মেয়েদের ইউরো জিতল ইংল্যান্ড

মেয়েদের ইউরোর শিরোপা ইংল্যান্ডেরছবি: এএফপি

ফুটবলে ইংল্যান্ডের সবচেয়ে বড় সাফল্য ছিল ওয়েম্বলিতেই, সেটিও ৫৬ বছর আগে। পশ্চিম জার্মানিকে হারিয়ে ববি মুরের দল জিতেছিল বিশ্বকাপ। আন্তর্জাতিক ফুটবলে ইংলিশদের ট্রফির খরা কাটতে পারত ২০২১-এই। কিন্তু সেটি হয়নি।

ম্যাচ শেষে বিমর্ষ জার্মান নারী ফুটবলার
ছবি: এএফপি

ওয়েম্বলিতেই হ্যারি কেইনের ইংল্যান্ড ইউরোর ফাইনালে ইতালির বিপক্ষে হেরে যায় টাইব্রেকারে। আসি আসি করেও আসেনি সাফল্য। তবে সাফল্য–খরা কাটিয়েছেন মেয়েরাই। কাল ইতিহাস গড়ে ওয়েম্বলিতে জার্মানিকে ২-১ গোলে হারিয়ে ইউরো জিতেছে তারা। ৬২ মিনিটে এলা টুনির গোলে ইংল্যান্ড এগিয়ে গেলেও জার্মানি ৭৯ মিনিটে সমতায় ফেরে লিনা ম্যাগগালের গোলে। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে ১১০ মিনিটে গোল করে ইংলিশদের আনন্দে ভাসান ক্লোয়ে কেলি।