ঘন ঘন পরিবর্তনের কারণে চেলসি কোচের পদকে মনে করা হয় সবচেয়ে উত্তপ্ত চেয়ার। এবার সেই চেয়ারে বসতে যাচ্ছেন মরিসিও পচেত্তিনো।
৫১ বছর বয়সী এই আর্জেন্টাইন কোচ চেলসি কোচ হতে সম্মতি দিয়েছেন বলে সূত্র থেকে নিশ্চিত হয়েছে ইএসপিএন ও বিবিসি।
কিছু দিনের মধ্যে তাঁকে কোচ হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেবে চেলসি। তখনই জানা যাবে, কত দিনের চুক্তি হচ্ছে দুই পক্ষের।
গত কয়েক বছরের চেলসি কোচদের ক্ষেত্রে অবশ্য চুক্তির মেয়াদ বিশেষ গুরুত্ব বহন করেনি। যাঁর মেয়াদ যেমনই ছিল, কর্তৃপক্ষ ছাঁটাই করায় আগেভাগেই বিদায় নিতে হয়েছে। পচেত্তিনো হতে যাচ্ছেন গত পাঁচ বছরের মধ্যে চেলসির ষষ্ঠ কোচ।
চলতি ২০২২–২৩ মৌসুমের শুরুতে চেলসির কোচ ছিলেন টমাস টুখেল। সেপ্টেম্বরে জার্মান এই কোচকে বিদায় করে গ্রাহাম পটারকে পাঁচ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল। আর যা–ই হোক, অন্তত প্রথম বছর তাঁর চাকরি অক্ষত থাকবে বলে আশ্বস্ত করার খবরও শোনা গিয়েছিল তখন।
কিন্তু মাঠের পারফরম্যান্সে চেলসি ভালো কিছু করতে না পারায় সাত মাসের মাথায় বড় অঙ্কের ক্ষতিপূরণ দিয়ে পটারকে ছাঁটাই করে দেয় কর্তৃপক্ষ। মৌসুমের বাকি অংশের জন্য অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে কাজ করছেন সাবেক খেলোয়াড় ও কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ড।
পটারের পর চেলসির নতুন কোচ হিসেবে আলোচনায় ছিলেন পচেত্তিনো, লুইস এনরিকে ও ইউলিয়ান নাগলসমান। শেষ পর্যন্ত সাবেক টটেনহাম কোচ পচেত্তিনোর সঙ্গেই আলোচনা সফল হয়েছে চেলসির। পচেত্তিনো ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত টটেনহামের ডাগআউটে ছিলেন। তাঁর অধীন একবার চ্যাম্পিয়নস লিগ ফাইনালেও জায়গা করে নেয় স্পারসরা। আর্জেন্টাইন এই কোচ সবশেষ কাজ করেছেন পিএসজিতে। চলতি মৌসুমে তিনি কোথাও কোচিং করাচ্ছেন না।
ইএসপিএনের খবরে বলা হয়, পচেত্তিনো দায়িত্ব নেবেন আরও কয়েক সপ্তাহ পর। সামনের গ্রীষ্মকালীন দলবদলে স্কোয়াড সাজানো নিয়ে কথা বলবেন চেলসির অন্যতম মালিক টড বোয়েলি ও বেহদাদ এঘবালির সঙ্গে। কিছু খেলোয়াড় কেনার পাশাপাশি বর্তমান কয়েকজনকে ছেড়ে দেওয়ার কাজও করতে হবে পচেত্তিনোকে। ধারে অন্য ক্লাবে থাকা খেলোয়াড় বাদেই চেলসির বর্তমান স্কোয়াড ৩১ জনের।