নাগলসমানকে সরিয়ে টুখেলকে নিয়ে আসছে বায়ার্ন

বায়ার্নের কোচ পদ থেকে ছাঁটাই হয়েছেন ইউলিয়ান নাগলসমানছবি: রয়টার্স

ইউলিয়ান নাগলসমান ছুটি কাটাচ্ছিলেন। চলে গিয়েছিলেন অস্ট্রিয়ায়। স্কিংয়ের শখ আছে ভদ্রলোকের, সেটাই করছিলেন। তখন খবরটি পেয়েছেন। বায়ার্ন মিউনিখ তাঁকে কোচ পদে থেকে ছাঁটাই করেছে। নাগলসমানের কাছে খবরটি বিনা মেঘে বজ্রপাতের মতো মনে হলেও বাইরে থেকে চাপটা ঠিকই বোঝা যাচ্ছিল।

আরও পড়ুন

নাগলসমানকে ছাঁটাই করার খবরটি বায়ার্ন এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি। জার্মান সংবাদমাধ্যম ‘বিল্ড’ এর বরাত দিয়ে নাগলসমানের ছাঁটাই হওয়ার খবরটি জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। এ ছাড়া ইএসপিএন, গার্ডিয়ানের মতো সংবাদমাধ্যমও নাগলসমানের ছাঁটাই হওয়ার খবর নিশ্চিত করেছে। ইতালিয়ান সংবাদকর্মী ফ্যাব্রিজিও রোমানো টুইটে নাগলসমানের জায়গায় কে আসছেন, সে খবর জানিয়ে টুইট করেন, ‘টমাস টুখেল বায়ার্ন মিউনিখের নতুন কোচ। চুক্তি নিয়ে দুই পক্ষই সম্মত। তিনি (টুখেল) এরই মধ্যে প্রস্তাব গ্রহণ করেছেন।’

রোমানো তার আগে কাল রাতে অন্য টুইটে নাগলসমানকে ছাঁটাইয়ের খবর জানান, ‘বোঝাই যাচ্ছে, বায়ার্নের পক্ষ থেকে ইউলিয়ান নাগলসমানের সঙ্গে এখনো সরাসরি কেউ যোগাযোগ করেনি—জার্মান কোচ খবরটি জেনেছেন সংবাদমাধ্যমে। শুক্রবার এ নিয়ে ক্লাব বিবৃতি দিতে পারে। তবে (নাগলসমানকে ছাঁটাইয়ের) সিদ্ধান্তটি হয়েছে গত ৫–৬ ঘণ্টায় এবং শতভাগ নিশ্চিত।’

জার্মান সংবাদমাধ্যম ‘বিল্ড’ নাগলসমানকে ছাঁটাইয়ের ব্যাখ্যায় বলেছে, ২০২৩ সালে বুন্দেসলিগায় বায়ার্নের হারানো ১০ পয়েন্টের দায় কোচের বলে মনে করেন ক্লাবটির নীতিনির্ধারকেরা। চিরপ্রতিদ্বন্দ্বি বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে আপাতত ১ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে বায়ার্ন। ২৫ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ডর্টমুন্ড। সমান ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দুইয়ে বায়ার্ন। তৃতীয় ইউনিয়ন বার্লিনের সঙ্গে বায়ার্নের ব্যবধান মাত্র ৪ পয়েন্টের।

আরও পড়ুন

গত রোববার বেয়ার লেভারকুসেনের কাছে বায়ার্নের ২–১ গোলের হারে শীর্ষস্থান হারিয়ে আন্তর্জাতিক বিরতিতে যায় ক্লাবটি। আর এই বিরতিকেই কোচ বদলের সেরা সময় বলে মনে করেছে ক্লাবটি। গত মৌসুমে বুন্দেসলিগা জেতানো নাগলসমানকে লাইপজিগ থেকে ২০২১ সালে নিয়ে এসেছিল বায়ার্ন। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠলেও এবার মৌসুমে ঘরোয়া প্রতিযোগিতায় ভালো করতে না পারার খেসারত দিলেন নাগলসমান।

আগামী ১ এপ্রিল বুন্দেসলিগার ‘ক্লাসিকো’য় ডর্টমুন্ডের মুখোমুখি হবে বায়ার্ন। এ ম্যাচ থেকেই বায়ার্নের ডাগ আউটে দেখা যাবে চেলসিকে চ্যাম্পিয়নস লিগ জেতানো টুখেলকে। তার আগে সোমবার থেকে খেলোয়াড়দের নিয়ে শুরু করবেন অনুশীলন। ইএসপিএন জানিয়েছে, বায়ার্নের সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি করবেন টুখেল। গত সেপ্টেম্বরে চেলসির কোচ পদ থেকে ছাঁটাই হওয়ার পর আপাতত বেকার সময় কাটছে টুখেলের।