ফেডারেশন কাপ: গফুরভের গোলে শেষ আটে কিংস

শেখ রাসেল ক্রীড়াচক্রের বিপক্ষে অ্যাকশনে বসুন্ধরার গফুরভবাফুফে

দ্বিতীয়ার্ধে বসুন্ধরা কিংসের মিডফিল্ডার মিগেল ফেরেইরা লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন। কিন্তু শেখ রাসেল সেই সুবিধা নেওয়ার অবস্থাতেই ছিল না। দ্বিতীয়ার্ধে যে তারা কিংসের বিপক্ষে দাঁড়াতেই পারেনি। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ফেডারেশন কাপের গ্রুপ ‘সি’র এই ম্যাচে কিংস অবশ্য জিতেছে ১–০ গোলে। দুটি ম্যাচই জিতে গ্রুপসেরা হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে চারবারের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। গ্রুপ ‘এ’ থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পুলিশ এফসি ও শেখ জামাল ধানমন্ডি। এই দুই দলের ম্যাচ আজ গোপালগঞ্জে ২-২ গোলে ড্র হয়েছে।

আরও পড়ুন

কিংসের একমাত্র গোলটি করেন উজবেকিস্তানের মিডফিল্ডার আশরোর গফুরভ। ৩৬ মিনিটে মাঝমাঠ থেকে গড়ে ওঠা এক আক্রমণে রবসন দা সিলভা পাস দেন গফুরভকে। তা থেকেই গোল করেন তিনি। গোল খাওয়ার আগ পর্যন্ত শেখ রাসেল অবশ্য কিংসের সঙ্গে সমানতালেই লড়ছিল। সুলেমান ল্যান্ড্রি ১১ মিনিটে দারুণ এক ফ্রি–কিক নিয়েছিলেন কিংসের পোস্টে। কিন্তু গোলকিপার মেহেদী হাসান দারুণভাবে শটটি ফিরিয়ে দেন। এই ল্যান্ড্রিই ২২ মিনিটে কিংস গোলকিপার মেহেদী হাসানকে একা পেয়েও গোল করতে পারেননি।

মুন্সিগঞ্জে আজ বেশ কয়েকটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল কিংস
বাফুফে

কিংসের আগের ম্যাচটা ছিল প্রিমিয়ার লিগের। কিংস অ্যারেনায় অপরাজেয় থাকার রেকর্ড সে ম্যাচে ভেঙে দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সেই হারের ধাক্কা সামলাতেই বোধ হয় মুন্সিগঞ্জে আজ বেশ কয়েকটি পরিবর্তন নিয়ে নেমেছিল কিংস। ফরোয়ার্ড রাকিবকে শুরু থেকে খেলানো হয়নি। ছিলেন আমিনুর রহমান। স্ট্রাইকার দরিয়েলতন গোমেজ ছিলেন না। তবে ছিলেন বাকি বিদেশিরা রবসন, মিগেল ফেরেইরা, বাবুরবেক ইউলদাশোভ, গফুরভ। রক্ষণে তপু বর্মণের জায়গা নেন টুটুল হোসেন। গোলকিপার আনিসুর রহমানের জায়গায় মেহেদী হাসান।

আরও পড়ুন

প্রথমার্ধে শেখ রাসেল ভালো খেললেও বসুন্ধরা কিংস খেলেছে তাদের মতো করেই। দ্বিতীয়ার্ধে অবশ্য শেখ রাসেলকে দাঁড়াতেই দেয়নি তারা। তবে দ্বিতীয়ার্ধে যে কিংস খুব বেশি সুযোগ তৈরি করতে পেরেছে, তা নয়।

বিরতির পর শেখ রাসেলকে পাত্তা দেয়নি বসুন্ধরা কিংস
বাফুফে

৭৮ মিনিটে রবসনের দারুণ এক শট ঠেকিয়েছেন শেখ রাসেলের গোলকিপার রাকিবুল হাসান। এ অর্ধে বল দখলের এক লড়াইয়ে সুমন রেজার সঙ্গে টক্করে চোট নিয়ে মাঠ ছাড়েন কিংস ডিফেন্ডার তারিক কাজী। ম্যাচের একেবারে শেষ দিকে লাল কার্ডটি দেখেন মিগেল।

আরও পড়ুন