র‍্যাঙ্কিংয়ের সেরা দশ দলের বিপক্ষে মেসি–রোনালদোর পারফরম্যান্স কেমন

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোছবি: এএফপি

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে কে সেরা—এই বিতর্ক পুরোনো। কাতার বিশ্বকাপে শিরোপা জয়ের পর অনেকের কাছে সর্বকালের সেরার স্বীকৃতি পাচ্ছেন মেসি। যদিও রোনালদো–ভক্তদের অনেকেই এটা মানতে রাজি নন। পরিসংখ্যানও অবশ্য কারও একক শ্রেষ্ঠত্বের পক্ষে কথা বলে না। কোনো মানদণ্ডে মেসি এগিয়ে আছেন তো আবার কোনোটিতে এগিয়ে রোনালদো।

সম্প্রতি আন্তর্জাতিক ম্যাচেও আর্জেন্টিনা ও পর্তুগালের হয়ে গোল করে নিজেদের শ্রেষ্ঠত্ব আরও একবার প্রমাণ করেছেন দুজনই। একদিকে মেসি যেমন ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন, অন্যদিকে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার নতুন এক রেকর্ড গড়েছেন রোনালদো। আন্তর্জাতিক বিরতিতে পানামা এবং কুরাসাওয়ের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে ৪ গোল করার পর মেসির গোল সংখ্যা এখন সব মিলিয়ে ১০২, আর ইউরো বাছাইয়ে ৪ গোলের মধ্য দিয়ে রোনালদোর গোল এখন ১২২। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই গোলগুলোর মধ্যে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দেশগুলোর বিপক্ষে কার গোল সংখ্যা সবচেয়ে বেশি?

আরও পড়ুন
জাতীয় দলের হয়ে ১২২ গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো
ছবি: রয়টার্স

সম্প্রতি এক প্রতিবেদনে এই মুহূর্তে র‍্যাঙ্কিংয়ের সেরা ১০ দলের বিপক্ষে মেসি ও রোনালদোর গোলের হিসাব তুলে ধরেছে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা। বর্তমানে র‍্যাঙ্কিংয়ের সেরা দশে থাকা দলগুলো হলো ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, বেলজিয়াম, ইংল্যান্ড, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া, ইতালি, পর্তুগাল ও স্পেন।

আর্জেন্টিনার বিপক্ষে মেসির গোল করা সম্ভব নয়, তেমনি রোনালদোও তো পর্তুগালের বিপক্ষে খেলবেন না! এর বাইরে তাঁরা দুজনে যে ৯ দলের বিপক্ষে খেলেছেন, ক্যারিয়ারে এই দলগুলোর বিপক্ষে সব মিলিয়ে ১৫ গোল করেছেন মেসি। যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে মেসির গোল ৫টি, ফ্রান্সের বিপক্ষে ৩টি, ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩টি, স্পেনের বিপক্ষে ২টি, নেদারল্যান্ডসের বিপক্ষে ১টি এবং পর্তুগালের বিপক্ষে ১টি। ইতালি ও বেলজিয়ামের বিপক্ষে ১টি করে ম্যাচ খেলে কোনো গোল করতে পারেননি মেসি। আর ইংল্যান্ডের বিপক্ষে এখনো খেলা হয়নি আর্জেন্টাইন মহাতারকার।

আরও পড়ুন
আর্জেন্টিনার জার্সিতে ১০০ গোলের মাইলফলক ছুঁয়ে ফেলেছেন মেসি
ছবি: এএফপি

সব মিলিয়ে গোল করায় মেসির চেয়ে রোনালদো এগিয়ে থাকলেও, বর্তমানে র‍্যাঙ্কিংয়ের সেরা দশে থাকা দলগুলোর বিপক্ষে গোলে পিছিয়ে আছেন পর্তুগিজ তারকা। এই দলগুলোর বিপক্ষে রোনালদো গোল করেছেন ১৪টি। যেখানে নেদারল্যান্ডসের বিপক্ষে সবচেয়ে বেশি ৪ গোল করেছেন রোনালদো, ৩টি করে গোল করেছেন বেলজিয়াম এবং স্পেনের বিপক্ষে। ফ্রান্সের বিপক্ষে করেছেন ২ গোল এবং ১টি করে গোল করেছেন আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়ার বিপক্ষে। ব্রাজিল এবং ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ খেলেও কোনো গোল করতে পারেননি রোনালদো। এ ছাড়া ইতালির বিপক্ষে এক ম্যাচ খেলে কোনো গোল পাননি রোনালদো

মজার ব্যাপার হচ্ছে, পর্তুগাল এবং আর্জেন্টিনার বিপক্ষে মেসি-রোনালদোর গোল এসেছে একই ম্যাচে। ২০১১ সালের ৯ মার্চের সেই প্রীতি ম্যাচে পর্তুগালকে ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। আর সেরা দশের যে দলগুলোর বিপক্ষে মেসি-রোনালদোর দুজনই গোল করেছেন সেগুলো হলো ফ্রান্স, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও স্পেন। এই চার দলের বিপক্ষে দুজনের গোল সংখ্যা ১৯।

আরও পড়ুন