গোল করতেই চেয়েছিলেন ডিফেন্ডার সাদ
দৃশ্যপটেই ছিলেন না সাদউদ্দিন। কিন্তু শেষ পর্যন্ত তিনিই হয়ে গেলেন ‘সুপার সাব’। বদলি হিসেবে নেমে কাল মালেতে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের প্রাথমিক রাউন্ডে মালদ্বীপের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশের হার এড়িয়েছেন তিনিই।
৮৬ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়েছিল হাভিয়ের কাবরেরার দল। পুরো ম্যাচে একের পর এক গোলের সুযোগ তৈরি করে সেগুলো কাজে লাগাতে না পারার ব্যর্থতাতে এ ম্যাচে হারই দেখছিল বাংলাদেশ। কিন্তু ম্যাচের অন্যতম সেরা পারফরমার রাইট–ব্যাক বিশ্বনাথ ঘোষের জায়গায় কাবরেরা নামালেন সাদকে। সেটি ম্যাচের ৮৯ মিনিটের সময়। তখন কি কেউ ভেবেছিলেন, এই সাদই করবেন বাজিমাত! যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে রাকিব হোসেনের ক্রস থেকে গোল করেন সাদ।
দুই মিনিট খেলেই ‘বীর’ হয়ে দারুণ খুশি সাদ। তবে তিনি খুশি দলের হার এড়ানোতেই, ‘আমাদের যেটা করার দরকার ছিল, সেটিই আমরা করতে পেরেছি। ম্যাচটা ড্র করেছি। গোলটা শেষ মুহূর্তে করতে পারায় আনন্দ হচ্ছে। তবে আমি বেশি খুশি আমার গোলে দেশের লাভ হয়েছে বলে।’
গোল করেই জার্সি খুলে উদ্যাপন করেছেন। যদিও ফুটবলের আইনে এ জন্য হলুদ কার্ড দেখতে হয়েছে তাঁকে। সাদ নিজের অনুভূতি জানিয়েছেন এভাবে, ‘গোল করার আনন্দটা বর্ণনা করতে পারব না। আমরা সবাই মিলে চেষ্টা করছিলাম গোল করার, কিন্তু গোল পাচ্ছিলাম না। গোল করার অনুভূতিটা সত্যিই অন্য রকম।’
ওই মুহূর্তে ঠিক কী ভাবছিলেন সাদ, ‘আমি রাইটব্যাক পজিশনে নেমেছিলাম। কিন্তু রক্ষণ আমার মাথাতেই ছিল না। আমি আক্রমণ নিয়ে ভাবছিলাম। আমার মনে হচ্ছিল, গোল করতে পারলে দলের হার বাঁচাতে পারব। ঠিক সেটিই হয়েছে। খুব ভালো লাগছে।’
২০১৯ সালে বিশ্বকাপ বাছাইপর্বে কলকাতায় ভারতের বিপক্ষে সাদের গোলেই এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। যদিও ম্যাচটা শেষ পর্যন্ত ১–১ গোলে ড্র হয়। ভারতের বিপক্ষে যুব ভারতী ক্রীড়াঙ্গনের ৬৭ হাজার দর্শককে স্তব্ধ করে দেওয়া সেই গোলের পর জাতীয় দলের জার্সিতে সময়টা মোটেও ভালো কাটেনি সাদের। চোটের কারণে দলের বাইরে ছিলেন। ২০২১ সালে মালদ্বীপে সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে তিনি একটি ফাউল করে পেনাল্টি দিয়েছিলেন। ১–০ গোলে এগিয়ে থাকা বাংলাদেশ সে ম্যাচটা জিতলেই ২০০৫ সালের পর প্রথম সাফের ফাইনালে খেলতে পারত। সাদ ফাউল করে পেনাল্টি দিয়েছেন এর পরেও। ২০২১ সালেই শ্রীলঙ্কায় চারজাতি ফুটবলে শ্রীলঙ্কার বিপক্ষে ফাউল করে পেনাল্টি দেন তিনি। ম্যাচটা হেরে বাংলাদেশ প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ে। এ বছরের শুরুতে সিলেটে সেশেলসের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে একইভাবে বক্সের মধ্যে ফাউল করেছিলেন সাদ। সেই পেনাল্টি গোলেই বাংলাদেশকে হারায় সেশেলস।