সুরভীর জোড়া গোলে জয়ে শুরু বাংলাদেশের

ম্যাচ জয়ের পর বাংলাদেশের মেয়েদের উচ্ছ্বাসবাফুফে

চার দলের প্রতিযোগিতায় প্রথম ম্যাচে জয় মানে ফাইনালের দিকে এক পা বাড়িয়ে দেওয়া। তাই সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবলের প্রথম ম্যাচটার ওপরই সবচেয়ে বেশি জোর দিয়েছিলেন বাংলাদেশ কোচ সাইফুল বারী। পূরণ হয়েছে তাঁর আশা।  

বাংলাদেশ আজ প্রথম ম্যাচ জিতেছে সহজেই। জয়টা এসেছে স্বাগতিক নেপালের বিপক্ষে। কাঠমান্ডুর পার্শ্ববর্তী জেলা ললিতপুরে নেপালকে বাংলাদেশ হারিয়েছে ২-০ গোলে। তবে এই স্কোরলাইন বোঝাতে পারছে না ম্যাচে বাংলাদেশের দাপট।

দুটি গোলই করেছে সুরভী আকন্দ। তার সামনে সুযোগ এসেছিল হ্যাটট্রিক করার। তবে তৃতীয় গোলটির দেখা পায়নি সুরভী। ২৬ মিনিটে হয়েছে প্রথম গোল। ৩১ মিনিটে দ্বিতীয় গোলটি এসেছে পেনাল্টি থেকে।

গোলের পর বাংলাদেশের খেলোয়াড়দের উল্লাস
বাফুফে

প্রথম দিনে গতকাল ভুটানকে ৭-০ গোলে উড়িয়ে দেয় ভারত। আর এই জয়ে ভারত বুঝিয়ে দিয়েছে, চ্যাম্পিয়ন হতেই তারা নেপাল গিয়েছে ।

৫ মার্চ বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ভারতের সঙ্গে। প্রথম ম্যাচ হেরে যাওয়ায় নেপাল ও ভুটানের পক্ষে ফাইনালে যাওয়া কঠিন হয়ে গেল। অন্যদিকে বাংলাদেশ ও ভারত ফাইনালে খেলার ব্যাপারে অনেকটাই আত্মবিশ্বাসী  হতে পারছে।