জাভিকে বরখাস্ত করতে লাপোর্তাকে ‘খোঁচাচ্ছেন’ বার্সার বোর্ড কর্মকর্তারা

বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজবার্সেলোনা

‘বার্সেলোনায় জাভি হার্নান্দেজের ভবিষ্যৎ অনিশ্চিত’—ইউরোপের বিভিন্ন সংবাদমাধ্যমে শিরোনামটি দেখে অনেকেরই হয়তো চোখ কপালে উঠেছে। আবার কী হলো—এমন প্রশ্ন উঠতেই পারে। এই তো কয় দিন আগেই বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তা আর জাভি হার্নান্দেজ যৌথ সংবাদ সম্মেলন করে জানিয়ে দিয়েছেন, আপাতত ক্লাবের ডাগআউট ছেড়ে যাচ্ছেন না জাভি

তাহলে নতুন করে আবার কী হলো? স্পেনের সংবাদমাধ্যম কাদেনা কোপে খবর দিয়েছে, বার্সেলোনার বোর্ড কর্মকর্তারা জাভিকে আর কোচ হিসেবে চাইছেন না। তাঁরা নাকি বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তাকে চাপ দিচ্ছেন যেন জাভিকে বরখাস্ত করা হয়।

আরও পড়ুন
লাপোর্তাসহ বার্সেলোনার কর্মকর্তাদের সঙ্গে জাভি
এএফপি

হঠাৎ এমন পরিস্থিতি তৈরি হওয়ার কারণ নাকি জাভি নিজেই। গতকাল আলমেরিয়ার মাঠে লা লিগার ম্যাচ ছিল বার্সেলোনার। ২-০ গোলে জেতা এই ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে জাভি কিছু কথা বলেছিলেন, যেটা পছন্দ হয়নি ক্যাম্প ন্যুয়ের ক্লাবটির বোর্ড কর্মকর্তাদের।

জাভির ওই বক্তব্যের পর থেকেই নাকি লাপোর্তাকে খুঁচিয়ে যাচ্ছেন তাঁরা। আলমেরিয়ার মাঠে গতকাল বার্সেলোনার খেলা দেখতে যাননি লাপোর্তা। মনে করা হচ্ছে, এটা জাভির ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বলা কথার পর তৈরি হওয়া পরিস্থিতিরই প্রভাব।

তা জাভি এমন কী কথা বলেছিলেন যে বার্সেলোনার বোর্ড কর্মকর্তারা তাঁর ওপর এতটা চটেছেন! ৪৪ বছর বয়সী এই কোচ সংবাদ সম্মেলনে বার্সেলোনার আর্থিক পরিস্থিতি নিয়ে বলেছেন, ‘ক্লাবের একনিষ্ঠ সমর্থকদের বুঝতে হবে যে আর্থিক দিক থেকে পরিস্থিতি খুব জটিল। (অন্যদের সঙ্গে) পাল্লা দেওয়াটা কঠিন। আমরা ২৫ বছর আগে যেটা করতাম, কোচ এসে বলতেন “আমার একে, একে এবং একে চাই”, পরিস্থিতি এখন আর মোটেই সে রকম নেই।”’

আরও পড়ুন
সংবাদ সম্মেলনে জাভি ও লাপোর্তা (বাঁয়ে)
এএফপি

জাভি এখানেই থামেননি। এরপর যোগ করেছিলেন, ‘আমি বিষয়টা বুঝতে পারি। আমরা এটা এখন মানিয়ে নেব। এর মানে এই নয় যে আমরা অন্যদের সঙ্গে লড়াই করব না। আমাদের আসলে থিতু হতে হবে এবং সময় লাগবে।’

ক্লাবের ভেতরকার বিষয় সরাসরি বলে ফেলাতেই জাভির ওপর চটেছেন কর্মকর্তারা। কাদেনা কোপের সাংবাদিক হেলেনা কনদিস বলেছেন, ‘লাপোর্তার কাছের লোকেরা তাঁকে বলে যাচ্ছেন যে জাভি পরের বছর থাকতে পারবে না।’

আরও পড়ুন