ইউনাইটেডে মেয়াদ বাড়ল টেন হাগের
ম্যানচেস্টার ইউনাইটেডে চাকরিটা টিকেই গেল এরিক টেন হাগের। ৫৪ বছর বয়সী এই ডাচ কোচের সঙ্গে ২০২৬ পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছে ইউনাইটেড। আজ সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে চুক্তি নবায়নের খবর নিশ্চিত করেছে ইউনাইটেড।
টেন হাগ ২০২২ সালে তিন বছরের চুক্তিতে ইউনাইটেডে যোগ দিয়েছিলেন। তাঁর অধীনে ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় ছাঁটাইয়ের গুঞ্জন শোনা গিয়েছিল।
২০১৩ সালে সর্বশেষ লিগ ট্রফি জেতা ইউনাইটেড টেন হাগের অধীনেও প্রিমিয়ার লিগে ভালো করতে পারেনি। ২০২২–২৩ মৌসুমে তৃতীয় হলেও ২০২৩–২৪ শেষ করে অষ্টম স্থানে থেকে। অবশ্য এফএ কাপ জেতার মাধ্যমে আগামী মৌসুমের ইউরোপা লিগে খেলা নিশ্চিত করেছে ইউনাইটেড। এর আগে প্রথম মৌসুমে লিগ কাপ জিতেছিলেন টেন হাগ।
দুই মৌসুমে দুটি ট্রফি জেতা টেন হাগ ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে বলেন, ‘ক্লাবের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার সমঝোতায় পৌঁছাতে পেরে আমি খুবই আনন্দিত। গত দুই বছরের দিকে তাকালে দেখি, যে পরিস্থিতিতে আমি দায়িত্ব নিয়েছিলাম, সেখান থেকে উন্নতির অনেক দৃষ্টান্ত আছে, আছে দুটি ট্রফি জেতার গৌরব।’
দায়িত্বের বাকি সময়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে ইংল্যান্ড ও ইউরোপের ফুটবলে সাফল্য এনে দেওয়ার লক্ষ্যের কথা আবার বলেছেন টেন হাগ, ‘আমাদের অবশ্যই মেনে নিতে হবে যে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রত্যাশার মানে পৌঁছাতে এখনো অনেক কঠোর পরিশ্রম করা বাকি, যার অর্থ, ইংলিশ ও ইউরোপিয়ান ট্রফির জন্য লড়াই করা।’
টেন হাগকে ইউনাইটেডের কোচ হিসেবে রেখে দেওয়া ও চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর ড্যান অ্যাশওর্থের যুক্তিটা এ রকম, ‘দুই মৌসুমে দুটি ট্রফি জেতার মাধ্যমে এরিক নিজেকে ইউরোপিয়ান ফুটবলের অন্যতম ধারাবাহিক সফল কোচ হিসেবে তুলে ধরতে পেরেছেন। ক্লাবের পর্যালোচনায় সর্বশেষ মৌসুমে উন্নতির জায়গা স্পষ্ট হয়ে উঠেছে। (ক্লাব) এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে এগিয়ে যেতে এবং ভালো ফল পেতে এরিকই আমাদের জন্য সেরা কোচ। খেলোয়াড়দের এই দল এবং স্টাফরা দেখিয়েছে, শীর্ষ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা ও জেতার সক্ষমতা তাদের আছে। এখন আমাদের আরও ধারাবাহিক হওয়া দরকার।’
ইউনাইটেড এখন ২০২৪–২৫ মৌসুমের প্রস্তুতি পর্ব শুরুর অপেক্ষায়। ১৫ জুলাই নরওয়েজীয় ক্লাব রোজেনবার্গের বিপক্ষে খেলবে তারা।