এমবাপ্পেকে নিজের রেকর্ড ভাঙতে দেখে খুশি পেলে

পেলে ও এমবাপ্পেছবি: এএফপি

বিশ্বকাপে কিলিয়ান এমবাপ্পে মানেই যেন উন্মাতাল এক ঝড়। বল নিয়ে বিদ্যুৎ–গতিতে ছুটে গিয়ে বুলেটগতির শটে প্রতিপক্ষের জাল কাঁপিয়ে দেওয়াটাকে নিয়মে পরিণত করে‍ছেন এই ফরাসি স্ট্রাইকার।

সর্বশেষ পোল্যান্ডের বিপক্ষে ম্যাচেও এমবাপ্পে আলো ছড়িয়েছেন। ফ্রান্সকে শেষ আটে তোলার পথে করেছেন জোড়া গোল। সেদিন গোল করে কিংবদন্তি পেলের রেকর্ডও ভাঙেন এই পিএসজি তারকা।

এমবাপ্পের পায়ে নিজের রেকর্ড ভাঙতে দেখে পেলে অবশ্য মোটেই অখুশি নন। বরং ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের পারফরম্যান্সে তিনি বেশ আনন্দিত বলে জানিয়েছেন। পাশাপাশি অসুস্থতার সময় তাঁকে স্মরণ করায় ধন্যবাদও জানিয়েছেন। এর আগে অসুস্থ পেলেকে শুভকামনা জানিয়ে পোস্ট করেছিলেন এমবাপ্পেও। তিনি লিখেছিলেন, ‘রাজার জন্য প্রার্থনা।’

ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে
ছবি: রয়টার্স

ফুটবলের রাজা পেলে তাঁর ২৪ বছর বয়স পূর্ণ হওয়ার আগেই বিশ্বকাপে ৭ গোল করেছিলেন। পোল্যান্ডের বিপক্ষে ম্যাচে নিজের প্রথম গোলে ২৪ বছর বয়স পূর্ণ হওয়ার আগে সেই রেকর্ড ভেঙে দেন এমবাপ্পে।

এবারের বিশ্বকাপে এটি ছিল এমবাপ্পের চতুর্থ গোল। যার মাধ্যমে তিনি এই বিশ্বকাপে গোল করায় আর্জেন্টিনার লিওনেল মেসি, নেদারল্যান্ডসের কোডি গাকপো, স্পেনের আলভারো মোরাতা, ইংল্যান্ডের মার্কাস রাশফোর্ড ও ইকুয়েডরের এনার ভ্যালেন্সিয়াকে পেছনে ফেলেন।

আরও পড়ুন

সেদিন অবশ্য ১ গোলেই থেমে থাকেননি এমবাপ্পে। পরে যোগ করা সময়ে প্রায় একই জায়গা থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন, যা বিশ্বকাপে তাঁর নবম। তবে এই গোল করেন দূরের পোস্ট লক্ষ্য করে।

গোলটির সময় তিনজন পোলিশ ডিফেন্ডার তাঁর সামনে ছিলেন। এমবাপ্পে কঠিন কোণ থেকে বাঁকানো শটে তিন রক্ষণসেনাকে বোকা বানিয়ে গোলকিপার সেজনিকে পরাস্ত করেন। বিশ্বকাপে নবম গোল করে বসেন মেসির পাশেও।

আজ অসুস্থতার সময় শুভকামনা জানিয়ে এমবাপ্পের দেওয়া বার্তার জবাব দিয়েছেন পেলে। সঙ্গে নিজের রেকর্ড ভাঙতে আনন্দিত বলেও জানিয়েছেন অনেকের মতে সর্বকালের সেরা এই ফুটবলার।।

ক্যানসারের সঙ্গে লড়তে থাকা পেলে এমবাপ্পের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘ধন্যবাদ এমবাপ্পে। বন্ধু আমার, বিশ্বকাপে তোমাকে আমার আরেকটি রেকর্ড ভাঙতে দেখে আনন্দিত।’