মেসির সঙ্গে অলিম্পিক ফুটবলে খেলতে চান তাঁর ‘বডিগার্ড’ও

মেসির সঙ্গে অনুশীলনে রদ্রিগো দি পলরয়টার্স

সুযোগ পাবেন তিনজন, প্রার্থী কজন? বলা হচ্ছে আর্জেন্টিনার অলিম্পিক দলে সিনিয়র খেলোয়াড়দের কে কে খেলবেন, তা নিয়ে। ২০২৪ পারিস অলিম্পিকে ফুটবলে চূড়ান্ত পর্বে জায়গা পেয়েছে হাভিয়ের মাচেরানোর আর্জেন্টিনা। তিনি চাইছেন লিওনেল মেসি এই দলের অংশ হোন।

এ ছাড়া ২৩ বছরের বেশি বয়সী আরও দুজন খেলোয়াড়কেও তিনি নিতে পারবেন প্যারিসে। এরই মধ্যে দুজন খেলার আগাম ইচ্ছার কথা জানিয়ে রেখেছেন। সেই দুজনের একজন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ, অন্যজন মেসির ‘বডিগার্ড’ পরিচিত রদ্রিগো দি পল।

মাচেরানোর চাওয়ার জায়গায় মেসি ছাড়াও আছেন আনহেল দি মারিয়া। তবে দি মারিয়া আগেই জানিয়ে দিয়েছেন, জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রে হতে যাওয়া কোপা আমেরিকাই হবে জাতীয় দলের হয়ে তাঁর শেষ টুর্নামেন্ট। বিভিন্ন সংবাদমাধ্যম মারফত জানা গেছে, মেসি অলিম্পিকে খেলার ইচ্ছার কথা বলেছেন। এর সঙ্গে মার্তিনেজ ও দি পলকে নিলে তো কোটা পূরণই হয়ে যায়।

আরও পড়ুন
অলিম্পিকে খেলতে চান এমিলিয়ানো মার্তিনেজ
এএফপি

কিন্তু অলিম্পিক ফুটবল শুরু হতে চার মাস বাকি আছে। কে জানে, সেই সময় কে ফিট থাকবেন আর কে ফিট থাকবেন না। এ ছাড়া মাচেরানোই বা মেসি খেললে তাঁর সঙ্গে কোন দুজন বেছে নেবেন। এর সঙ্গে নির্দিষ্ট খেলোয়াড়কে তাঁর ক্লাব অলিম্পিকের জন্য খেলতে যাওয়ার অনুমতি দেবে কি না, সেই ব্যাপার আছে।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসিকে দেওয়া এক সাক্ষাৎকারে দি পল বলেছেন, ‘আমি অলিম্পিক গেমসে খেলতে চাই। আমার ইচ্ছা আছে। কিন্তু এর পুরোটা আমার ওপর নির্ভর করে না। কারণ, এটা ফিফা টুর্নামেন্ট নয়। তাই ক্লাবগুলো আমাদের ছাড়তে বাধ্য নয়।’

আরও পড়ুন