কেন নিজ খরচেই ফ্রান্স দলের খেলোয়াড়দের স্ত্রী–সঙ্গীদের খেলা দেখতে হবে

অনুশীলনে ফ্রান্স দলছবি: এএফপি

বিশ্বকাপে ফ্রান্স দলের খেলোয়াড়দের পরিবারের সদস্যদের ভ্রমণের খরচ এবার তাঁদের নিজেদেরই বহন করতে হবে। ২০১৮ সালের বিশ্বকাপের পর ফ্রান্স ফুটবল ফেডারেশনের নীতির পরিবর্তনের কারণেই মূলত নিজ খরচে বিশ্বকাপ উপভোগ করতে হবে তাঁদের।

রাশিয়ায় চার বছর আগে বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছিল ফ্রান্স। সেবার ডেনমার্কের বিপক্ষে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচ থেকে প্রতিটি ম্যাচ ভেন্যুতে খেলোয়াড়দের পরিবারের ভ্রমণের খরচ বহন করেছিল ফ্রান্স ফুটবল ফেডারেশন।

ম্যাচের দিন ব্যক্তিগত বিমানে ফ্রান্স দলের খেলোয়াড়দের পরিবার এবং সঙ্গীরা প্যারিস থেকে রাশিয়ায় উড়াল দিতেন। পাশাপাশি ফ্রান্স দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করার পর দলের সদস্যদের তাঁদের সঙ্গীদের সঙ্গে সময় কাটানোর অনুমতিও ছিল। পরে বিশ্বকাপ জেতার পর ইস্ত্রায় খেলোয়াড়দের সঙ্গে উদ্‌যাপনে সঙ্গী হয়েছিলেন পরিবারের সদস্যরাও।

তবে ফ্রান্সের খেলায় পরিবার ও সঙ্গীদের যাতায়াত খরচ দেওয়ার নীতি থেকে সরে আসে দেশটির ফেডারেশন। এই নীতি পরিবর্তন করা হয় ২০২১ সালে। নীতি পরিবর্তনের কারণ হিসেবে ফ্রান্স ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়, কোভিড-১৯ মহামারির কারণে তারা আর এমন ভ্রমণ আয়োজন করতে পারবে না।

শিরোপা ধরে রাখার মিশনে ফ্রান্স
ছবি: এএফপি

এ ছাড়া চলতি বছর ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, তাদের খরচ কমানো জরুরি ছিল। সব মিলিয়ে পরিবার ও সঙ্গীদের খেলা দেখাতে সেই ব্যবস্থা এখন খেলোয়াড়দের নিজেদেরই করতে হবে।

তবে ফ্রান্স যদি পরের রাউন্ডে উত্তীর্ণ হতে পারে, তবে দিদিয়ের দেশম খেলোয়াড়দের তাঁদের সঙ্গীদের সঙ্গে দেখা করার অনুমতি দিয়ে রেখেছেন। পাশাপাশি কাতারের রাজধানী দোহায় দুজন লোকও আছেন, যাঁরা ভিসাসংক্রান্ত কাজ এবং এক ভেন্যু থেকে অন্য ভেন্যুতে খেলা দেখতে যাওয়ার ব্যাপারে খেলোয়াড়দের পরিবারকে সাহায্য করবেন।

তবে মধ্যপ্রাচ্যের দেশটিতে যাওয়ার বিমান খরচ তাঁদের নিজেদেরই বহন করতে হবে। দলের সদস্যরা অবশ্য ফেডারেশনের সঙ্গে তাঁদের কাছের মানুষদের কাতার আসার ব্যাপারে সহায়তা করার জন্যও রাজি করানোর চেষ্টা করছেন।