মেসির ‘২ বছর’

কোপা আমেরিকা ট্রফিতে চুমু খাচ্ছেন লিওনেল মেসিছবি: এএফপি

২০২১ সালের কোপা আমেরিকা জয়, এ আর এমন কী! এর আগেও তো কোপা আমেরিকার ১৪টি শিরোপা জিতেছে আর্জেন্টিনা। খোদ আর্জেন্টাইন সমর্থকেরাও এমনটা এখন ভাবতেই পারেন। কারণটাও অবশ্য ফেলে দেওয়ার মতো নয়। এই আর্জেন্টিনা যে বিশ্বকাপ জিতেছে।

বিশ্বকাপ শিরোপার কাছে আঞ্চলিক কোনো শিরোপার মাহাত্ম্য আর কতটুকু! তবে এক বিবেচনায় এই কোপা আমেরিকার মাহাত্ম্য আর্জেন্টিনা বা মেসির কাছে অনেক। কেন? মেসির আর্জেন্টিনার যে সাফল্যের গল্প, সেই গল্পের শুরুটা এই কোপা আমেরিকাতেই।

আরও পড়ুন

হঠাৎ করে এই কোপা জয়ের কথা কেন আসছে? কারণ আজ মেসির আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ের দুই বছর। এই দিনেই ব্রাজিলের মারকানা স্টেডিয়ামে ব্রাজিলকে হারিয়ে ২৮ বছরের শিরোপা-খরা ঘুচিয়েছিল আর্জেন্টিনা। আর মেসি পেয়েছিলেন প্রথম আন্তর্জাতিক শিরোপার স্বাদ।

কোপা আমেরিকা জয়ের পর সতীর্থদের আনন্দের মধ্যমণি লিওনেল মেসি
ছবি: এএফপি

২০২১ সালের কোপা আমেরিকার আগে মেসি দেশের হয়ে একটি বিশ্বকাপ ও তিনটি কোপা আমেরিকার ফাইনালে খেলেছেন। প্রতিবারই ফিরেছেন শূন্য হাতে। একটা ধারণাই তৈরি হয়ে গিয়েছিল, আর্জেন্টিনার জার্সিতে মেসির ফাইনাল মানেই হার। তবে এখান থেকে মেসি-আর্জেন্টিনা গল্পে নতুন মোড় নেয়। তাও এমন এক মাঠে যেখানে ২০১৪ সালে জার্মানির কাছে বিশ্বকাপের ফাইনালে হেরেছিল আর্জেন্টিনা, সেই ঐতিহ্যবাহী মারাকানা স্টেডিয়ামে। এই ফাইনালের নায়ক আনহেল দি মারিয়া। তার একমাত্র গোলেই হয় শিরোপার নিষ্পত্তি।

আরও পড়ুন

ফাইনালে গোল না পেলেও গোল করে ও করিয়ে মেসি নেতৃত্ব দিয়েছিলেন সামনে থেকে। ফাইনালের পথে ছয় ম্যাচের চারটিতেই জিতছিলেন ম্যাচ সেরার পুরস্কার। চার গোল আর পাঁচ অ্যাসিস্টে হয়েছিলেন টুর্নামেন্ট সেরা। তবে টুর্নামেন্ট সেরা হওয়ায় নয় , মেসি এই কোপা আমেরিকাকে মনে রাখবেন ভাগ্য বদলানোর মঞ্চ হিসেবে। এরপর লা ফিনালিসিমা আর বিশ্বকাপেও সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মেসি। জিতেছেন বিশ্বকাপের সেরা ফুটবলারের পুরস্কার।

যে শিরোপা সাতবারের ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টাইন অধিনায়কের ভাগ্য বদলে দিয়েছে, সেই কোপা আমেরিকাকে ভুলবেন কী করে! ২ বছর পূর্তিতে ইনস্টাগ্রামে সতীর্থদের সঙ্গে শিরোপা জয়ের আনন্দ ভাগাভাগি করার ছবি পোস্ট করে প্রথম আন্তর্জাতিক ট্রফি জয়কে স্মরণ করেছেন মেসি। আর্জেন্টাইন অধিনায়ক লিখেছেন, ‘২ বছর’। এই দুই শব্দেই বোধ হয় সব অনুভূতি প্রকাশ করলেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার।

আরও পড়ুন