এমবাপ্পেকে খুশি করতে নেইমারকে বিতর্কিত বানিয়েছে সংবাদমাধ্যম, দাবি সামির নাসরির

পিএসজির দুই তারকা নেইমার ও এমবাপ্পেছবি : রয়টার্স

লিওনেল মেসির সৌদি আরব সফরকে কেন্দ্র করে যেন বড় এক ঝড়ই উঠেছে পিএসজিতে। দলটির কট্টর সমর্থকেরা মেসির বিরুদ্ধে বিক্ষোভ করেছে প্যারিসের রাস্তায়, ক্লাবের মূল কার্যালয়ের বাইরে। একদল গিয়ে বিক্ষোভ করে নেইমারের বাড়ির সামনেও।

৩১ বছর বয়সী নেইমারের সঙ্গে পিএসজির বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত। কিন্তু এখনই তাঁকে ক্লাব ছাড়তে বলছে সমর্থকেরা। প্যারিসে পিএসজির স্টেডিয়াম পার্ক দে প্রিন্সেস আর নেইমারের বাড়ির বাইরে তারা স্লোগান দিয়েছে, ‘নেইমার চলে যাও।’

আরও পড়ুন
ম্যানচেস্টার সিটির সাবেক ফুটবলার সামির নাসরি
ফাইল ছবি

নেইমারকে নিয়ে পিএসজি সমর্থকদের এই বিক্ষোভ, তাঁকে বিতর্কিত বানিয়ে ফেলা—এ সবই সংবাদমাধ্যমের কারণে হয়েছে বলে মনে করেন ফ্রান্সের সাবেক ফুটবলার সামির নাসরি। বর্তমানে ফুটবল পণ্ডিত হিসেবে কাজ করা আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির সাবেক ফুটবলার মনে করেন, নেইমার ও এমবাপ্পের বিরোধের বিষয়টি ফুলিয়ে–ফাঁপিয়ে উপস্থাপন করে আসছিল সংবাদমাধ্যম।

ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম কানালপ্লাসের কানাল ফুটবল ক্লাব অনুষ্ঠানে অংশ নিয়ে নাসরি বলেছেন, ‘সবটাই সংবাদমাধ্যমের ভুল। আমরা এমবাপ্পের কাছে নেইমারকে অপ্রিয় করে তুলেছি। তাই এখন এমবাপ্পেকে খুশি করতে হলে নেইমারকে আঘাত করতে হবে।’

আরও পড়ুন

চোটের কারণে পুরো মৌসুমের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন নেইমার। এর আগে মৌসুমের শুরুর দিকে যে তিনি দুর্দান্ত খেলেছেন, সবাইকে সেটাও মনে করিয়ে দিলেন নাসরি, ‘মৌসুমের শুরুতে নেইমারই দলকে টেনেছে।’