‘ইউনাইটেডের বিপক্ষে লিভারপুল ৫–০ গোলে জিতবে’

এফএ কাপে মুখোমুখি হবে লিভারপুল–ম্যানচেস্টার ইউনাইটেডএক্স

লিভারপুল–ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ মানেই যেন আগুনের উত্তাপ। ফুটবলের ইতিহাসে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দ্বৈরথগুলোর একটিও এটি। এ দুই দলের ম্যাচ নিয়ে সমর্থকদের আগ্রহও থাকে তুঙ্গে। সাম্প্রতিক সময়ে লিভারপুল–ইউনাইটেডের লড়াই অবশ্য আগের সেই রোমাঞ্চ অনেকটাই হারিয়ে ফেলেছে। এখন দুই দলের ম্যাচ মানেই বেশির ভাগ সময় লিভারপুলের দাপট।

আগামীকাল এফএ কাপে কোয়ার্টার ফাইনালে আরেকবার ইউনাইটেডের মুখোমুখি হবে লিভারপুল। এই ম্যাচেও লিভারপুলকে নিরঙ্কুশ ফেবারিট মনে করছেন দলটির সাবেক ডিফেন্ডার জোসে এনরিকে। এমনকি তিনি এই ম্যাচে লিভারপুলের ৫–০ গোলের জয় দেখছেন বলেও মন্তব্য করেছেন। এনরিকের আশা ইয়ুর্গেন ক্লপের জন্য এ ম্যাচ জিতবে লিভারপুল।

সাম্প্রতিক সময়ে ইউনাইটেডের ওপর লিভারপুলের দাপটের কথা মনে করিয়ে দিয়ে ‘দ্য কাউন্টার অ্যাটাক’ নামে পডকাস্টে এনরিকে বলেছেন, ‘রোববার ম্যানচেস্টার ইউনাইটেড ফল পাবে, আমি সেই প্রত্যাশা করি না। যখন লিভারপুলে ছিলাম, তখন ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে এগিয়ে থাকার অভিজ্ঞতা আমি পাইনি। আমি যখন খেলতাম, সেটা অনেকটা ফিফটি–ফিফটি ছিল। কখনো কখনো ইউনাইটেড আমাদের চেয়ে ভালো দল ছিল।’

লিভারপুলে ক্লপের প্রথম মৌসুমের দলে ছিলেন জোসে এনরিকে
ফাইল ছবি: রয়টার্স

আগামীকালের ম্যাচে লিভারপুলের বড় জয় প্রত্যাশা করা এনরিকে আরও বলেছেন, ‘ম্যাচটা তবু লিভারপুলের জন্য কঠিন হবে। কিন্তু আমি বিশ্বাস করি তারা জিতবে। ম্যানচেস্টার ইউনাইটেড প্রতিপক্ষের চেয়ে ঘরের মাঠে বেশি বাজে খেলছে। আমি খেলার সময় যেমন ছিল, ব্যাপারটা এখন তেমন নেই। লিভারপুল বড় ব্যবধানে জিতলে আমি বেশি খুশি হব। আমি লিভারপুলের ৫–০ গোলের জয় দেখছি।’

আরও পড়ুন

নিজের চাওয়ার পক্ষে এ সময় যুক্তিও দেন সাবেক এ স্প্যানিশ ডিফেন্ডার, ‘তারা (লিভারপুল) এই মুহূর্তে অনেক গোল করছে এবং তাদের আক্রমণভাগও পুরো মৌসুমজুড়ে অনেক ভালো ছিল। তাই বড় ফল দেখলে ভালো লাগবে। প্রথমত লিভারপুলের জন্য এবং এরপর ইয়ুর্গেন ক্লপের জন্যও।’

আরও পড়ুন