দুই ব্রাজিলিয়ানের গোলে রিয়ালের জয়

সতীর্থদের সঙ্গে গোল উদ্‌যাপন ভিনিসিয়ুস জুনিয়রেরছবি: এএফপি

লা লিগায় সর্বশেষ ৬ ম্যাচে অপরাজিত থেকে আজ রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে নেমেছিল রিয়াল বেতিস। নতুন মৌসুমে প্রথম তিন ম্যাচেই জয় তাদের। ২০১১-১২ মৌসুমের পর লিগের প্রথম চার ম্যাচে জয়ের স্বপ্ন নিয়ে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে গিয়েছিল বেতিস। কিন্তু তাদের সেই স্বপ্ন পূরণ হয়নি। দুই ব্রাজিলিয়ান ভিনিসিয়ুস জুনিয়র আর রদ্রিগোর গোলে রিয়াল মাদ্রিদ জিতেছে ২-১ ব্যবধানে। কার্লো আনচেলত্তির দল জিতল টানা চার ম্যাচ।

রিয়ালকে এগিয়ে দিতে খুব বেশি সময় নেননি ভিনিসিয়ুস। রক্ষণ থেকে বল নিয়ে অনেকটা উঠে এসে ভিনিসিয়ুসকে লম্বা পাস দেন আলাবা। বেতিসের রক্ষণের অফসাইডের ফাঁদ এড়িয়ে বল নিয়ন্ত্রণে নিয়ে দ্রুতই বক্সে ঢুকে পড়েন ভিনিসিয়ুস। এরপর ঠান্ডা মাথার চিপে বেতিসের গোলকিপার সিলভার মাথার ওপর দিয়ে তিনি বল পাঠান জালে। ম্যাচের বয়স তখন ৯ মিনিট।

বেতিসের বিপক্ষে রিয়ালের জয়সূচক গোলটি করেছেন রদ্রিগো
ছবি: এএফপি

বেতিস অবশ্য সমতায় ফেরে দ্রুতই। গত মৌসুমে রিয়ালকে চ্যাম্পিয়নস লিগ জেতাতে গোলপোস্টের নিচে অসাধারণ পারফর্ম করা থিবো কোর্তোয়ার ভুলের কারণেই গোল খেয়েছে রিয়াল। ১৭ মিনিটে ইগলেসিয়াসের ফ্লিক থেকে বল পেয়ে যান রিয়ালেরই সাবেক প্লেমেকার কানালেস। তাঁর নিচু শট কোর্তোয়াকে ফাঁকি দিয়ে জড়ায় জালে।

২ মিনিট পরই রিয়ালকে এগিয়ে দেওয়ার দারুণ সুযোগ পান ভিনিসিয়ুস। কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেননি তিনি। রদ্রিগোর পাস থেকে বক্সের মধ্যে বল পান ভিনি। কিন্তু তাঁর নেওয়া শট চলে যায় বারের ওপর দিয়ে। ২১ মিনিটে অঁরেলিয়া চুয়ামেনির হেড দারুণ দক্ষতায় বাঁচিয়েছেন সিলভা।

প্রথমার্ধে গোলের তেমন আর কোনো সুযোগ তৈরি করতে পারেনি রিয়াল বা বেতিস। দ্বিতীয়ার্ধের শুরুর ৫ মিনিটে রিয়ালকে চাপে রাখেন কানালেস-মরেনোরা। কিন্তু এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিয়ে নেয় রিয়াল। একের পর এক আক্রমণে বেতিসের রক্ষণকে ব্যস্ত রাখেন ভিনিসিয়ুস, রদ্রিগো, মদরিচরা। এরই ফল হিসেবে ৬৫ মিনিটে গোল পেয়ে যান রদ্রিগো।

বেতিসের বিপক্ষে অসাধারণ খেলেছেন ভিনিসিয়ুস
ছবি: এএফপি

রদ্রিগোর উদ্দেশে দেওয়া দানি কারভাহালের পাস মাঝপথে নিজের নিয়ন্ত্রণে নেন ফেদে ভালভার্দে। প্রথম স্পর্শেই বল দিয়ে দেন আরও এগিয়ে যাওয়া রদ্রিগোকে। সহজেই তিনি সিলভাকে ফাঁকি দিয়ে এগিয়ে দেন রিয়ালকে। ৭৯ মিনিটে নিজের দ্বিতীয় গোলও পেয়ে যেতে পারতেন রদ্রিগো। মদরিচের ভাসিয়ে দেওয়া পাস দ্বিতীয় পোস্টে পেয়ে যান রদ্রিগো। সেখান থেকে তাঁর ভলি সিলভার মাথার ওপর দিয়ে গেলেও ফিরে আসে পোস্টে লেগে।

ম্যাচের বেশির ভাগ সময়েই ম্লান হয়ে থাকা করিম বেনজেমার পাস থেকে ৮৮ মিনিটে গোলের সুযোগ পান ভিনিসিয়ুস। কিন্তু তাঁর নেওয়া শট বেতিসের এক ডিফেন্ডারের গায়ে লেগে চলে যায় মাঠের বাইরে। এরপর আর গোলের সুযোগ তৈরি করতে পারেনি রিয়াল।

এ মৌসুমের লা লিগায় এই প্রথম ঘরের মাঠে খেলতে নেমেছে রিয়াল। সমর্থকদের জয়ের আনন্দে ভাসিয়ে লিগের প্রথম চার ম্যাচ থেকে পুরো ১২ পয়েন্ট পেয়েছে সান্তিয়াগো বার্নাব্যুর দলটি।