ফ্রি–কিক গোলের অর্ধশতকে জয়ের আনন্দ রোনালদোর

দারুণ ছন্দে আছেন রোনালদোছবি: এএফপি

দারুণ ছন্দে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। কয়েক দিন আগে আন্তর্জাতিক বিরতিতে পর্তুগালকে ইউরোর মূলমঞ্চে খেলার টিকিট এনে দেওয়ার পথে করেছিলেন দুই ম্যাচে চার গোল। এবার সেই রোনালদোর হাত ধরেই দারুণ এক ঘুরে দাঁড়ানো জয় পেল আল নাসর। দামাকের বিপক্ষে আল নাসরের জয় ২–১ গোলে। এ নিয়ে আল নাসরের হয়ে ১২ ম্যাচে রোনালদো করেছেন ১২ গোল।

রিয়াদে মাঠে নামার আগে আবহার বিপক্ষে আগের ম্যাচে ড্র করায় একটু চাপেই ছিল আল নাসর। দামাকের বিপক্ষে প্রথমার্ধের যোগ করা সময়ে পিছিয়ে পড়ে চাপ যেন আরও বেড়েছিল। তবে সহজ সুযোগ হাতছাড়া না করলে দামাক বিরতির আগেই পেতে পারত একাধিক গোল।

আরও পড়ুন

বিরতির পর ৪৮ মিনিটে রোনালদো গোল করলেও সেটি বাতিল হয় অফসাইডের কারণে। তবে ৫২ মিনিটে তালিসকার ফ্রি–কিক গোলে ম্যাচে সমতা ফিরিয়ে চাপ কমায় আল নাসর। ফ্রি–কিক নেওয়ার জন্য এ সময় তালিসকার সঙ্গে দাঁড়িয়েছিলেন রোনালদোও। দামাকের গোলরক্ষক ও ডিফেন্ডাররা ভেবেছিলেন রোনালদোই হয়তো ফ্রি–কিক নেবেন। কিন্তু আচমকা ফ্রি–কিকটি নেন তালিসকা। কাছের পোস্ট ঘেঁষে বল জালে জড়ালে সেটি থামানোর কোনো উপায় ছিল না দামাক গোলরক্ষকের।

চার মিনিট পর আবার ফ্রি–কিক পায় আল নাসর। কিন্তু এবার অন্য কেউ নন, রোনালদো নিজেই নেন শটটি। তাঁর ট্রেডমার্ক ফ্রি–কিক তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না দামাক গোলরক্ষকের। এটি তাঁর ক্লাব ক্যারিয়ারের ৫০তম ফ্রি–কিক গোল এবং সব মিলিয়ে ৬১। আর রোনালদো ফ্রি–কিকে গোল করলেন প্রায় ৭ মাস পর। সর্বশেষ গত মার্চে পর্তুগালের জার্সিতে লিখটেনস্টেইনের বিপক্ষে ম্যাচে ফ্রি–কিক থেকে গোল করেছিলেন ‘সিআর সেভেন’।

আরও পড়ুন

দলকে এগিয়ে দেওয়ার পর ব্যবধান বাড়ানোর চেষ্টা চালিয়ে যান রোনালদো। ৭৯ মিনিটে তাঁর শট বারের ওপর দিয়ে যায়। অন্যদিকে দামাকও চেষ্টা করেছিল ম্যাচে ফেরার। কিন্তু কোনো দলই আর গোল পায়নি। জয় নিয়েই মাঠ ছাড়ে আল নাসর। এই জয়ে ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে উঠে এসেছে আল নাসর। শীর্ষে থাকা আল হিলালের পয়েন্ট ১০ ম্যাচে ২৬।

ফ্রি কিক থেকে দারুণ এক গোল করেন রোনালদো
ছবি: ফেসবুক

দলকে জিতিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি জানিয়েছেন রোনালদো। ম্যাচের একাধিক ছবি পোস্ট করে রোনালদো লিখেছেন, ‘স্টেডিয়ামের পরিবেশ আজ অবিশ্বাস্য ছিল। জিততে পেরে আনন্দিত এবং প্রতি ম্যাচেই এমন কঠোর পরিশ্রম চালিয়ে যাব। ভক্তদের ধন্যবাদ এমন দারুণভাবে সম্মানিত করার জন্য।’