কেইনের জন্য ক্লাব রেকর্ড ভাঙতে প্রস্তুত বায়ার্ন

টটেনহামের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইনছবি : টুইটার

হ্যারি কেইনকে তবে কিনেই ছাড়বে বায়ার্ন মিউনিখ? পরিস্থিতি অনেকটা তেমন ইঙ্গিতই দিচ্ছে। এরই মধ্যে দুইবার কেইনের জন্য বায়ার্ন মিউনিখের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে টটেনহাম। নতুন খবর হচ্ছে, কেইনের জন্য এবার তৃতীয়বারের মতো প্রস্তাব দিতে যাচ্ছে বাভারিয়ান পরাশক্তিরা। একাধিক ইউরোপিয়ান সংবাদমাধ্যম বলছে, কেইনের জন্য বায়ার্ন এবার ৮ কোটি ৫০ লাখ পাউন্ডের প্রস্তাব নিয়ে আসতে যাচ্ছে। বায়ার্নের এই তৃতীয় প্রস্তাবে টটেনহাম কী জবাব দেয়, সেদিকেই এখন সবার চোখ।

জানা গেছে, কেইনের ব্যাপারে আলাপ করতে বায়ার্নের নির্বাহী কর্মকর্তা ইয়ান–ক্রিস্টিয়ান ড্রেসেন ও মার্কো নেপ্পে লন্ডনে উড়ে গেছেন। সেখানে আজ টটেনহাম চেয়ারম্যান ড্যানিয়েল লেভির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁদের। ধারণা করা হচ্ছে যে এই বৈঠক থেকেই দুই পক্ষ একটি সিদ্ধান্তে পৌঁছাবে। যদি শেষ পর্যন্ত বায়ার্নের প্রস্তাবিত দামে এই চুক্তি হয়ে যায়, তাহলে কেইন হবেন বায়ার্নের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়। এর আগে ২০১৯ সালে ৭ কোটি ২০ লাখ পাউন্ডে লুকাস হার্নান্দেজকে আতলেতিকো মাদ্রিদ থেকে কিনে এনেছিল বায়ার্ন। এখন পর্যন্ত হার্নান্দেজই বায়ার্নের সবচেয়ে দামি ফুটবলার।

আরও পড়ুন

অবশ্য বায়ার্নের সম্ভাব্য এই প্রস্তাবেও কেইনকে ছাড়ার ব্যাপারে টটেনহাম রাজি হবে কি না, সে প্রশ্ন থেকেই যায়। শুরু থেকেই ইংলিশ স্ট্রাইকারের জন্য টটেনহামের মালিক লেভির চাওয়া ছিল ১০ কোটি পাউন্ড। ধারণা করা হচ্ছে, এর আশপাশে কোনো দামেই হয়তো তাঁকে বিক্রির ব্যাপারে রাজি হয়ে যাবেন লেভি। বায়ার্ন নিজেদের তৃতীয় প্রস্তাবে যে দাম বলতে যাচ্ছে, সেটি এখনো লেভির চাওয়ার চেয়ে ১ কোটি ৫০ লাখ পাউন্ড কম।

ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন বলছে, ইংল্যান্ড অধিনায়কে চার বছরের চুক্তিতে দলে ভেড়াতে চায় বায়ার্ন। চুক্তির ব্যাপারে আলাপ শেষ করে গতকাল সোমবার সন্ধ্যায় মিউনিখের উদ্দেশ্যে ইংল্যান্ড ছাড়বেন দুই বায়ার্ন প্রতিনিধি। দুই পক্ষের এই বৈঠকের ওপরই এখন নির্ভর করছে কেইনের ভবিষ্যৎ।

টটেনহাম ছাড়ার পথে কেইন
ছবি : টুইটার

তবে যতই দিন গড়াচ্ছে, সব দিক থেকেই বাড়ছে উদ্বেগ। এরই মধ্যে কেইনের দলবদল নিয়ে কথা বলেছেন টটেনহাম কোচ অ্যাঞ্জে পস্তেকোগ্লু। কেইন সমস্যার দ্রুত সমাধান আশা করে তিনি বলেন, ‘আমি মনে করি, সবার জন্যই বিষয়টাকে খুব বেশি দীর্ঘায়িত করা উচিত হবে না। আমার মনে হয় না, এটা কারও জন্য ভালো। এটা হ্যারির (কেইন) জন্য যেমন ভালো নয়, তেমনি এটা ক্লাবের জন্যও মঙ্গলজনক কিছু নয়।’

এর আগে গত জুনে কেইনের জন্য ছয় কোটি পাউন্ডের প্রস্তাব দেয় বায়ার্ন। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেয় স্পাররা। দ্বিতীয়বার প্রস্তাব দেওয়ার সময় সেই দাম বেড়ে হয় ৬ কোটি ৮৬ লাখ পাউন্ডের মতো। আর এখন একেবারে ক্লাব রেকর্ড ভেঙে ৮ কোটি ৫০ লাখ পাউন্ডের প্রস্তাব দিতে যাচ্ছে জার্মান চ্যাম্পিয়নরা।

আরও পড়ুন

এদিকে কেইনকে পাওয়ার পথে বায়ার্নের অন্য দুঃসংবাদের নাম পিএসজি। লুইস এনরিকে নাকি নতুন করে দল গঠনের প্রক্রিয়ায় কেইনকে আনতে চান। এরই মধ্যে তারাও শুরু করেছে দর–কষাকষি। টটেনহামের মালিক লেভির সঙ্গে আবার পিএসজির মালিক নাসের আল খেলাইফির সম্পর্কও বেশ উষ্ণ।

তাই বায়ার্নকে প্রত্যাখ্যান করে পিএসজিকে বেছে নিতে পারে টটেনহাম। কেইন অবশ্য বায়ার্নে যাওয়ার ব্যাপারেই বেশি ইতিবাচক। ক্লাবটির কোচ টমাস টুখেলের সঙ্গেও তাঁর সম্পর্ক নাকি এরই মধ্যে বেশ জমে উঠেছে। শুধু এটুকুই নয়, কদিন আগে ইউরোপের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছিল, কেইনের পরিবারকে নাকি মিউনিখে বাড়ি খুঁজতে দেখা গেছে।

আরও পড়ুন

এর মধ্যে কেইনের সঙ্গে আলাপ নিয়ে বায়ার্নের সভাপতি উলি হোয়েনেসও ইতিবাচক বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ‘এখন পর্যন্ত ঘটনা যা দাঁড়িয়েছে, তা হলো, সব ধরনের আলাপে হ্যারি (কেইন) নিজের সিদ্ধান্তের ব্যাপারে পরিষ্কার বার্তা দিয়েছে। বিষয়টা যদি এমনই থাকে, তাহলে আমরা তাকে পাব। আর টটেনহামকেও তাকে ছাড়তে হবে।’