মেসি ইনস্টাগ্রামে কোন ৭ ক্লাবকে অনুসরণ করেন

লিওনেল মেসিরও অনেক কিছু সম্পর্কে জানার আগ্রহ আছে। এর মধ্যে ব্যক্তি যেমন আছেন, আছে প্রতিষ্ঠান, ব্র্যান্ডও। মেসির অনুসরণের তালিকাটা ছোট—মাত্র ৩৪৭। এর মধ্যে ফুটবল ক্লাব আছে মাত্র সাতটি।

লিওনেল মেসিছবি: এএফপি

লিওনেল মেসি কোথায় যাচ্ছেন, কী করছেন, জানতে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে অনুসরণ করেন অনেকেই। যেমন এ মুহূর্তে ইনস্টাগ্রামে মেসিকে অনুসরণ করছেন ৫০ কোটির বেশি ব্যবহারকারী।

তবে ব্যক্তি হিসেবে মেসিরও অনেক কিছু সম্পর্কে জানার আগ্রহ আছে। এর মধ্যে ব্যক্তি যেমন আছেন, আছে প্রতিষ্ঠান, ব্র্যান্ডও। মেসির অনুসরণের তালিকাটা ছোট—মাত্র ৩৪৭। এর মধ্যে ফুটবল ক্লাব আছে মাত্র সাতটি।

বিস্ময়কর ব্যাপার হচ্ছে, এই সাত ক্লাবের মধ্যে পিএসজি নেই। চলতি মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নস লিগ জেতা ক্লাবটি মেসিরই সাবেক ঠিকানা। ২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার আগে দুই বছর ছিলেন পিএসজিতে।

নিজের সাবেক ক্লাব পিএসজিকে অনুসরণ করেন না মেসি
ছবি: স্ক্রিনশট থেকে নেওয়া

প্যারিস ছাড়ার পর বিভিন্ন সময় পিএসজি নিয়ে নিজের অস্বস্তির কথা বলেছিলেন মেসি। সেদিক থেকে মেসির ইনস্টাগ্রামে পিএসজিকে অনুসরণ না করার ঘটনাকে কেউ কেউ স্বাভাবিকভাবেও নিতে পারেন।

তবে যে কৌতূহলটা বড় হয়ে ওঠে—সাবেক ক্লাব পিএসজি যে তালিকায় নেই, সেখানে কোন কোন ক্লাবকে অনুসরণ করেন তিনি?

আরও পড়ুন

মেসি যেসব ফুটবল ক্লাবকে ইনস্টাগ্রামে অনুসরণ করেন, এর মধ্যে দুটি ক্লাবের নাম যে কেউই সহজে বলে দিতে পারবেন। একটি তাঁর বর্তমান ক্লাব ইন্টার মায়ামি, আরেকটি তাঁর সাবেক ক্লাব বার্সেলোনা। মায়ামিতে তিনি খেলছেন, ক্লাবটির সঙ্গে তিনি চুক্তিবদ্ধ। আর বার্সেলোনা তো মেসিরই পরিচয়। বেড়ে ওঠা, তারকা হয়ে ওঠা, জীবনের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে যাওয়া ক্লাব।

নিওয়েলস ওল্ড বয়েজ সম্প্রতি মেসির নামে তাদের স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নামকরণ করেছে
ছবি: এক্স

এর বাইরে মেসি অনুসরণ করেন তাঁর শৈশবের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজকে। ক্যারিয়ারের কোনো এক পর্যায়ে আর্জেন্টিনায় নিওয়েলস ওল্ড বয়েজে ফিরে যেতে চান বলে মেসি নিজেই একাধিকবার বলেছেন।

সম্প্রতি ক্লাবটির স্টেডিয়ামে একটি স্ট্যান্ডের নামকরণ মেসির নামে করা হয়েছে। নিওয়েলস, বার্সা আর মায়ামি—তিনটির সঙ্গেই মেসি সরাসরি জড়িত ছিলেন বা আছেন।

আরও পড়ুন

আরেকটি ক্লাব আছে, যেখানে মেসি জড়িত। দলটির নাম দেপোর্তিভো এলএসএম। উরুগুয়ের এই ক্লাবটি প্রতিষ্ঠিতই হয়েছে ২০২৫ সালে। উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজের পাশাপাশি এই ক্লাবের মালিকানায় আছেন মেসিও। নিজের ক্লাবকে তো অনুসরণ করারই কথা।

উরুগুয়ের একটি ক্লাবের মালিকানায় আছেন মেসি ও সুয়ারেজ
ছবি: এএফপি

তবে মোটেও জড়িত নন বা কখনো জড়িত ছিলেনও না, এমন ক্লাবও কিন্তু মেসি অনুসরণ করেন। একটি হচ্ছে লা বাজাদা এফসি। অনেকের কাছে অপরিচিত মনে হওয়ার কথা। আর্জেন্টিনার ক্লাবটির অবস্থান মেসির বাড়ির পাশে, দক্ষিণ রোজারিওতে। মেসি এই ক্লাবে খেলেননি, তবে এলাকার ক্লাব বলে তাঁর মনোযোগ আছে লা বাজাদার ইনস্টাগ্রাম হ্যান্ডলের দিকে।

বাকি যে দুটি ক্লাব, দুটিই ইংলিশ প্রিমিয়ার লিগের। একটি ম্যানচেস্টার সিটি। প্রায় এক দশক ধরে এই ক্লাবের দায়িত্বে মেসির সাবেক কোচ পেপ গার্দিওলা। হতে পারে গার্দিওলার কারণেই মেসি সিটিকে অনুসরণ করেন। আরেকটি ক্লাব কেন অনুসরণ করেন, সেটি মেসিই ভালো জানেন। ক্লাবটির নাম চেলসি।

গার্দিওলা ও মেসি যখন বার্সেলোনায় ছিলেন
ছবি: এএফপি

বর্ণাঢ্য ক্লাব ক্যারিয়ারে ১০ বার চেলসির মুখোমুখি হয়েছিলেন মেসি। ১০টিই চ্যাম্পিয়নস লিগে, গোল করেছেন ৩টি। ওই ৩ গোলই ছিল ২০১৮ সালে শেষ ষোলোর প্রথম ও দ্বিতীয় লেগ মিলিয়ে।