প্রিমিয়ার লিগে অনুশীলন থেকে তুলে নিয়ে পুলিশি জিজ্ঞাসাবাদ, সবাই মনে করেছিল ‘দুষ্টামি’

ইংলিশ প্রিমিয়ার লিগে এক ফুটবলারকে অনুশীলন থেকে তুলে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। জানা গেছে, অনুশীলন চলাকালে গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সেই আন্তর্জাতিক তারকাকে ধরে নিয়ে যান ইংল্যান্ডের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এরপর ছয় ঘণ্টা ধরে সেই ফুটবলারকে জেরা করা হয় এবং তাঁর দুটি ফোনও জব্দ করা হয়।

জব্দ করা ফোনগুলোর ফুটেজ এবং ভিডিও রেকর্ডগুলোও যাচাই করে দেখেছে পুলিশ। প্রিমিয়ার লিগ তারকাকে পুলিশের তুলে নিয়ে যাওয়ার খবরটি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান। তারা জানিয়েছে, পুলিশের কাছে সেই ফুটবলারের বিরুদ্ধে সম্মতি ছাড়া যৌন দৃশ্য ধারণ করার অভিযোগ ছিল।

এদিকে পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ২০ থেকে ২৯ বছর বয়সের মধ্যে থাকা সেই ফুটবলারের বিরুদ্ধে আনা অভিযোগের যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি। যে কারণে বিষয়টি নিয়ে আর কোনো পদক্ষেপ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।
গুরুতর অভিযোগে সতীর্থকে সাদাপোশাকধারী পুলিশ তুলে নিয়ে গেলেও অন্য খেলোয়াড়েরা মনে করেছিলেন, কেউ হয়তো সেই খেলোয়াড়টির সঙ্গে মজা করছে।

আরও পড়ুন

তাঁরা কেউই ঘটনাটি বিশ্বাস করতে পারেননি। পরে অবশ্য ভুল ভাঙতে সময় লাগেনি। যদিও বড় কোনো জটিলতা ছাড়াই শেষ হয়েছে বিষয়টি এবং পরবর্তী সময়ে সেই ফুটবলার আবার অনুশীলনে ফিরেও এসেছেন।

দ্য সান জানিয়েছে, সেই ফুটবলারের বিরুদ্ধে নিষেধ করার পরও যৌন সম্পর্কের গোপন ভিডিও ধারণ করার অভিযোগ করেছিলেন এক নারী। কিন্তু সুনির্দিষ্ট তথ্য–প্রমাণ না থাকায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন

ঘটনার আপাত পরিসমাপ্তি ঘটলেও সেই অভিযোগকারী নারী এক বন্ধুকে বলেছেন, একসঙ্গে সময় কাটানোর পর সেই ফুটবলার যখন তাঁকে চলে যেতে বলেন, তখন তিনি ‘আক্রান্ত ও অপমানিত’ বোধ করেছিলেন।