ভিনিসিয়ুসকে এমবাপ্পে, ‘তুমি একা নও’

ভিনিসিয়ুসের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের পর ব্রাজিলিয়ান তারকার সমর্থনে ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছেন কিলিয়ান এমবাপ্পেছবি: রয়টার্স

বর্ণবাদের ‘ভূত’ যেন পিছুই ছাড়ছে না ভিনিসিয়ুস জুনিয়রের। প্রতিপক্ষের মাঠে রিয়াল মাদ্রিদের ম্যাচ মানেই যেন ভিনিসিয়ুস বর্ণবাদী আচরণের শিকার হবেন। এর বিরুদ্ধে ভিনিসিয়ুস যেমন প্রতিবাদ করে আসছেন, তাঁর পক্ষ নিয়ে কথা বলে চলেছেন রিয়াল মাদ্রিদের কোচ-খেলোয়াড়েরা।

রিয়াল মাদ্রিদের বেলজিয়ান গোলকিপার থিবো কোর্তোয়া এর আগে বলেছিলেন, ‘ভিনিসিয়ুসকে রক্ষা করতে হবে আমাদের।’ দলটির ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তিও বিষয়টি নিয়ে একাধিকবার কথা বলেছেন। ভিনিসিয়ুসের ব্রাজিল দলের সতীর্থ নেইমার তো শুরু থেকেই তাঁর বিরুদ্ধে হওয়া বর্ণবাদী আচরণের প্রতিবাদ করে আসছেন।

M.M. Abidul Islam Rubel

কিন্তু কোথায় কী, ভিনিসিয়ুসের বিরুদ্ধে বর্ণবাদী আচরণ বন্ধ তো হচ্ছেই না, বরং দিনে দিনে যেন আরও বাড়ছে। এই যেমন গতকাল ভ্যালেন্সিয়ার মাঠে রিয়ালের ১-০ গোলে হেরে যাওয়া ম্যাচেও বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন ব্রাজিলিয়ান তারকা।

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন
ছবি: রয়টার্স

এ ঘটনায় ম্যাচ শেষে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে আনচেলত্তি বলেছেন, ‘সে আর মাঠে নামতে চায়নি। আমি বলেছি, খেলা বন্ধ করা ঠিক হবে না। এখানে তুমি দায়ী কিংবা অপরাধী নও, তুমি ভুক্তভোগী। এটা শোনার পর সে মাঠে ফিরেছে।’

বিষয়টি নিয়ে নানাজন নানা রকমের প্রতিক্রিয়া জানাচ্ছেন। এ পরিস্থিতিতে ভিনিসিয়ুসকে সমর্থন জানাতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামকে বেছে নিয়েছেন পিএসজির দুই তারকা নেইমার ও কিলিয়ান এমবাপ্পে।

পিএসজির ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পে ও ব্রাজিলিয়ান তারকা নেইমার ইনস্টাগ্রাম স্টোরিতে ভিনিসিয়ুসের একটি ছবি দিয়েছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে, রিয়ালের জার্সি পরা ভিনিসিয়ুস মাঠে দাঁড়িয়ে উড়ন্ত চুমু দিয়ে সমর্থকদের অভিনন্দনের জবাব দিচ্ছেন।

নেইমার এই ছবির সঙ্গে জুড়ে দিয়েছেন রাগ, ভালোবাসা ও মুষ্টিবদ্ধ হাতের ইমোজি। বোঝাই যাচ্ছে, নেইমারের রাগটা বর্ণবাদীদের জন্য আর ভিনিসিয়ুসের প্রতি ভালোবাসা। মুষ্টিবদ্ধ হাতের ইমোজি দিয়ে তিনি হয়তো ভিনিকে মানসিক দিক থেকে শক্ত থাকতে বলেছেন।

এমবাপ্পে ছবিটি দিয়ে নিচে লিখেছেন, ‘ভিনি, তুমি একা নও। আমরা তোমাদের সঙ্গে আছি এবং তোমাকে সমর্থন জানাচ্ছি।’