আনচেলত্তি কিছু ‘আবিষ্কার করেননি’ বলেই বার্সার বিপক্ষে জিতেছে রিয়াল

রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তিছবি: রয়টার্স

গত মৌসুমে লা লিগায় দুটি এল ক্লাসিকোর একটিতে জিতেছে রিয়াল মাদ্রিদ, আরেকটিতে বার্সেলোনার কাছে ৪–০ ব্যবধানে উড়ে গেছে তারা। তবে লিগ শিরোপা ঠিকই জিতেছিল কার্লো আনচেলত্তির দল।  

লিগ জিতলেও গত মৌসুমে লা লিগায় দল নিয়ে একটু বেশিই যেন গবেষণা চালিয়েছেন আনচেলত্তি। প্রায় প্রতি ম্যাচেই একাদশ পরিবর্তন করেছেন। খেলোয়াড়দের পজিশন নিয়েও গবেষণা করেছেন। বিভিন্ন পজিশনে ঘুরিয়ে–ফিরিয়ে অন্য পজিশনের খেলোয়াড় খেলিয়েছেন। বার্সেলোনার কাছে হেরে যাওয়া ম্যাচেও সেটা অব্যাহত ছিল।

এবার মৌসুমের শুরু থেকেই আনচেলত্তি প্রায় একই একাদশ খেলাচ্ছেন। খেলোয়াড়দের পজিশনও তেমন পরিবর্তন করছেন না। কাল এল ক্লাসিকোতে বার্সেলোনার বিপক্ষে ৩–১ গোলের রহস্য এখানেই লুকিয়ে আছে বলে জানিয়েছেন রিয়ালের কোচ।

রিয়ালের দুই গোলদাতা বেনজেমা ও ভালভার্দে
ছবি: এএফপি

ম্যাচ শেষে রিয়ালের ইতালিয়ান কোচ আনচেলত্তি বলেছেন, ‘আমি গত মৌসুম নিয়ে ভেবেছি। ওই মৌসুমে আমি কিছু আবিষ্কার করেছিলাম...আর এ ম্যাচে আমি কিছু আবিষ্কার করার চেষ্টা করিনি। খেলোয়াড়দের যার যার জায়গায় খেলিয়েছি।’

বার্সেলোনার বিপক্ষে কাল প্রথমার্ধেই ২–০ গোলে এগিয়ে যায় রিয়াল। ৮৩ মিনিটে বার্সেলোনা একটি গোল ফিরিয়ে দেয়। তবে যোগ করা সময়ে রদ্রিগোর পেনাল্টি গোলে ভালোভাবেই ম্যাচটি শেষ করে রিয়াল।

আরও পড়ুন

সব মিলিয়ে দলের আক্রমণভাগ, মাঝমাঠ আর রক্ষণ নিয়ে সন্তুষ্ট আনচেলত্তি। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘আমাদের একটি নিখুঁত ম্যাচ খেলতে হতো। শুরুটা ভালো ছিল। আমরা দ্রুতই লিড নিতে পেরেছি। আর দ্বিতীয়ার্ধে আমরা ম্যাচটি ভালোভাবেই নিয়ন্ত্রণ করেছি।’

বার্সেলোনাকে হারাতে আনচেলত্তির পরিকল্পনার একটি অংশ ছিল রবার্ট লেভানডফস্কিকে আটকে রাখা। পোলিশ এই স্ট্রাইকারের বিপক্ষে সেই পরিকল্পনা ডে সফল হয়েছে, সেটাও বললেন আনচেলত্তি, ‘এটা পরিষ্কার ছিল যে লেভাডফস্কিকে চাপে রাখার কাজটা করতে হতো মিলিতাওয়ের। আমরা এটা ভালোভাবেই করেছি।’

আরও পড়ুন