জিরোনাকে বিধ্বস্ত করে পার্থক্য বোঝাল রিয়াল মাদ্রিদ

রদ্রিগো ও ভিনিসিয়ুস, রিয়ালের জয়ে গোল করেছেন দুই ব্রাজিলিয়ানইরয়টার্স

রিয়াল মাদ্রিদ ৪: ০ জিরোনা

রিয়াল মাদ্রিদ কি এবারের লা লিগায় শিরোপাজয় নিশ্চিতই করে ফেলল?

ঘাড়ের ওপর নিশ্বাস ফেলা বলতে যা বোঝায়, তিন মাসের বেশি সময় ধরে রিয়াল মাদ্রিদের ওপর তা-ই করছিল জিরোনা। একের পর এক ম্যাচ জিতে নিয়ে রিয়ালের সঙ্গে টক্কর দিচ্ছিল শিরোপা-লড়াইয়ে।

সেই জিরোনাকে আজ মুখোমুখি লড়াইয়ে বিধ্বস্ত করেছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে জুড বেলিংহাম, ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগোর নৈপুণ্যে জিরোনাকে ৪-০ গোলে হারিয়েছে রিয়াল।

এই জয়ে লা লিগার শিরোপা লড়াইয়ে পাঁচ পয়েন্ট ব্যবধানে এগিয়ে গেল কার্লো আনচেলত্তির দল। ২৪ ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট ৬১, জিরোনার ৫৬।

লিগে এ নিয়ে মাত্র দ্বিতীয়বার হারল জিরোনা। প্রথম হারটিও ছিল রিয়াল মাদ্রিদের বিপক্ষে, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে। এরপর লা লিগায় টানা ১৫ ম্যাচ অপরাজিত থেকেছে চতুর্থবার লিগে খেলা কাতালুনিয়ার ক্লাবটি।

আবারও জোড়া গোল বেলিংহামের
রয়টার্স

জিরোনার অপরাজেয়-ধারা থেমেছে খুব বাজেভাবে। টাচলাইন নিষেধাজ্ঞায় কোচ মিকেল ডাগআউটে ছিলেন না। দলও খেলেছে ছন্নছাড়া। ম্যাচের ষষ্ঠ মিনিটেই বক্সের বাইরে থেকে কোনাকুনি শটে এগিয়ে বল জালে জড়ান ভিনিসিয়ুস জুনিয়র। ৩৫ মিনিটে ভিনিসিয়ুসের সহায়তায় ব্যবধান ২-০ করেন বেলিংহাম। এটি ছিল লিগে তাঁর ১৪তম গোল। একুশ শতকে রিয়ালের হয়ে কোনো মিডফিল্ডারের এক মৌসুমে সর্বোচ্চ গোল এটি।

আরও পড়ুন

বেলিংহাম অবশ্য এক গোলেই থামেননি। বিরতির পর ৫৪ মিনিটে ভিনিসিয়ুসেরই আরেকটি অ্যাসিস্টে নিজের দ্বিতীয় গোল করেন এই ইংলিশ মিডফিল্ডার।

ভিনিসিয়ুস তাঁর অ্যাসিস্টের হ্যাটট্রিক করেন ৬৪ মিনিটে রদ্রিগোকে বল বাড়িয়ে, যা সফলভাবে জালে জড়ান এই ব্রাজিলিয়ান।

২৪ রাউন্ড শেষে ৬১ পয়েন্ট নিয়ে সবার ওপরে রিয়াল মাদ্রিদ, পাঁচ পয়েন্ট পিছিয়ে থেকে দুইয়ে জিরোনা। এক ম্যাচ করে কম খেলে ৫০ পয়েন্ট তিনে বার্সেলোনা, ৪৮ পয়েন্টে চারে আতলেতিকো মাদ্রিদ।

আরও পড়ুন