স্পেনে কেউ কাউকে সম্মান করে না—ক্ষোভ প্রকাশ করে অবসরের ইঙ্গিত মোরাতার

স্পেন অধিনায়ক আলভারো মোরাতাইনস্টাগ্রাম

স্পেন অধিনায়ক আলভারো মোরাতা বলেছেন, দেশের জার্সিতে ২০২৪ ইউরোই ‘সম্ভবত’ তাঁর শেষ টুর্নামেন্ট। আতলেতিকো মাদ্রিদের এই স্ট্রাইকার নিজের ক্ষোভ ঝেড়ে আরও বলেছেন, ‘স্পেনে কেউ কাউকে কিংবা কোনো কিছুকে সম্মান করে না।’

৩১ বছর বয়সী মোরাতা এবার ইউরোয় স্পেনের পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই প্রথম একাদশে ছিলেন। গ্রুপ পর্বে ক্রোয়েশিয়ার বিপক্ষে স্পেনের ৩-০ ব্যবধানের জয়ে গোল করেছিলেন মোরাতা। মিউনিখে আগামীকাল বাংলাদেশ সময় রাত ১টায় ইউরোর সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন। মোরাতা এই ম্যাচে শুরু থেকেই খেলবেন বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

স্প্যানিশ রেডিও নেটওয়ার্ক ‘কাদেনা এসইআর’কে মোরাতা গত মাসে বলেছিলেন, দেশের বাইরে খেলাটা তাঁর জন্য ‘সবচেয়ে সহজ’। কারণ হিসেবে মোরাতা স্প্যানিশ সমর্থকদের বাজে আচরণের কথা বলেছিলেন। পরিবার এবং নিজের প্রতি স্প্যানিশ সমর্থকদের আচরণকে দুষেছিলেন মোরাতা। গত সপ্তাহে মোরাতা এটাও জানিয়েছেন, তিনি আতলেতিকোতেই থাকবেন এবং এ ক্লাবের হয়ে ট্রফি না জেতা পর্যন্ত ‘থামবেন না’।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল মুন্দো’কে মোরাতা বলেন, ‘এটা হতে পারে (স্পেনের হয়ে শেষ টুর্নামেন্ট)। এটা এমন একটি সম্ভাবনা, যা নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না, তবে সম্ভাবনাটা আছে।’ ২০১৯ সালে আতলেতিকোয় যোগ দেওয়ার আগে রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও চেলসিতে খেলেছেন মোরাতা। স্পেনের কিছু সমর্থকের সঙ্গে তাঁর সম্পর্কটা মোটেও ভালো না।

২০২০ ইউরোয় মোরাতাকে দুয়ো দেন স্পেনের সমর্থকেরাই। চলতি বছর মার্চেও সান্তিয়াগো বার্নাব্যুতে ব্রাজিলের বিপক্ষে মোরাতাকে দুয়ো দিয়েছেন স্পেনের সমর্থকেরা। স্প্যানিশ সংবাদমাধ্যমটিকে মোরাতা সরাসরি বলেছেন, ‘স্পেনে আমার জন্য সুখী হওয়া কঠিন। কোনো সন্দেহ নেই (স্পেনের বাইরে আমি সুখী)। এটা অনেকবার বলেছি। সবচেয়ে বড় ব্যাপার, (দেশের বাইরে) লোকে সম্মান করে। স্পেনে  কারও প্রতি কিংবা কোনো কিছুর প্রতি সম্মান জানানোর রীতি নেই।’

আরও পড়ুন

জার্মানির বিপক্ষে কোয়ার্টার ফাইনালে স্পেনের ২-১ গোলে জয়ের ম্যাচে ৮০ মিনিটে মোরাতাকে তুলে নেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। এ ম্যাচের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছিল, মাঠ থেকে উঠে যাওয়ার পর হলুদ কার্ড দেখেছেন স্পেন অধিনায়ক। যদিও সেটা ভুল ছিল। কিন্তু এ নিয়েও মোরাতার সমালোচনা করেছেন স্পেনের সমর্থকেরা।

রিয়াল মাদ্রিদের হয়ে দুবার চ্যাম্পিয়নস লিগজয়ী এই স্ট্রাইকার সেই সমালোচনার বিষয়ে বলেছেন, ‘সেদিন লোকে বলেছে, আমি (টাচলাইনে) কাঁদছিলাম, কারণ আমাকে হলুদ কার্ড দেওয়া হয়েছে। এটা কেমন কথা! আমি কাঁদছিলাম কারণ আমার দেশ, যে দলটির অধিনায়কও আমি; সেমিফাইনালে উঠতেই হতো। এই কারণে কেউ কাঁদলে আমি কখনোই তার সমালোচনা করব না। কিন্তু আমার সমালোচনা করা হয়েছে যখন আমি ইউরো জিততে নিজের হাত দুটোও কাটতে রাজি।’

জার্মানি–স্পেন ম্যাচ শেষে রুডিগারের সঙ্গে মোরাতা
এএফপি

মোরাতা বলেছেন, স্পেনের সমর্থকেরা একদিন তাঁকে মিস করবে, ‘আমি এই টুর্নামেন্ট উপভোগ করছি, যেখানে জাতীয় দলের হয়ে শেষ ম্যাচও খেলতে পারি। তবে ভবিষ্যতে কী হবে, সেটা ভবিষ্যতের ব্যাপার। কে জানে, একদিন হয়তো তারা আমাকে মিস করবে। প্রতিদিনই বিদায়ের কাছাকাছি এগিয়ে যাচ্ছি। এ জন্যই উপভোগ করি, এ জন্যই কাঁদি এবং সামনে যা কিছুই আসুক না কেন, এ জন্যই কাঁদব। সেটা ভালো–মন্দ যা–ই হোক।’