতিতে যায় ১-১ সমতায়।

আরও পড়ুন
আরও পড়ুন

বিরতির পর একের পর এক আক্রমণ করেও দ্বিতীয় গোলটি আর পাওয়া হচ্ছিল না পিএসজির। এই রাউন্ডে অতিরিক্ত সময়ের খেলা নেই বলে শাতোরুর লক্ষ্য ছিল সমতা ধরে রেখে ম্যাচ টাইব্রেকারে নিয়ে যাওয়া। অবশেষে পিএসজির স্বস্তির গোলটি আসে ৭৮তম মিনিটে।

একিতিকের হেড আটকে দিয়েছিলেন শাতোরু গোলরক্ষক পল দেলেক্রস। তবে হাতে জমাতে পারেননি। সামনে থাকা কার্লোস সোলের কাছ থেকে বল জালে জড়িয়ে দেন। পরে যোগ করা সময়ে পিএসজিকে তৃতীয় গোলটি এনে দেন হুয়ান রার্নাট।

আরও পড়ুন

পিএসজি জিতলেও গতকাল রাতে ফ্রেঞ্চ কাপে অঘটনের শিকার হয়েছে মঁপেলিয়ে। দ্বিতীয় স্তরের দল পাউয়ের কাছে ঘরের মাঠে ২-১ ব্যবধানে হেরে যায় তারা। টাইব্রেকারে স্ত্রাসবুর্গকে হারায় অঁজা।