- জিততে পারল না বাংলাদেশ
- দারুণ খেলছে বাংলাদেশ
- দারুণ গোলে ১-১ সমতা ফেরাল বাংলাদেশ
- ১০ জনের দল হয়ে গেল হংকং
- সাদের দুর্দান্ত ক্রস, মিস করলেন ফাহমিদুল
- পরপর দুই সুযোগ নষ্ট বাংলাদেশের
- বলের দখল কিছুটা বেড়েছে বাংলাদেশের
- সাদ উদ্দিন পেলেন সুযোগ, বাঁচালেন হংকং গোলরক্ষক
- প্রথমার্ধ শেষ, হংকং ১ : ০ বাংলাদেশ
- আক্রমণে গতি বেড়েছে হংকংয়ের
- এগিয়ে গেল হংকং
- ফ্রি-কিক থেকে হংকংয়ের সুযোগ
- বলার মতো আক্রমণ নেই কোনো দলেরই
- জয়ের কোনো বিকল্প নেই
- একাদশে শমিত-জায়ান, ফিরেছেন তপুও
- স্বাগতম
জিততে পারল না বাংলাদেশ
ম্যাচ শেষ।
হংকং ১ : ১ বাংলাদেশ
দ্বিতীয়ার্ধে দারুণ খেলেছে বাংলাদেশ। কিন্তু সেই ভালো খেলাটাও জেতার মতো হলো না। একের পর এক সুযোগ নষ্ট করে ১-১ ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো। এশিয়ান কাপে খেলার আশা প্রায় শেষই বলা যায়।
বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হওয়া ভারত–সিঙ্গাপুর ম্যাচে সিঙ্গাপুর জিতে গেলে কিংবা ড্র হলেও বাদ পড়া নিশ্চিত হবে বাংলাদেশের। ভারত জিতলেই শুধু কাগজেকলমে টিকে থাকবে বাংলাদেশের আশা।
পয়েন্ট তালিকা—গ্রুপ ‘সি’
দারুণ খেলছে বাংলাদেশ
দ্বিতীয়ার্ধে দারুণ খেলছে বাংলাদেশ। তৈরি করেছে একাধিক গোলের সুযোগ। হংকং হয়ে গেছে ১০ জনের দল। সেই সুযোগ নিয়ে ম্যাচে সমতাও ফিরিয়েছে বাংলাদেশ। এবার ম্যাচটা জেতার দারুণ এক সুযোগ তৈরি হয়েছে।
দেখা যাক হামজারা সেই সুযোগটা কাজে লাগাতে পারে কি না। ম্যাচের অবশ্য সময় খুব একটা বাকি নেই। যোগ হওয়া সময়ের খেলা চলছে। হংকং সময় নষ্ট করছে। আপাতত এটাই ওদের কৌশল।
হংকং ১ : ১ বাংলাদেশ
দারুণ গোলে ১-১ সমতা ফেরাল বাংলাদেশ
ম্যাচের ৮৩ মিনিট। বাঁ পাশ থেকে ফাহিমের দারুণ ক্রসে হেড করলেন ফাহমিদুল, বল নামালেন হংকংয়ের বক্সে। যেখানে বল পেলেন রাকিব, তাঁর শট ঠেকাতে পারলেন না হংকং গোলকিপার। অবশেষে সমতা ফেরাল বাংলাদেশ।
হংকং ১ : ১ বাংলাদেশ
১০ জনের দল হয়ে গেল হংকং
৭৫ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় হলুদ কার্ড দেখলেন হংকং ডিফেন্ডার অলিভার গারবিগ। মাঠ ছাড়তে হলো তাঁকে। দেখা যাক ১০ জনের বিপক্ষে সুযোগটা নিতে পারে কি না বাংলাদেশ।
হংকং ১ : ০ বাংলাদেশ
সাদের দুর্দান্ত ক্রস, মিস করলেন ফাহমিদুল
৭৩ মিনিটে সাদ উদ্দিনের দুর্দান্ত ক্রস ডান দিকে থেকে। তবে গোলরক্ষককে একা পেয়েও সেই ক্রসে পা লাগাতে পারলেন না ফাহমিদুল। সহজ সুযোগ নষ্ট করল বাংলাদেশ।
সর্বশেষ ১০ মিনিটে ম্যাচের নিয়ন্ত্রন বাংলাদেশের কাছে। শুধু গোলটাই পাচ্ছে না লাল-সবুজের দল।
হংকং ১ : ০ বাংলাদেশ
পরপর দুই সুযোগ নষ্ট বাংলাদেশের
৬৭ ও ৬৯ মিনিটে পরপর দুটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে দুই বারই স্বাগতিকদের বাঁচিয়ে দিয়েছেন তাদের গোলরক্ষক। সমতা ফেরানো হলো না বাংলাদেশের।
বলের দখল কিছুটা বেড়েছে বাংলাদেশের
হারলে এশিয়ান কাপ বাছাইপর্ব থেকে বিদায় নিতে হবে, এটা ভেবেই যেন কিছুটা সক্রিয় হয়েছে বাংলাদেশ। বলের দখল বেড়েছে। ৬৭ মিনিটে একটা সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে শট সরাসরি গেছে হংকং গোলরক্ষকের হাতে।
ওদিকে হংকং অপেক্ষা করছে বাংলাদেশের রক্ষণভাগের ভুলের জন্য। বাড়তি কোনো ঝুঁকি নিচ্ছে না তারা।
হংকং ১ : ০ বাংলাদেশ
সাদ উদ্দিন পেলেন সুযোগ, বাঁচালেন হংকং গোলরক্ষক
ম্যাচের ৪৯ মিনিট। ডান পাশ থেকে দারুণ দৌড়ে হংকং বক্সে ঢুকে ভালো সুযোগ তৈরি করেছিলেন সাদ উদ্দিন। তবে হংকং গোলরক্ষক ঝাঁপিয়ে পড়ে বল নেন নিজের নিয়ন্ত্রনে।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে কিছুটা আক্রমনাত্মক বাংলাদেশকে দেখা যাচ্ছে। না হয়ে উপায়ও নেই অবশ্য।
প্রথমার্ধ শেষ, হংকং ১ : ০ বাংলাদেশ
সময় শেষ, বাজলো বিরতির বাঁশি।
প্রথম ৪৫ মিনিট শেষে হংকং ১-০ গোলে এগিয়ে বাংলাদেশে বিপক্ষে।
আক্রমণে গতি বেড়েছে হংকংয়ের
গোলের পর আক্রমণে গতি বেড়েছে হংকংয়ের। হঠাৎ করেই বাংলাদেশ যেন কিছুটা খেই হারাল।
এগিয়ে গেল হংকং
প্রায় ঝিমিয়ে পড়া ম্যাচে হঠাৎ প্রাণ ফিরল হংকংয়ের গোলে। বাঁ পাশ দিয়ে গড়া হংকংয়ের আক্রমণ ঠেকাতে গিয়ে ফার্নান্দোকে ডি-বক্সের ভেতর ফাউল করে বসেন তারিক কাজী। সঙ্গে সঙ্গেই তারিককে হলুদ কার্ড দেখিয়ে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। স্পট কিক থেকে ম্যাথিউ ওরের গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা।
হংকং ১ : ০ বাংলাদেশ
ফ্রি-কিক থেকে হংকংয়ের সুযোগ
সময় যত গড়াচ্ছে, হংকং চাপ বাড়াচ্ছে বাংলাদেশের রক্ষণভাগে। ২৬ মিনিট বক্সের বাইরে থেকে ফ্রি-কিকে একটা ভালো সুযোগ পেয়েছিল স্বাগতিকেরা। তবে ভুল করেননি বাংলাদেশের ডিফেন্ডাররা। বিপদমুক্ত করেছেন দলকে।
হংকং বল পায়ে রাখছে বেশি। তবে দেখার মতো আক্রমণ গড়তে পারছে না।
বলার মতো আক্রমণ নেই কোনো দলেরই
সতর্ক শুরু করেছে দুই দল। দুই দলই প্রায় একই ধাঁচের ফুটবল খেলছে, তবে এখনো পর্যন্ত আক্রমণে তেমন কোনো বিপজ্জনক সুযোগ তৈরি করতে পারেনি। বল দখলে অবশ্য স্বাগতিক হংকং সামান্য এগিয়ে—৫৪ শতাংশ। বাংলাদেশের ৪৬ শতাংশ।
জয়ের কোনো বিকল্প নেই
‘সি’ গ্রুপের পয়েন্ট তালিকায় আপাতত ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে হংকং। দ্বিতীয় স্থানে থাকা সিঙ্গাপুরের পয়েন্ট ৫। ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ভারত। বাংলাদেশের পয়েন্ট ১।
বাছাই পর্ব পার হওয়ার আশা বাঁচিয়ে রাখতে হংকংয়ের বিপক্ষে আজ জয় ছাড়া কোনো বিকল্প নেই বাংলাদেশের। এরপর বাকি আরও দুটি ম্যাচ জিতলেও তাকিয়ে থাকতে হবে অন্যদের।
একাদশে শমিত-জায়ান, ফিরেছেন তপুও
প্রথম লেগে ঘরের মাঠ জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের কাছে ৪-৩ গোলে হেরেছিল বাংলাদেশ। ওই ম্যাচে জায়ান ও শমিতকে বেঞ্চে রেখে শুরু করেছিল দল।
আজ অবশ্য প্রথম একাদশে শমিত সোম ও তপু বর্মণকে রেখেছেন কোচ। লেফট ব্যাকে রেখেছেন তরুণ জায়ান আহমেদকে, যিনি সর্বশেষ ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে ঝলক দেখিয়েছেন।
বাংলাদেশের একাদশ
মিতুল মারমা (গোলরক্ষক), তারিক কাজী, তপু বর্মণ, শাকিল আহাদ, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, হামজা চৌধুরী, শমিত সোম, সোহেল রানা (সিনিয়র), রাকিব হোসেন ও শেখ মোরছালিন।
স্বাগতম
এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের দ্বিতীয় লেগের ম্যাচে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও হংকং। কাই তাক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।
এ ম্যাচের সরাসরি ধারাবিবরণীতে সবাইকে স্বাগতম।