সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৬৫০ মিটার উঁচুতে অক্সিজেনের জন্য হাপিত্যেশ আর্জেন্টিনার খেলোয়াড়দের

বলিভিয়ার লাপাজে অনুশীলনে এমিলিয়ানো মার্তিনেজছবি: ইনস্টাগ্রাম

লাপাজ—বলিভিয়ার অন্যতম এই রাজধানী শহর আন্তর্জাতিক ফুটবলে অনেক পরাশক্তি দলের কাছেই আতঙ্কের এক নাম। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৬৫০ মিটার ওপরে অবস্থিত এ শহরে বাইরের দেশ থেকে হঠাৎ যাওয়া মানুষদের জন্য স্বাভাবিকভাবে চলাফেরা করাই কঠিন ব্যাপার। এর ওপরে ৯০ মিনিট ফুটবল খেলা কেমন হবে, তা শুধু অনুমানই করা যায়!

সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে বলে লা পাজে অক্সিজেনের সমস্যা আছে। তাই অল্প পরিশ্রম করলেই সেখানে মানুষ ক্লান্ত হয়ে যায়। এ কারণেই বলিভিয়ায় খেলতে যাওয়া দলগুলোর খেলোয়াড়দের বেশ সমস্যাই পোহাতে হয়।

আরও পড়ুন
পাহাড়ে ঘেরা একটি মাঠে আর্জেন্টিনা দলের অনুশীলন
ছবি: ইনস্টাগ্রাম

বলিভিয়ার বিপক্ষে বাংলাদেশ সময় আজ রাত দুইটায় বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে আর্জেন্টিনা। লিওনেল মেসি-এমিলিয়ানো মার্তিনেজদের ম্যাচটি হবে লাপাজে। বুঝতেই পারছেন, মেসি-মার্তিনেজরা কতটা বিপদের মধ্যে আছেন!

তা লাপাজে কেমন অবস্থায় আছেন আর্জেন্টিনার খেলোয়াড়েরা? আর্জেন্টিনার এই দলের অনেকেই লাপাজে এই প্রথম খেলবেন। তাঁদের জন্য কাজটা আরও কঠিন। লা পাজে প্রথম খেলতে যাওয়া আর্জেন্টাইন খেলোয়াড়দের মধ্যে আছেন কাতার বিশ্বকাপের সেরা গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজও।

আরও পড়ুন
লাপাজে আর্জেন্টিনা দলের অনুশীলন
ছবি: ইনস্টাগ্রাম

লাপাজে অনুশীলন করতে গিয়েই মার্তিনেজ বুঝে ফেলেছেন, এখানে আর্জেন্টিনার চ্যালেঞ্জটা কত বড়। অনুশীলন করতে গিয়েই অক্সিজেনের অভাব বড্ড টের পেয়েছেন আর্জেন্টিনার গোলকিপার। নিজের সেই অভিজ্ঞতা অন্যদের সঙ্গে তিনি ভাগাভাগি করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

পাহাড়ে ঘেরা একটি মাঠে অনুশীলনের ছবি দিয়ে মার্তিনেজ ইনস্টাগ্রামের এক পোস্টে লিখেছেন, ‘পুরো অনুশীলন সেশনজুড়ে বাতাস (অক্সিজেন) খুঁজেছি।’ আর্জেন্টিনা দল লাপাজে অবশ্য অক্সিজেন টিউব নিয়ে গেছে। বাসে কুতি রোমেরোকে সেই অক্সিজেন টিউব ব্যবহার করতে দেখা যাওয়ার খবর দিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্ত।

আরও পড়ুন