রেঞ্জার্সের ১২ বছরের ‘যন্ত্রণা’র অবসান

চ্যাম্পিয়নস লিগের চূড়ান্ত পর্বে ওঠার পর রেঞ্জার্সের খেলোয়াড়দের উল্লাসছবি: রেঞ্জার্স টুইটার

এক বছর আগে মালমোর জার্সিতে রেঞ্জার্সের বিপক্ষে নেমেছিলেন তিনি। তৃতীয় কোয়ালিফাইং রাউন্ডের সে ম্যাচে জোড়া গোল করে পরিণত হয়েছিলেন রেঞ্জার্সের ‘এক নম্বর শত্রু’তে। বছর ঘুরে সেই ‘পাপে’রই যেন ‘প্রায়শ্চিত্ত’ করলেন আন্তোনিও কোলাক।

গোল করলেন এবার রেঞ্জার্সের পক্ষে, যে গোলে ১২ বছর পর চ্যাম্পিয়নস লিগের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে স্কটিশ ক্লাবটি। এক বছরের ব্যবধানে ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড রেঞ্জার্সের ‘বিনাশকারী’ থেকে এখন ‘উদ্ধারকারী’!

আরও পড়ুন

তবে ব্যক্তি কোলাক নন, স্কটিশ ফুটবলে ‘নায়ক’ এখন রেঞ্জার্সই। সর্বশেষ ২০১০ সালে চ্যাম্পিয়নস লীগে খেলেছিল ক্লাবটি। এরপর বিগত এক যুগে এমন বাজে অবস্থাও গেছে যে আর্থিক টানাটানির একপর্যায়ে স্কটিশ ফুটবলের চতুর্থ বিভাগেও নেমে যেতে হয়েছিল। তবে চার-পাঁচ বছর ধরে আবার শীর্ষ স্তরের ফুটবলে অবস্থান করে নিচ্ছে রেঞ্জার্স। গত বছর খেলেছে ইউরোপা লিগের ফাইনালেও।

প্লে-অফে প্রতিপক্ষ ছিল নেদারল্যান্ডসের ক্লাব পিএসভি আইন্দহভেন। গত সপ্তাহে নাটকীয়তায় ভরপুর প্রথম লেগ শেষ হয়েছিল ২-২ গোলের সমতায়। বুধবার রাতে ফিরতি লেগে অবশ্য তেমন কিছুই ঘটেনি। আইন্দহভেনের মাঠে গোল হয়েছে মাত্র একটি। খেলার ৬০ মিনিটে গোলটি করেন কোলাক। যে গোলে শেষ পর্যন্ত নিষ্পত্তি হয় ম্যাচের। ১-০ গোলের জয় তুলে নেয় রেঞ্জার্স।

দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানের জয়ে চ্যাম্পিয়নস লিগে খেলার টিকিট পেয়ে যায় রেঞ্জার্স। এবারের চ্যাম্পিয়নস লিগে রেঞ্জার্স ছাড়াও স্কটল্যান্ড থেকে আছে লিগ চ্যাম্পিয়ন সেল্টিক। ২০০৭ সালের পর স্কটল্যান্ডের দুই ক্লাব এই প্রথম একসঙ্গে চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে খেলবে।

আরও পড়ুন

নতুন দল নেই:

চ্যাম্পিয়নস লিগে প্রতিবছরই এক বা একাধিক নতুন দল দেখা যায়। গত বছর যেমন মলদোভার শেরিফ তিরাসপোল ছিল, ২০১৯ সালে ছিল ইতালির আতালান্তা। দুই বছর আগে তো একসঙ্গে চারটি নতুন দলও ছিল। কিন্তু এবার ফ্রাঙ্কফুর্ট প্রথমবারের মতো উঠে এসেছে চ্যাম্পিয়নস লিগে। টুর্নামেন্টটির আগের সংস্করণ ইউরোপিয়ান কাপে এর আগে খেলেছে জার্মান ক্লাবটি। ইউরোপিয়ান কাপ বিবেচনায় নিলে এবার একটা নতুন দলও নেই।

চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে এবার যে ৩২টি দল জায়গা করে নিয়েছে, তাদের সবাই আগে অন্তত একবার হলেও ইউরোপের সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতায় খেলেছে। এবার সম্ভাবনা ছিল নরওয়েজিয়ান ক্লাব বোদো/গ্লিমটের, তবে ক্রোয়েশিয়ান ক্লাব দিনামো জাগরেবের কাছে প্লে-অফে হেরে গেছে দলটি। যে দলগুলো এবার অংশ নিচ্ছে, সেগুলোর মধ্যে ১৪টি ক্লাব ইউরোপিয়ান কাপ বা চ্যাম্পিয়নস লিগের সাবেক চ্যাম্পিয়ন। আরও সাতটি ক্লাব আছে, যারা অন্তত ফাইনাল খেলেছে।

গ্রুপ পর্বের ড্রতে কে কোন পটে:

তুরস্কের ইস্তাম্বুলে আজ বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে চ্যাম্পিয়নস লিগ গ্রুপ পর্বের ড্র। ৩২টি দলকে ৮টি গ্রুপে ভাগ করা হবে। বেশ কিছু মানদণ্ডের ভিত্তিতে ক্লাবগুলোকে আগেই চারটি পটে ভাগ করা হয়েছে। প্রতি পট থেকে একটি করে দল নিয়ে তৈরি হবে একেকটি গ্রুপ। এক নম্বর পটে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের সঙ্গে আছে ম্যানচেস্টার সিটি, ফ্রাঙ্কফুর্ট এসি মিলান, পিএসজি, পোর্তো ও ডাচ ক্লাব আয়াক্স।

দুই নম্বরে পটে আছে লিভারপুল, চেলসি, বার্সেলোনা, জুভেন্টাস, আতলেতিকো মাদ্রিদ, সেভিয়া ও টটেনহাম। ডর্টমুন্ড, লেভারকুসেন, সালজবার্গ, নাপোলি, শাখতার দোনেৎস্ক, স্পোর্টিং সিপি, ইন্টার মিলান ও বেনফিকা আছে তিন নম্বর পটে। আর চার নম্বর পটে আছে সেল্টিক, ক্লাব ব্রুজ, দিনামো জাগরেব, কোপেনহেগেন, মার্শেই, রেঞ্জার্স, মাকাবি হাইফা ও ভিক্টোরিয়া প্লোজেন।

আরও পড়ুন