সবচেয়ে দামি স্কোয়াড ম্যানচেস্টার সিটির, রিয়াল তৃতীয়

ম্যানচেস্টার সিটির স্কোয়াডের দাম সবচেয়ে বেশিইনস্টাগ্রাম

আন্তর্জাতিক বিরতি শেষে মাঠে ফিরেছে ইউরোপের ক্লাব ফুটবল। গতকাল রাতেই মুখোমুখি হয়েছিল বিশ্বের সবচেয়ে দামি দুই স্কোয়াড। নিশ্চয়ই এটা ভাবছেন না কোন দুটি দল। গতকাল রাতে ইউরোপের ময়দানে তাকালে এবং দলগুলোর স্কোয়াড নিয়ে মোটামুটি জানাশোনা থাকলে এমনিতেই বুঝে ফেলার কথা।

লা লিগা থেকে রিয়াল মাদ্রিদ মাঠে নেমেছিল, ফ্রেঞ্চ লিগ আঁ ও জার্মানির বুন্দেসলিগা থেকেও দু–একটি বড় দল মাঠে নেমেছিল। কিন্তু স্কোয়াডমূল্যে, ধারে–ভারে প্রতিদ্বন্দ্বী হতে পারে—এমন দুই দল মুখোমুখি হয়েছিল শুধু ইংলিশ প্রিমিয়ার লিগে। ঠিক ধরেছেন, ইতিহাদে গোলশূন্য ড্র হওয়া ম্যানচেস্টার সিটি–আর্সেনাল ম্যাচটি। ট্রান্সফারমার্কেট জানিয়েছে, এ দুটি দলের স্কোয়াডই বিশ্বের সবচেয়ে দামি। মৌসুমের মাঝে খেলোয়াড়দের বাজারমূল্য ধরে এ তালিকা তৈরি করেছে ট্রান্সফারমার্কেট।

আরও পড়ুন

৫০০–এর বেশি খেলোয়াড়ের বর্তমান বাজারমূল্য যাচাই করে এই তালিকা প্রস্তুত করেছে ট্রান্সফারমার্কেট। আসুন জেনে নিই সবচেয়ে দামি পাঁচটি স্কোয়াড—

ম্যানচেস্টার সিটি: ১২৭ কোটি ইউরো

প্রিমিয়ার লিগে মৌসুমের মাঝে খেলোয়াড়দের বাজারমূল্য যাচাই করে ট্রান্সফারমার্কেট জানিয়েছে, সিটির স্কোয়াডের দাম বেড়েছে ০.৬ শতাংশ। এর মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে দামি ফুটবল স্কোয়াডের জায়গাটাও ধরে রাখল সিটি। ইতিহাদের ক্লাবটির তিন খেলোয়াড়ের বর্তমান বাজারমূল্য ১০ কোটি ইউরোর বেশি করে—আর্লিং হলান্ড, ফিল ফোডেন ও রদ্রি। এ মৌসুমে দুর্দান্ত খেলা ফোডেনের দাম যেমন ২ কোটি ইউরো বেড়ে ১৩ কোটি ইউরো দাঁড়িয়েছে। অবশ্য জ্যাক গ্রিলিশ, ইয়োস্কো গাভারদিওল ও ম্যাথিয়াস নুনেসের দাম কমেছে।

আর্সেনাল: ১১২ কোটি ইউরো

১১১ কোটি ইউরো থেকে ০.৮ শতাংশ বেড়ে আর্সেনালের স্কোয়াডের বর্তমান বাজারমূল্য ১১২ কোটি ইউরো। শীতকালীন বিরতির পর থেকেই দারুণ খেলছে মিকেল আরতেতার দল। লিগ শিরোপার লড়াইয়ে এখনো ভালোভাবেই টিকে আছে আর্সেনাল। ২৯ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে ২ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় আর্সেনাল। বুকায়ো সাকা, উইলিয়াম সালিবা ও গ্যাব্রিয়েলের দাম বেড়েছে। দাম কমেছে টমাস পার্টি, এডি এনকেতিয়াহ ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লির।

রিয়াল মাদ্রিদ: ১০৪ কোটি ইউরো

স্প্যানিশ ফুটবলে রিয়াল মাদ্রিদের স্কোয়াডই সবচেয়ে বেশি। যদিও লা লিগার খেলোয়াড়দের হালনাগাদ বাজারদর অনুযায়ী, রিয়ালের স্কোয়াডের বতর্মান বাজারদর ০.১ শতাংশ কমেছে। তবে লা লিগায় শিরোপা জয়ের পথেই আছে রিয়াল। ৩০ ম্যাচে ৬৭ পয়েন্ট দলটির, দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনা পিছিয়ে ৮ পয়েন্ট ব্যবধানে। ব্রাহিম দিয়াজ ও আন্দ্রে লুনিনের বাজারদর বেড়েছে। কমেছে লুকা মদরিচ, ডেভিড আলাবা, টনি ক্রুসসহ সাত খেলোয়াড়ের দাম।

আরও পড়ুন

পিএসজি: ১০২ কোটি ইউরো

পিএসজির বর্তমান স্কোয়াডের বাজারদর ১.১ শতাংশ কমেছে। তবে স্কোয়াডের দাম বিচার করলে লিগ আঁ–এর অন্যান্য ক্লাব পিএসজির ধারে–কাছেও নেই। এই তালিকায় দ্বিতীয় মোনাকোর বর্তমান স্কোয়াডের বাজারদর ৬৫ কোটি ইউরোর কিছু বেশি। পিএসজি স্ট্রাইকার রান্দাল কোলো–মুয়ানির বাজার দর এক কোটি ইউরো কমেছে। তবে মৌসুম শেষে কিলিয়ান এমবাপ্পে পিএসজি ছাড়লে স্কোয়াডের দাম আরও কমবে।

এমবাপ্পে পিএসজি ছাড়লে সিটির স্কোয়াডের বাজার দর কমবে
এএফপি

বায়ার্ন মিউনিখ: ৯২ কোটি ৯০ লাখ ইউরো

সবচেয়ে দামি স্কোয়াডের এই তালিকায় শীর্ষ ১০টি ক্লাবের মধ্যে বায়ার্ন মিউনিখের স্কোয়াডের বাজারদরই সবচেয়ে কমেছে। ৪.৮ শতাংশ কমেছে তাদের স্কোয়াডের দাম—তাতে স্কোয়াডের মূল্যটা কমে দাঁড়িয়েছে প্রায় ৯৩ কোটি ইউরো। চলতি মৌসুমে লিগে বায়ার্নের পারফরম্যান্সের ছাপ পড়েছে খেলোয়াড়দের বাজারমূল্যে। ২৭ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় বায়ার্ন। ১৩ পয়েন্ট ব্যবধানে এগিয়ে শীর্ষস্থান ধরে রেখে লিগ জয়ের সুবাস পাচ্ছে বায়ার লেভারকুসেন। সামনে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে আর্সেনালের বিপক্ষে কঠিন ম্যাচও আছে তাদের। বায়ার্নের স্কোয়াডে ম্যাথিয়াস তেল, লিওন গোর্তেকা ও আলফনসো ডেভিসের দাম কমেছে। ভালো পারফরম্যান্স করায় দাম বেড়েছে আলেক্সান্দার পাভলোভিচের।

আরও পড়ুন