স্টামফোর্ড ব্রিজে ফিরেই কস্তা বললেন, ঝামেলা ছিল কন্তের সঙ্গে

দিয়েগো কস্তাছবি: টুইটার

২০১৪ থেকে ২০১৭ মৌসুম পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসিতেই কাটিয়েছিলেন দিয়েগো কস্তা। পাঁচ বছর স্পেন ও ব্রাজিলের ফুটবলে কাটিয়ে আবারও ইংল্যান্ডে ফিরেছেন ব্রাজিলে জন্ম নেওয়া স্প্যানিশ ফুটবলার। ইংল্যান্ডে ফেরার পর গতকালই প্রথম স্টামফোর্ড ব্রিজে পা রেখেছেন কস্তা। তবে সেটা চেলসির প্রতিপক্ষ হয়ে।

গতকাল কস্তা স্টামফোর্ড ব্রিজে খেলতে গেছেন উলভারহ্যাম্পটনের হয়ে। কিন্তু চেলসির সমর্থকেরা কস্তাকে যে মনে রেখেছেন, এর প্রমাণ মিলেছে আসন থেকে উঠে দাঁড়িয়ে তাঁকে সম্মান জানিয়ে।

এমন সম্মান পেয়ে আপ্লুত কস্তা বলেছেন, চেলসির সমর্থকদের ওপর তাঁর কোনো রাগ বা ক্ষোভ নেই। তিনি আসলে ক্লাব ছেড়েছিলেন সেই সময়ের কোচ আন্তোনিও কন্তের ওপর রাগ করে।

অভিবাদনের জবাব দিচ্ছেন কস্তা
ছবি: এএফপি

ম্যাচের দ্বিতীয়ার্ধে যখন উঠে যাচ্ছিলেন, চেলসির সমর্থকেরা উঠে দাঁড়িয়ে তাঁকে সম্মান দেখান। এমনকি ৩৪ বছর বয়সী এই তারকার নাম ধরে তাঁরা গানও করেছেন। ম্যাচ শেষে দর্শকদের অভ্যর্থনায় আপ্লুত হওয়ার কথা জানান কস্তা।

এই স্ট্রাইকার বলেছেন, ‘সমর্থকদের সঙ্গে আমার কখনোই বিরোধ ছিল না। আমার সমস্যা ছিল কোচকে নিয়ে। কোচের সঙ্গেই আমার মতবিরোধ তৈরি হয়েছিল। আমি দ্বিতীবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিলাম আর সে আমাকে গোনাতেই ধরেনি।’

চেলসিতে তিন মৌসুমে ১২০ ম্যাচে ৫৯ গোল করেছিলেন কস্তা। তবে কোচের সঙ্গে ঝামেলায় জড়ানোর পর ক্লাবে থাকা তাঁর জন্য কঠিন হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত না পেরে ফিরে যান পুরোনো ক্লাব আতলেতিকো মাদ্রিদে। তবে চেলসি ছাড়লেও সমর্থকেরা এখনো মনে রেখেছেন কস্তাকে।

আন্তোনিও কন্তে
ফাইল ছবি

এ কারণেই হয়তো এত দিন পর যেন চেলসির সমর্থকদের কাছে মনের কথা খুলে বললেন তিনি, ‘আমার কিছুই করার ছিল না। আমাকে যেতে হতো। আজ দেখা গেছে, আমি সমর্থকদের সঙ্গে সম্পর্ক খারাপ করে ক্লাব ছাড়িনি। এটা খুবই বিশেষ একটা ব্যাপার।’