উৎসবের প্রস্তুতি শুরু করে দিতে পারে মোহামেডান

মোহামেডান স্পোর্টিং ক্লাব বর্তমানে পয়েন্ট তালিকার শীর্ষে আছেফাইল ছবি

অপেক্ষার প্রহর শেষ প্রায়। প্রথমবারের মতো পেশাদার ফুটবল লিগ জয়ের দ্বারপ্রান্তে এখন মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজ কুমিল্লায় চট্টগ্রাম আবাহনীকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে কার্যত শিরোপার বন্দরে নোঙর করেছে ঐতিহ্যবাহী সাদা-কালো শিবির।

স্কোরলাইনই বলছে, প্রিমিয়ার লিগ থেকে গত ম্যাচেই অবনমন নিশ্চিত হয়ে যাওয়া চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ৩ পয়েন্ট পেতে কোনো সমস্যাই হয়নি মোহামেডানের। ৪ গোলের ২টি করেছেন এমানুয়েল সানডে। বাকি দুই গোলও দুই বিদেশির—দিয়াবাতে ও মোজাফফরভ।

১৮ ম্যাচের লিগে ১৫ ম্যাচ শেষে মোহামেডানের পয়েন্ট ৩৮। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড ১৪ ম্যাচে ২৮ পয়েন্টে।

আরও পড়ুন

পরিস্থিতি এখন এমন—আগামী মঙ্গলবার কুমিল্লায় রহমতগঞ্জকে হারালে দুই ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা ঘরে তুলবে মতিঝিলের ক্লাবটি। তবে আগামীকাল কুমিল্লায় যদি ১৫তম রাউন্ডে ফর্টিস এফসির কাছে আবাহনী হেরে যায়, তাহলে কালই নিশ্চিত হয়ে যাবে মোহামেডানের শিরোপা জয়। তিন ম্যাচ বাকি থাকতে তখন দুই দলের মধ্যে পয়েন্টের ব্যবধান দাঁড়াবে ১০। তাই এখন শুধু সময়ের অপেক্ষা মোহামেডানের। দলটির সমর্থকদের মুখে আগাম বিজয়ের হাসি।

আজকের ম্যাচে ২৯ মিনিটে মোহামেডানকে এগিয়ে দেন অধিনায়ক সুলেমান দিয়াবাতে। ৪৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড এমানুয়েল সানডে।

বিরতির পর প্রথম মিনিটেই আরেক বিদেশি মোজাফফরভ দারুণ এক শটে তৃতীয় গোল করে ব্যবধান বাড়িয়ে নেন। ৬০ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন সানডে। ৪-০ হওয়ার পর চট্টগ্রাম আবাহনীর সুমন ৪-১ করেন।

গত পাঁচ মৌসুম ধরে লিগ শিরোপার একচ্ছত্র অধিপতি ছিল বসুন্ধরা কিংসের। এবার তারা ১৪ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শিরোপা লড়াইয়ে নেই। পয়েন্ট টেবিলে অবস্থান তিনে। আজ কিংস ১৫তম রাউন্ডে মুখোমুখি হয়েছে বাংলাদেশ পুলিশ এফসির। কিংস অ্যারেনায় ম্যাচ শুরু হয়েছে সন্ধ্যা ৬টায়।

আরও পড়ুন