চেলসিকে পেছনে ফেলে গ্রুপসেরা ব্রাজিলিয়ান ক্লাব, নকআউটে পেল বায়ার্নকে
ক্লাব বিশ্বকাপে নিজেদের অপরাজিত যাত্রা ধরে রেখে গ্রুপসেরা হয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ফ্ল্যামেঙ্গো। প্রথম দুই ম্যাচ জিতে আগেই শেষ ষোলো নিশ্চিত করা ফ্ল্যামেঙ্গো আজ ১-১ গোলে ড্র করেছে স্বাগতিক দেশের ক্লাব লস অ্যাঞ্জেলস এফসির (এলএ এফসি) বিপক্ষে।
ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ম্যাচজুড়ে দাপুটে ফুটবল উপহার দেয় ফ্ল্যামেঙ্গো। তবে বল দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার করলেও ফিনিশিংয়ে ভালো করতে পারেনি তারা।
১৯ শটের ৪টি লক্ষ্যে রেখে গোল করতে পেরেছে মাত্র ১টি। এমনকি ম্যাচে ৮৪ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়ে হারের শঙ্কায়ও পড়েছিল ফ্ল্যামেঙ্গো। যদিও শেষ পর্যন্ত তেমন কিছু হয়নি। ২ মিনিট পর ওয়ালেসে ইয়ানের গোলে সমতা ফিরিয়ে ম্যাচ ড্র করে তারা।
আজ জিততে না পারলেও ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়েছে ফ্ল্যামেঙ্গো। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে ফ্ল্যামেঙ্গোর সঙ্গী হয়েছে সাবেক ইউরোপ চ্যাম্পিয়ন চেলসি। এর আগে চেলসিকে হারিয়ে চমক উপহার দিয়েছিল ফ্ল্যামেঙ্গো। শেষ ষোলোয় ফ্ল্যামেঙ্গোর প্রতিপক্ষ গ্রুপ ‘সি’তে রানার্সআপ বায়ার্ন মিউনিখ। ২৯ জুন রাত ২টায় মুখোমুখি হবে দুই দল।
বায়ার্নের বিপক্ষে ম্যাচ নিয়ে ফ্ল্যামেঙ্গো কোচ ফিলিপে লুইস বলেন, ‘বায়ার্ন বিশ্বের অভিজাত একটি দল। তারা পরাশক্তি, ইউরোপিয়ান জায়ান্ট। তারা নিজেদের খেলায়, ঘরোয়া লিগে সব সময়ই দাপট দেখায়। তাদের দলে রয়েছে অসাধারণ সব খেলোয়াড় এবং দুর্দান্ত একজন দুর্দান্ত কোচ। তার কাজ আমাদের অনুপ্রাণিত করে। আমরা তার কৌশল থেকে অনেক কিছু শিখি এবং সেগুলো আমাদের খেলায় প্রয়োগ করার চেষ্টা করি। তবে ফুটবল এমন এক খেলা, যেখানে যেকোনো কিছুই ঘটতে পারে।’
গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বায়ার্ন বেনফিকার কাছে হেরে গেছে ১-০ গোলে। এ নিয়ে ১৪ বারের মুখোমুখিতে এই প্রথম বেনফিকার বিপক্ষে হারল জার্মান চ্যাম্পিয়নরা। গ্রুপ ‘সি’তে চ্যাম্পিয়ন বেনফিকার শেষ ষোলোয় প্রতিপক্ষ গ্রুপ ‘ডি’র রানার্সআপ চেলসি। ২৮ জুন রাতে মুখোমুখি হবে এই দুই দল।
আজকের ম্যাচে গোল করে একটি মাইলফলকও স্পর্শ করেছে ফ্ল্যামঙ্গো। ক্লাব বিশ্বকাপের ইতিহাসে ব্রাজিলিয়ান ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে বেশি গোল করায় সান্তোসের সঙ্গে যৌথভাবে সবার ওপরে উঠেছে তারা।
৮ ম্যাচে ফ্ল্যামেঙ্গোর গোল ১৮টি। সান্তোসের গোল ফ্ল্যামেঙ্গোর মতো ১৮টি। তবে তারা ফ্ল্যামেঙ্গোর চেয়ে এক ম্যাচ কম খেলেছে। তবে ফ্ল্যামেঙ্গোর সুযোগ আছে বায়ার্নের বিপক্ষে গোল করে এককভাবে শীর্ষে ওঠার।