হলান্ড–ভিনিদের টপকে সবচেয়ে দামি এখন বেলিংহাম

রিয়াল তারকা জুড বেলিংহামইনস্টাগ্রাম

লিওনেল মেসি–ক্রিস্টিয়ানো রোনালদোরা ইউরোপের পাট চুকিয়েছেন। ইউরোপিয়ান ফুটবলে এসেছে নতুন প্রতিদ্বন্দ্বিতা ও দ্বৈরথ। কিলিয়ান এমবাপ্পে তো আগে থেকেই আছেন। এরপর আর্লিং হলান্ড, ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো এবং জুড বেলিংহামরাও এগিয়ে এসে জমিয়ে তুলেছেন ইউরোপিয়ান ফুটবলের রোমাঞ্চ। সামনের দিনের লড়াইটা যে এই তরুণ তুর্কিদের মধ্যেই হতে যাচ্ছে, সেটিও স্পষ্ট হতে শুরু করেছে।

সম্প্রতি সুইজারল্যান্ডের ফুটবল পরিসংখ্যানভিত্তিক স্বাধীন গবেষণাপ্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্পোর্টস স্টাডিজের (সিআইইএস) প্রকাশিত খেলোয়াড়দের মূল্যতালিকাতেও দেখা যাচ্ছে তারই প্রতিফলন। সিআইইএস ছয় মাস পরপর প্রতিবেদন তৈরি করে বিশ্বের দামি খেলোয়াড়দের নিয়ে। হালনাগাদ তথ্য বলছে, এই মুহূর্তে সবচেয়ে দামি খেলোয়াড় বেলিংহাম। এর আগে গত জুনে প্রকাশিত তালিকায় শীর্ষে ছিলেন ম্যানচেস্টার সিটির নরওয়েজীয় তারকা আর্লিং হলান্ড। তাঁকে টপকে এবার সবার ওপরে উঠেছেন রিয়ালে খেলা ইংলিশ মিডফিল্ডার। তিনি জুনে প্রকাশিত তালিকায় ছিলেন ৪ নম্বরে।

আরও পড়ুন

গত জুনে তালিকাটি যখন প্রকাশ করা হয়েছিল, তখন বেলিংহাম বরুসিয়া ডর্টমুন্ডের খেলোয়াড়। এরপর গ্রীষ্মকালীন দলবদলে এই ইংলিশ মিডফিল্ডার যোগ দেন রিয়াল মাদ্রিদে। রিয়ালে এসে নিজেকে আরও দারুণভাবে মেলে ধরেন বেলিংহাম। প্রথম চার ম্যাচে ৫ গোল করে বেলিংহাম স্পর্শ করেন রোনালদোর মাইলফলক।

ভিনিসিয়ুস ও হলান্ড
রয়টার্স

এর মধ্য দিয়ে এই শতকে রিয়ালের হয়ে প্রথম চার ম্যাচেই গোল করা দ্বিতীয় খেলোয়াড়ও হন এই মিডফিল্ডার। এখন পর্যন্ত রিয়ালের হয়ে ২২ ম্যাচে ১৭ গোল তাঁর। এমন পারফরম্যান্সের ছাপ পড়েছে মূল্যতালিকাতেও। সিআইইএসের হিসাবে, বেলিংহামের দাম এখন ২৬৮ মিলিয়ন ইউরো বা ২৬ কোটি ৮০ লাখ ইউরো।

আরও পড়ুন

জুনে শীর্ষে থাকা হলান্ড এখন দুইয়ে নেমে গেছেন। গত মৌসুমে সিটির ট্রেবল জয়ের অন্যতম নায়ক হলান্ড এবারও ছন্দে আছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে এ মৌসুমে ২২ ম্যাচে করেছেন ১৯ গোল। গত কয়েক ম্যাচে চোটের কারণে অবশ্য খেলতে পারেননি তিনি। সিআইইএসের হিসাবে, হলান্ডের দাম এখন ২৫ কোটি ১০ লাখ ইউরো।

এই মুহূর্তে সবচেয়ে দামি ৫ ফুটবলার

চোটে আছেন তালিকার তিনে থাকা ভিনিসিয়ুস জুনিয়রও। রিয়ালের এই উইঙ্গার সব প্রতিযোগিতা মিলিয়ে এ মৌসুমে খেলেছেন মাত্র ১৪ ম্যাচ। যেখানে ৬ গোলের সঙ্গে ৪ গোলে সহায়তাও করেছেন এই ব্রাজিলিয়ান। জুনের তালিকায় ভিনি অবশ্য ২ নম্বরে ছিলেন। এবার তিনে নেমে যাওয়া রিয়াল তারকার দাম ২৫ কোটি ইউরো।

তালিকার সেরা পাঁচে থাকা তৃতীয় রিয়াল খেলোয়াড় হলেন রদ্রিগো। ভিনি ছিটকে যাওয়ার পর রিয়ালে তাঁর অভাব বুঝতে দেননি রদ্রিগোই। এ মৌসুমে ২৫ ম্যাচে ১০ গোল ও ৬ সহায়তা করা রদ্রিগোর দাম এখন ২৪ কোটি ৮০ লাখ, যা তাঁকে তালিকার ৪ নম্বরে জায়গা করে দিয়েছে। আর এই তালিকায় পঞ্চম নামটি বুকায়ো সাকার। আর্সেনালের এই উইঙ্গারের বর্তমান মূল্য ২২ কোটি ৩০ লাখ ইউরো। তবে গতবার ১০ নম্বরে থাকা পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে এবার বেশ পিছিয়েছেন। ১০ কোটি ৬০ লাখ ইউরো নিয়ে এমবাপ্পের অবস্থান এখন ২৬ নম্বরে।