‘রোনালদো, ইব্রা...হলান্ড একের ভেতর অনেক’

ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড হলান্ডছবি: এএফপি

ক্রিস্টিয়ানো রোনালদো যখন ক্যারিয়ারের মধ্যগগনে ছিলেন, সবচেয়ে বেশি কথা হতো তাঁর গতি আর ক্ষিপ্রতা নিয়ে। জ্লাতান ইব্রাহিমোভিচ সব সময়ই আলোচিত তাঁর লম্বা পায়ের জন্য। লম্বা দুটি পা দিয়ে তিনি কত অসম্ভব গোলই না করেছেন!

আর্লিং হলান্ডের কী আছে-এমন প্রশ্ন যদি করা হয় তাহলে কী উত্তর পাবেন? কেউ হয়তো বলবেন সবকিছুই তো আছে হলান্ডের। কেউ আবার পাল্টা প্রশ্ন করে বসতে পারেন-কী নেই ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান এই স্ট্রাইকারের।

হলান্ডের ভেতরে কী নেই, সেই হিসাব মেলাতে পারছেন না ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির সাবেক গোলকিপার পিটার স্মাইকেল। তাই তো ম্যানচেস্টার ডার্বিতে হলান্ডের হ্যাটট্রিক আর দুটি ফিল ফোডেনের হ্যাটট্রিকে দুটি অ্যাসিস্টের পর স্মাইকেল অনায়াসে বলে দিলেন-হলান্ড হচ্ছেন একের ভেতর অনেক!

দুজনের হ্যাটট্রিকে ম্যানচেস্টার ডার্বিতে ইউনাইটেডকে ৬–৩ গোলে হারিয়েছে ম্যান সিটি।

রোনালদোর গতি, ইব্রার লম্বা পা...২২ বছর বয়সী হলান্ডের মধ্যে সবকিছু আছে বলেই মনে করেন স্মাইকেল, ‘আপনি হলান্ডের দিকে তাকালে দেখবেন জ্লাতানের মতো গোল আছে। রোনালদোও আছে ওর মধ্যে। আপনি দেখবেন, বিশ্বের শীর্ষ স্ট্রাইকাররা একজনের এই একজনের মধ্যে আছে। এ কারণেই সে এত ভয়ংকর।’

হলান্ডকে নিয়ে এমন কথা না বলে উপায় কী! ম্যান সিটিতে নাম লেখানোর পর থেকেই গোলের পর গোল করে যাচ্ছেন নরওয়েজিয়ান স্ট্রাইকার।

গতকালের হ্যাটট্রিকসহ প্রিমিয়ার লিগে ৮ ম্যাচে তাঁর গোল হলো ১৪টি। হ্যাটট্রিক করেছেন তিনটি, সবকটিই ঘরের মাঠে।

প্রিমিয়ার লিগে ঘরের মাঠে টানা তিন ম্যাচে হ্যাটট্রিক করা প্রথম খেলোয়াড় হয়ে গেছেন হলান্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে তাঁর গোলের সংখ্যা ১১ ম্যাচে ১৭!

হলান্ডের গোল করার ম্যাচে আর গোলের এই অনুপাতকে ম্যান সিটির কোচ পেপ গার্দিওলা আখ্যা দিয়েছেন ‘ভীতিকর’ হিসেবে।

ম্যাচ শেষে ম্যান সিটির স্প্যানিশ কোচ বলেছেন, ‘সংখ্যাই তার হয়ে কথা বলে। সে এখানে এটা আগেও করেছে...সংখ্যাটা আসলে ভীতিকর!’