ইস্তাম্বুলে রিয়াল মাদ্রিদ ছিল না, আনিত্তার ‘পিঠে চড়ে’ ছিলেন ভিনিসিয়ুস

ভিনিসিয়ুসের সঙ্গে হওয়া বর্ণবাদী আচরণের প্রতিবাদের বার্তা চ্যাম্পিয়নস লিগের ফাইনালের আগেও ছড়িয়ে দিয়েছেন পপতারকা আনিত্তাছবি: ইনস্টাগ্রাম

ম্যানচেস্টার সিটির কাছে হেরে সেমিফাইনাল থেকেই ছিটকে গেছে রিয়াল মাদ্রিদ। ইস্তাম্বুলে কাল হয়ে যাওয়া ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলানের ফাইনাল নিয়ে স্পেনের ক্লাবটির কোনো আগ্রহ থাকার কথা নয়। সেটা ছিলও না। তবে ইস্তাম্বুলে না থাকলেও ছিলেন দলটির ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র।

ভিনিসিয়ুস ইস্তাম্বুলে খেলা দেখতে গেছেন, ব্যাপারটা এমন নয়। তিনি সেখানে সশরীর ছিলেন না। ভিনিসিয়ুসকে আসলে ইস্তাম্বুলে নিয়ে গেছেন ব্রাজিলিয়ান পপতারকা আনিত্তা। তা–ও আবার নিজের পিঠে করে!

আরও পড়ুন

একটু রহস্যজনক মনে হচ্ছে? তাহলে খুলেই বলা যাক। সম্প্রতি ভিনিসিয়ুসের সঙ্গে ঘটে যাওয়া বর্ণবাদী আচরণে প্রতিবাদে সোচ্চার ব্রাজিলিয়ানরা। সেই প্রতিবাদের অংশ হিসেবেই ইস্তাম্বুলে কাল ভিনিকে একটু অন্যভাবে উপস্থাপন করেছেন আনিত্তা।

ব্রাজিলের এই পপতারকা কাল চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আগের ছোট্ট অনুষ্ঠানে পারফর্ম করেছেন। ইস্তাম্বুলে তিনি গান গাওয়ার সময় যে পোশাকটি পরেছিলেন, সেটার পেছনে লেখা ছিল—ভিনি জুনিয়র!

আরও পড়ুন
ইস্তাম্বুলে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের আগে পারফর্ম করেন ব্রাজিলিয়ান পপ তারকা আনিত্তা ও তাঁর দল
ছবি: রয়টার্স

এমনিতেও ব্রাজিলিয়ানরা যে যেভাবে পারছেন, ভিনির সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদ করছেন। এর ওপরে আনিত্তার সেরা বন্ধুদের একজন ভিনিসিয়ুস। চ্যাম্পিয়নস লিগের ফাইনালের মতো একটি মঞ্চে গান গাওয়ার সুযোগ পেয়ে ভিনির সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদ করার সুযোগটি হাতছাড়া করেননি আনিত্তা।

সদ্য শেষ হওয়া মৌসুমে প্রতিপক্ষের মাঠে সব মিলিয়ে পাঁবার বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন ভিনিসিয়ুস। যার সর্বশেষটি ভ্যালেন্সিয়ার মাঠে গত ২১ মে। এরপর ভিনিসিয়ুস এমন ঘটনার জন্য লা লিগা এবং স্পেনের ফুটবল ফেডারেশনকেই দায়ী করেন। এ ঘটনায় ভিনিসিয়ুসের পাশে দাঁড়ান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার ও ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেসহ আরও অনেকেই।

আরও পড়ুন