রেকর্ড ভেঙে রোনালদো বললেন, ‘আমি রেকর্ডের পেছনে ছুটি না’

রেকর্ড ভাঙার পর রোনালদোর উচ্ছ্বাসএক্স

রেকর্ড ভাঙার মঞ্চটা প্রস্তুতই ছিল। পাশাপাশি কিছুটা উদ্বেগও হয়তো ছিল। সৌদি প্রো লিগে মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙতে হলে লিগের শেষ ম্যাচেই ক্রিস্টিয়ানো রোনালদোকে করতে হতো দুই গোল। নামটা যখন রোনালদো, অসম্ভব কিছুই নয়। লিগের শেষ দিনে আল ইত্তিহাদের বিপক্ষে আল নাসরের ৪–২ ব্যবধানে জেতা ম্যাচে ঠিকই জোড়া গোল করলেন পর্তুগিজ মহাতারকা।

এই দুই গোলের পর সৌদি লিগে রোনালদোর গোলসংখ্যা এখন ৩৫। ২০১৮–১৯ মৌসুমে আবদেররাজাক হামাদাল্লাহর করা ৩৪ গোলের রেকর্ড ভেঙে দিলেন ‘সিআর সেভেন’। মরক্কোর স্ট্রাইকার হামাদাল্লাহও রেকর্ডটি গড়েছিলেন আল নাসরের হয়ে। হামাদাল্লাহ অবশ্য রেকর্ডটি গড়ার পথে খেলেছিলেন ২৬ ম্যাচ, আর রোনালদো রেকর্ডটি ভেঙেছেন ৩১ ম্যাচ খেলে।

আরও পড়ুন

রিয়াদে গতকাল রাতে প্রথমার্ধের যোগ করা সময়ে হামাদাল্লাহর রেকর্ডটি স্পর্শ করেন রোনালদো। ৬৯ মিনিটে রোনালদো রেকর্ড ভাঙেন জোরালো এক হেডে লক্ষ্যভেদ করে।

২০২৩ সালের জানুয়ারিতে ফ্রি ট্রান্সফারে আল নাসরে যোগ দেওয়া রোনালদো সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবটির হয়ে ৬৯ ম্যাচে করেছেন ৬৪ গোল। আর চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪ ম্যাচে রোনালদো গোল করেছেন ৪৪টি।

রেকর্ড ভাঙার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়াও জানিয়েছেন রোনালদো। রোনালদো লিখেছেন, ‘আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ডই আমার পেছনে ছোটে।’

রোনালদোর গোলের রেকর্ডও অবশ্য শেষ পর্যন্ত আল নাসরের লিগ শিরোপা পুনরুদ্ধারের জন্য যথেষ্ট হয়নি। শীর্ষে থেকে শিরোপা জেতা আল হিলালের চেয়ে ১৪ পয়েন্টে পিছিয়ে দুই নম্বরে থেকে লিগ শেষ করেছে তারা। ৩৪ ম্যাচ শেষে অপরাজিত থেকে লিগ শেষ করা আল হিলালের পয়েন্ট ৯৬, আর দুইয়ে থাকা আল নাসরের পয়েন্ট সমান ম্যাচে ৮২।

আরও পড়ুন

রোনালদোদের অবশ্য এখনো একটা শিরোপা জয়ের আশা আছে। আগামী শুক্রবার রাতে কিং কাপের ফাইনালে আল হিলালের মুখোমুখি হবে আল নাসর।