খেলোয়াড়কে হাঁটুর গুঁতো মেরে ১২ ম্যাচ নিষিদ্ধ রেফারি

নিষিদ্ধ রেফারি ফার্নান্দো হার্নান্দেজ গোমেজছবি: এএফপি

মাঠে ফুটবলে শৃঙ্খলা বজায় রাখা রেফারির প্রধান কাজগুলোর একটি। খেলোয়াড়দের শৃঙ্খলার মধ্যে রাখা এবং আবেগ যেন মাত্রা না ছাড়ায়, সেটা লক্ষ রাখায় সব সময় সচেষ্ট থাকতে হয় রেফারিদের। কিন্তু মেক্সিকান লিগের ম্যাচে সেই রক্ষকই এবার শৃঙ্খলা ভঙ্গ করে হয়ে উঠলেন খলনায়ক।

খেলোয়াড়দের মারামারি রুখে দেওয়া যে রেফারির কাজ, সেই রেফারি হাঁটু দিয়ে গুঁতো খেলোয়াড়কে। যার ফলে ১২ ম্যাচ নিষেধাজ্ঞার মুখে পড়তে হচ্ছে রেফারিকে।

আরও পড়ুন

এই ঘটনাটি ঘটেছে ২ এপ্রিল মেক্সিকান লিগের ক্লাব আমেরিকা–লিওন ম্যাচে। সেদিন ম্যাচের ৬৪ মিনিটে ক্লাব আমেরিকার সমতাসূচক গোল বাতিলের দাবিতে প্রতিবাদ করায় রেফারি ফার্নান্দো হার্নান্দেজ গোমেজ হলুদ কার্ড দেখান লিওনের ডিফেন্ডার স্টিভেন বারেইরোকে।

রেফারির এই সিদ্ধান্ত পছন্দ হয়নি বারেইরোর আর্জেন্টাইন সতীর্থ লুকাস রোমেরোর। রেফারির মুখের ওপর গিয়ে এ সিদ্ধান্তের কড়া প্রতিবাদ জানান রোমেরো।

রেফারির সঙ্গে নিষেধাজ্ঞায় পড়েছেন খেলোয়াড় এবং কোচও
ছবি: টুইটার

ঘটনার একপর্যায়ে রেফারি ফার্নান্দো ক্ষিপ্ত হয়ে হাঁটু দিয়ে রোমেরোকে গুঁতো মারেন। সঙ্গে সঙ্গে মাঠে শুয়ে পড়েন রোমেরো। রেফারির খেলোয়াড়কে আঘাত করার ফুটেজ খুব দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার তদন্তে কমিটি গঠন করে মেক্সিকান ফুটবল ফেডারেশন (এফএমএফ)। আর তদন্তের পরিপ্রেক্ষিতে এবার রেফারি ফার্নান্দোকে ‘খেলোয়াড়ের বিরুদ্ধে হিংস্র আচরণ’–এর দায়ে ১২ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এ ঘটনায় রোমেরোকেও আগ্রাসী আবেদনের জন্য ২ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শুধু রেফারি এবং খেলোয়াড়ই নয়, ম্যাচে হিংসা ছড়ানোর দায়ে দুই দলের কোচদেরও ২ ম্যাচ করে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর আগে খেলা চলার সময় ক্লাব আমেরিকার কোচ ফার্নান্দো ওরটিজ এবং লিওনের কোচ নিকোলস লারকাম নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে লাল কার্ড দেখেন।