নেইমারের পর পণ্যদূত হিসেবে সবচেয়ে দামি হলান্ড

আর্লিং হলান্ডকে পণ্যদূত হিসেবে পাওয়ার লড়াইয়ে জয়ী হয়েছে ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকিছবি : টুইটার

ফর্ম দুর্দান্ত, রেকর্ডের পর রেকর্ড গড়ে যাচ্ছেন, বয়স মাত্র ২২, সামনে অপার সম্ভাবনাময় ভবিষ্যৎ। বলা হচ্ছে আর্লিং হলান্ডের কথা। পণ্যদূত হিসেবে ফুটবলের দুনিয়ায় এই সময়ে তাঁর চেয়ে কাঙ্ক্ষিত খুব কম খেলোয়াড়ই আছেন। খুব স্বাভাবিক যে তাঁকে পণ্যদূত হিসেবে পেতে বড় বড় প্রতিষ্ঠানগুলো উঠেপড়ে লাগবে, লেগেছিলও। তবে শেষ পর্যন্ত এই লড়াইয়ে জয়ী হয়েছে ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকি, এমন খবরই দিয়েছে ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট দ্য অ্যাথলেটিক।

হলান্ডের সঙ্গে নাইকির চুক্তিটা হয়েছে ১০ বছরের, যেখানে বছরে ২ কোটি ৩০ লাখ ইউরো করে পাবেন ম্যানচেস্টার সিটির এই নরওয়েজিয়ান স্ট্রাইকার। এই মুহূর্তে ফুটবলারদের মধ্যে পণ্যদূত হিসেবে হলান্ডের চেয়ে দামি চুক্তি আছে শুধু নেইমারের। ব্রাজিলিয়ান ক্রীড়া দৈনিক ও গ্লোবো লিখেছে, পিউমার পণ্যদূত হিসেবে এখন বছরে ২ কোটি ৬০ লাখ ইউরো করে পান নেইমার।

ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান ফরোয়ার্ড আর্লিং হলান্ড
ছবি : টুইটার

হলান্ড অবশ্য আগেও নাইকিরই পণ্যদূত ছিলেন। তবে সেই চুক্তিটা ২০২২ সালের জানুয়ারিতেই শেষ হয়ে গিয়েছিল। এরপর গত এক বছরে হলান্ড নাইকির পাশাপাশি অ্যাডিডাস ও পিউমার বুট পরেও খেলেছেন। দ্য অ্যাথলেটিক লিখেছে, এই সময়টায় আসলে তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি নিয়ে কথাবার্তা চলছিল হলান্ডের। শেষ পর্যন্ত নিজের পুরোনো পৃষ্ঠপোষকদের সঙ্গে থেকে গেলেন হলান্ড। হলান্ড ছাড়াও কিলিয়ান এমবাপ্পে ও কেভিন ডি ব্রুইনারা নাইকির পণ্যদূত।

চলতি মৌসুমে ম্যান সিটির হয়ে দুর্দান্ত ফর্মে আছেন হলান্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ৩৭ ম্যাচে ৪২ গোল। তবে গত সপ্তাহে নরওয়ের হয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ম্যাচের আগে কুঁচকিতে চোট পেয়ে ছিটকে যান ২২ বছর বয়সী এই স্ট্রাইকার। যে চোটের কারণে আজ ম্যান সিটির হয়ে লিভারপুলের বিপক্ষে লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না হলান্ড।