সাবিনা–সানজিদাদের বরণে বিমানবন্দরে জনতার ভিড়

বিমানবন্দর এলাকায় জাতীয় পতাকা হাতে ফুটবল–সমর্থকেরাছবি: প্রথম আলো

বাংলাদেশ! বাংলাদেশ!

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা এই স্লোগানে মুখর। হাজারো সমর্থকে সয়লাব বিমানবন্দর এলাকা। অনেক সংবাদকর্মী ও ক্যামেরার ভিড়। সাম্প্রতিক কালে কোনো ইভেন্ট কাভার করতে এত সংবাদকর্মী বিমানবন্দরে এসেছেন কি না, সে কথাও উঠল। তবে সবকিছু ছাপিয়ে সবার চোখেমুখে একটি অদৃশ্য ছবি স্পষ্ট বোঝা যাচ্ছিল, সেই ছবির নাম ‘অপেক্ষা’—কখন আসবে মেয়েরা?

ফুটবল মাঠে দক্ষিণ এশিয়া জয় করা মেয়েদের বরণ করে নিতে আজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যেন তিল ধারণের ঠাঁই নেই!

নেপালে নারী সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর আজ বেলা ১টা ৫০ মিনিটে দেশে অবতরণ করবে বাংলাদেশ নারী ফুটবল দল। বিমানবন্দর এলাকা আগেই থেকেই প্রস্তুত রাখা হয়। সকাল থেকেই আসতে শুরু করেন দেশের ফুটবল–সমর্থকেরা।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) থেকেও ছাত্রছাত্রীদের একটি দল এসেছে বিমানবন্দরে মেয়েদের বরণ করে নিতে। ক্রিকেটে পড়ে থাকা সমর্থকেরাও এসেছেন; মেয়েদের সাফল্যে, দেশের সাফল্যে সবাই শামিল এককাতারে। বেশির ভাগের হাতেই বাংলাদেশের পতাকা।

মেয়েদের বরণ করে নিতে বিমানবন্দর এলাকায় প্রস্তুত সমর্থকেরা
ছবি: প্রথম আলো

মেয়েদের বরণ করে নিতে বিমানবন্দরে আলাদা করে কোনো সাজসজ্জা করা হয়নি। তবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ‘স্বাগতম’ লেখা ব্যানার তৈরি করা হয়েছে। বিমানবন্দরে ভিআইপি গেটের সামনেও ব্যানার দেখা গেছ বেশ কিছু। মোটামুটি সবকিছু প্রস্তুত। এখন ইতিহাস গড়া মেয়েদের আসার ও বরণ করে নেওয়ার অপেক্ষা।

গত সোমবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নারী সাফের ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। নারী সাফে এটাই বাংলাদেশের প্রথম শিরোপা।

বিমানবন্দর এলাকায় সংবাদকর্মীদের ভিড়
ছবি: প্রথম আলো

টুর্নামেন্টে সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা হন বাংলাদেশের তারকা সাবিনা খাতুন। দুটি হ্যাটট্রিকসহ ৮ গোল করেন তিনি।