ক্লপ কি দিবালাদের কোচ হচ্ছেন, কী বললেন তাঁর এজেন্ট

লিভারপুলের সাবেক কোচ ইয়ুর্গেন ক্লপএএফপি

২০২৩–২৪ মৌসুম শেষে লিভারপুল ছাড়েন ইয়ুর্গেন ক্লপ। সে সময় ক্লান্তির কারণে দায়িত্ব ছাড়ার কথা জানান লিভারপুলের পুনরুত্থানের এই নায়ক। লিভারপুল ছাড়ার পর কিছুদিন বিশ্রামেই ছিলেন ক্লপ। ২০২৪ সালের অক্টোবরে জানা যায়, আবার ফুটবলে ফিরতে যাচ্ছেন ক্লপ। তবে কোচ নয়, ক্লপ ফিরছেন রেড বুলের ‘হেড অব গ্লোবাল সকার’ হয়ে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এই দায়িত্ব পালন করছেন তিনি।

এর মধ্যে কদিন আগে আবারও ক্লপের ডাগআউটে ফেরার গুঞ্জন শোনা যায়। ক্লপের সম্ভাব্য গন্তব্য হিসেবে শোনা যায় রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলের কথা। ব্রাজিল অবশ্য কার্লো আনচেলত্তিকে এরই মধ্যে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে এবং রিয়ালের সম্ভাব্য কোচ হিসেবে জাবি আলোনসোর যোগ দেওয়াও অনেকটা নিশ্চিত।

ফলে ক্লপের ডাগআউটে ফেরার গুঞ্জনটা গুঞ্জনই থেকে গেছে। সে সময় ক্লপের এজেন্ট মার্ক কোসিকে জোর দিয়ে জানান, এই মুহর্তে তাঁর ক্লায়েন্টের রিয়াল মাদ্রিদ বা ব্রাজিলের কোচ হয়ে ফেরার কোনো সম্ভাবনা নেই।

আরও পড়ুন

এরপরও অবশ্য থামছে না ক্লপের কোচিংয়ে ফেরার গুঞ্জন। সম্প্রতি ইতালিয়ান সংবাদমাধ্যম লা স্টাম্পা জানায়, ক্লপ নিজের মন পরিবর্তন করেছেন এবং এএস রোমার কোচ হতে যাচ্ছেন।

রেড বুলের গ্লোবাল সকারের প্রধান ইয়ুর্গেন ক্লপ
এএফপি

এমনকি পাওলো দিবালাদের দায়িত্ব নেওয়ার বিষয়ে রোমার সভাপতি দান ফ্রেইদকিনের সঙ্গে নাকি তাঁর কথাও হয়েছে। রোমার সভাপতিকে নাকি ক্লপ জানিয়েছেন, তিনি ক্লদিও রানেয়েরির জায়গা নিতে প্রস্তুত।

এই খবর সামনে আসার পর আবারও নতুন করে আলোড়ন তৈরি হয়। উত্তাপ ছড়িয়ে পড়তেও সময় লাগেনি। তবে উন্মাদনা থামিয়ে সব উত্তাপে পানি ঢেলে দিলেন ক্লপের এজেন্ট কোসিকে।

আরও পড়ুন

কাতারভিত্তিক সংবাদমাধ্যম উইনউইন স্পোর্টসকে ক্লপের এজেন্ট জানিয়েছেন: ‘ক্লপ এএস রোমার নতুন ম্যানেজার হচ্ছেন—এমন খবর সত্য নয়।’ এই খবরের পর ক্লপকে কোচিংয়ে ফিরতে দেখার অপেক্ষাটা আরেকটু দীর্ঘায়িত হলো।